নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

লজ্জা অতঃপর কিংকর্তব্য বিমূঢ়

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫




ভালবেসে চিৎকার করে খুব ভোরে ঘুম ভাঙ্গালো এলার্ম দিয়ে রাখা ঘড়িটা। চিৎকারটা এমন, যে বিছানায় থাকা মুশকিল।
ভালই হয়েছে, আমার জন্য এমন ভালবাসাটাই দরকার। কারণ এর আগে পরপর দু’বার রাজধানীর টিকেট কেটে ঘুমিয়েছিলাম, ফের নতুন করে টিকেট কেটে যেতে হয়েছিল।

আজ ঢাকা যেতে হবে, চাকরীর ইন্টারভিউ আছে।
তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম।
আমার সিটটা জানালার ধারে, তাই বাইরে তাকিয়ে দেখছি মানুষের ব্যস্ততা, কখনো হাট-বাজার আবার কখনো শষ্যে ভরা দীর্ঘ ধান ক্ষেত। এসব দেখতে দেখতে মনটা উদাস হয়ে যায়। প্রতিবারই যাত্রার সময় মনে মনে প্রতিজ্ঞা করি এবার বাড়ীতে ফিরে নিজেকে নতুন করে সাজাবো, এ করবো, ও করবো।
যাইহোক গাড়ীর গতির সাথে আমার চিন্তা চলতে চলতে হঠাৎ থেমে যায়। কি ব্যাপার ? শুনলাম সকালের নাস্তার জন্য ২০/৩০ মিঃ যাত্রা বিরতি।
এলেঙ্গা পার হয়ে গাড়ীটা দাঁড়িয়েছে।

হোটেলে গিয়ে নাস্তার অর্ডার দিলাম। হোটেলের চেহারা অনুযায়ী নাস্তার কোয়ালিটিটা ভাল। নাস্তা শেষে বেসিনে গিয়ে হাত ধুয়ে ফিরতেই দেখি একটা ছেলে তোয়ালা হাতে দাঁড়িয়ে আছে। আমিতো হোটেলের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম।
ছোট-বড়, শহরে-গ্রামে অনেক হোটেলেই গিয়েছি কিন্তু এমন আতিথেয়তা কখনো পাইনি। নিজেকে অনেক বড় কিছু মনে হচ্ছিল। যাইহোক আমি আমার দু’হাত মুছে নিলাম তোয়ালাতে।
হাত মোছা যখন শেষ তখন ছেলেটি বললো, ভাই এটা কি হলো ?
ছেলেটির কথাটা হঠাৎ পিনের মত মাথায় বিঁধলো, বুঝলাম সামথিং রং।
তৎক্ষনাত সামনের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে ছোট শিশু কোলে নিয়ে এদিকেই আসছে।
সঙ্গে সঙ্গে ব্যাপারটা পরিষ্কার হলো যে, তোয়ালাটা আমার জন্য নয়, ঐ শিশুটির জন্য ধরেছিল ছেলেটা।
আমি তো শেষ! সরি বলার মতো সাহসটুকুও হারিয়ে ফেলেছি।
তাড়াতাড়ি গাড়ীতে গিয়ে বসলাম।

আজ থেকে প্রায় ১০ বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা এখনো আমাকে লজ্জা দেয়। ঐ শিশুটির কাছে আমি সরি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

নতুন বলেছেন: :) একটা জিঙ্গাসা ঢুকিচেপা এর কোন অথ আছে?

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

ঢুকিচেপা বলেছেন:
সামহোয়্যার ইন এ রেজিস্ট্রেশন করার আগে যখন ব্লগ পড়তাম তখন দেখেছি অনেকের নাম আলাদা তাই রেজিস্ট্রেশন এর সময় আমি একটা অদ্ভুত নাম নিয়ে নিলাম।
যাইহোক আভিধানিক অর্থ পাইনি, তবে যে হিসাবে ব্যবহার করেছি তা হলো কোন কিছু গিলে খাওয়ার প্রক্রিয়া।

ভাল থাকবেন।

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ভুল এমন সবার জীবনেই আসে।। আমার জীবনেও এসেছিলো।। গুপীবাগের ব্রাদার্স ইউনিয়নের কাছর এক রেষ্টুরেন্টে নাস্তা করতে যেয়ে দেখি একটি ছেলে বসা অন্যদের সাথে কথা বলছে,নাম না জানায় ডাকলাম।। কাছে এসে সে বললো,ভাই আমাকে কি মেসিয়ায়ের মত দেখাচ্ছে?? ভুল স্বীকার করে নিলাম।।

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকে এখানে দেখে অনেক অনেক ভাল লাগলো।

হ্যাঁ, এ ধরনের বিষয়গুলোতে খুব লজ্জায় পড়তে হয়। আপনে তো ভুল স্বীকার করতে পেরেছেন, আমার সে অবস্থা ছিল না, শুধু পালিয়ে বেঁচেছি।

ভাল থাকবেন।

৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২০

রাকু হাসান বলেছেন:


জীবন থেকে পাওয়া শিক্ষা শেয়ার করার জন্য ধন্যবাদ। আচ্ছা আপনি কি পোস্ট ড্রাফট করেছেন? যদি করে থাকেন তাহলে এগুলো নিয়ে আসা যায় কি!! ব্যক্তিগত প্রশ্ন করে বসলাম। নতুন লেখার অপেক্ষা্য় আছি। :)

০২ রা জুলাই, ২০২০ রাত ১:১৬

ঢুকিচেপা বলেছেন: শুধুমাত্র ১টা পোস্ট ড্রাফট করা আছে। আমার লেখাই কম। এতদিন শুধু পড়তাম।

ভাল থাকবেন।

৪| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:



ওহ নো !!!! হা হ হা হা...... :)
মনে হল মি. বিন দেখলাম ।
বিব্রত হয়ে একবার শিশুকে দেখে, আরেকবার তোয়ালে হাতে ছেলেকে =p~
তারপর আস্তে করে পগার পার !

০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

ঢুকিচেপা বলেছেন: যাক ভাল লেগেছে তাহলে।

বিফলে মূল্য ফেতৎ হিসাবে আর পয়সা দিতে হবে না, কি বলেন ?

৫| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব মানুষই জীবনে কম বেশী বিব্রতকর অবস্থায় পড়ে। তাই এটা মাথা থেকে ফেলে দিন।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

ঢুকিচেপা বলেছেন: অনেকদিন আগের ঘটনা, বিষয়টা মাথা থেকেও গেছে। এখন যা হয়ে আছে তা হলো লজ্জা মিশ্রিত সুখ স্মৃতি।

সব পোস্ট পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, পাশে থাকার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

৬| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৩৫

আনমোনা বলেছেন: খুবই মজার।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৬

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
এত পুরাতন পোস্টে এলেন কিভাবে ?

ঘটনাটা সেসময় খুব লজ্জায় ফেললেও এখন নির্বুদ্ধিতার জন্য ভালও লাগে।

শুভেচ্ছা রইল।

৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

আনমোনা বলেছেন: এত পুরাতন পোস্টে এলেন কিভাবে ?

আপনার ব্লগবাড়িতে বেড়াতে এসেছিলাম। বেশী বড় বাড়ি তো নয়। তাই লেখা খুঁজে পেতে অসুবিধা হয়নি।

২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১

ঢুকিচেপা বলেছেন: “ আপনার ব্লগবাড়িতে বেড়াতে এসেছিলাম।”

কি লজ্জার কথা, বেড়াতে এসেছিলেন অথচ ঠিকভাবে আপ্যায়ন করা হয়নি। এবার আর তা হচ্ছে না, খেয়ে যাবেন কিন্তু ...


নাহ্ বাড়ীটা বড় করতে পারিনি। অন্যের বাড়ী ঘুরতেই ভাল লাগে।

দরজাটা খোলাই রইল, আবার আসবেন।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হিহিহি...... মজা পাইসি, আপনাকে তখন মহিলাটা কিছু বলেনি??

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৩

ঢুকিচেপা বলেছেন: হাহাহা... স্মৃতিটা মনে হলে এখন মজা লাগে বোকামির জন্য।

মহিলাটি ছিল আমার পিছনে, হাত মুছে ফিরতেই দেখি বাবু কোলে নিয়ে মহিলা।
দ্রুত স্থান ত্যাগের কারণে জানতে পারিনি কেউ কিছু বলেছে কিনা, তবে বলাটাই স্বাভাবিক।

পুরাতন পোস্টে স্বাক্ষর রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: এ রকমের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে হ্যাঁ, কিছু কিছু লজ্জা পাবার স্মৃতি সহজে ভোলা যায় না।
পোস্টটি পড়ে ভাল লেগেছে। + +

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

ঢুকিচেপা বলেছেন: সেদিন খুবই লজ্জা পেয়েছিলাম, মনে হচ্ছিল বাতাসে মিশে যেতে পারলে ভালো হতো।

“এ রকমের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।”
হাহাহা আশা করছি এমন অভিজ্ঞতা আগামী কোন লেখায় শেয়ার করবেন, অপেক্ষায় রইলাম।

ব্যস্ততার কারণে একটু নয় বেশ দেরী হয়ে গেল উত্তর দিতে, তার জন্য আন্তরিক দুঃখিত।

পুরাতন পোস্টে আপনার + সহ উপস্থিতি আমাকে উৎসাহিত করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.