নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

বৈশাখে রেশমী গল্প

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪



সকালে ঘুমটা যখন মুধুর হয় ঠিক তখনই কানে ভেসে এলো “এসো হে বৈশাখ”।
আরে বাবা ঘুমাতে দে, বৈশাখ আসতে এখনো এক দিন বাকি! এই সাত সকালে কেন ডেকে আনছো বৈশাখকে?

দোতলা বাসার এই জানালা দিয়ে হুড়মুড় করে ভেসে আসছে রাস্তার মোড়ের ফ্লেক্সি লোডের দোকানে বাজা গান। এর পর শুরু হলো “কিনে দে রেশমী চুড়ি”। লাবনীর মনে কি যেন খেলে গেল। তড়াক করে বিছানা থেকে উঠে পড়লো। মুখে মিটিমিটি হাসি নিয়ে মোবাইল থেকে এসএমএস করলো কম্পু’কে।

কম্পু হলো লাবনীর ক্লাসমেট হাসান মাহমুদ। এই কম্পু নামটা দেয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে লাবনীর। এমনিতেই হাসান মাহমুদ ছাত্র হিসাবে ভাল কিন্তু তাকে আরো ভাল বা উৎসাহ দিতে কম্পিউটার থেকে “কম্পু”। যার মাথায় কম্পিউটারের মত জ্ঞান থাকবে, যে কোন প্রশ্ন করলে সহজেই উত্তর পাওয়া যাবে। আর তাই মাঝে মাঝেই এমন কিছু বিষয় নিয়ে প্রশ্ন করে যেগুলোর উত্তর খুঁজতে কম্পুকে অনেক পড়াশোনা করতে হয়। তবে শুধু উত্তর দিলেই চলবে না, এমনভাবে বোঝাতে হবে যেন জলবৎ তরলং।

এসএমএস অনুযায়ী কম্পু সকাল ১০টায় নিউ মার্কেটে অপেক্ষা করছে। ঠিক ১০.০৫ এ লাবনী গাড়ী থেকে নামলো।

প্রথমেই গেল চুড়ির দোকানে। অনেকক্ষণ বাছাই করার পর ২ ডজন রেশমী চুড়ি কিনলো। এরপর গেল জেন্টস সপ’এ। চুড়ির কালারের সাথে ম্যাচিং করে সিল্কের পাঞ্জাবী গিফট করলো কম্পুকে। কম্পুও মাথা হেট করে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি জান এই পাঞ্জাবীর সুতা কিভাবে তৈরী হয়েছে?
না জানিনা, কিভাবে তৈরী হয়েছে কম্পু সাহেব?
এটা তৈরী হয়েছে পোকার লালা থেকে। বলতে গেলে মাকড়সা যেমন জাল বোনে তেমনি রেশম পোকাও জাল বোনে আর এ থেকেই সুতা তৈরী হয়। তবে প্রক্রিয়াটা বেশ অদ্ভুত।
অদ্ভুত কথাটা লবনীর মনে ধরেছে। যদিও সে জানে রেশম পোকা থেকে রেশমী সুতা হয় কিন্তু কিভাবে সেটা জানার ইচ্ছা জাগেনি কোনদিন। তবে আজ ভীষণ জানতে ইচ্ছা করছে। সে বললো, আমি জানতে চাই।
কম্পু বললো ঠিক আছে, তবে কাল বৈশাখী ভ্রমনে বলবো।

গত দিনে ঠিক করা সিডিউল অনুযায়ী নদীর ঘাটে উপস্থিত দুজন। আর গতকালই কম্পু সারাদিনের জন্য একটা নৌকা ঠিক করে রেখেছিল। এখন দুজন উঠে বসলেই যাত্রা শুরু।

লাবনীর হাতে বড় সাইজের এক ব্যাগ।
মাঝিসহ ওদের দুজনের খাওয়া আছে। ফ্লাস্ক ভরা চা, ছাতা, একটা ক্যামেরা আর কি লাগে?
ছবি তুলতে তুলতে শহরের কোলাহল ছেড়ে অনেকদুর এসেছে নৌকাটা। চারিদিকে শুধু পানি আর পানি। লাবনী বললো, এবার একটু দম নেয়া যাক আর এই ফাঁকে রেশম সুতার অদ্ভুত প্রক্রিয়াটা শুনি।

কম্পু বলা শুরু করলো, এই পোকাটির নাম রেশম পোকা বা রেশম গুটি পোকা। এদের জীবন চক্র ৪টি স্তরে বিভক্ত। পূর্ণাঙ্গ পোকাকে বলে মথ। এরা ডিম দেয় তা থেকে হয় শূককীট, তারপর মূককীট। এরা দেখতে সাদা রেলগাড়ীর মত লম্বা হলেও ৩০দিন বয়সে হলদেটে হয়। যদি দেখতে চাও তবে এই দেখ

লাবনীঃ এরা কি খায়?
কম্পুঃ খুব মজার একটা প্রশ্ন। শূককীট অবস্থায় ৪ দিন তুঁত গাছের পাতা খায় আর ১ দিন ঘুমায়। এই ১দিন তারা খোলস বদলায়। এভাবে এরা ২০ দিনে ৪ বার খোলস বদলায়।
লাবনীঃ ইন্টারেস্টিং তো...... তারপর
কম্পুঃ ২৮-৩০ দিন বয়সে মূককীটে পূর্ণতা পায়। তখন কিছু খায় না। এসময় মুখের লালা দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে নিজের চারপাশে গুটি তৈরী করে। এই হলো সেই গুটি।

এই গুটি তৈরীর পর ২টি আলাদা ধাপ আছে। (১) সুতা (২) বংশ বিস্তার, কোনটা শুনবে বলো।

লাবনী চোখ বড় বড় করে বললো, দুটোই শুনবো...... সুতা কিভাবে হয় আগে সেটা শুনি তারপর শুনবো বংশ বিস্তার।
-সুতার জন্য গুটিগুলোকে রোদে শুকাতে দেয় যেন ভিতরের পোকা মারা যায়। এর পর আধাঘন্টা সেদ্ধ করতে হয়। সেদ্ধ করার পর প্রতি গুটি থেকে একটা করে সুতার মাথা বের হয়। একটা গুটি থেকে ৪০০-৫০০ মিটার সুতা পাওয়া যায় তবে সেগুলো খুব চিকন। এজন্য ৮/১০টা গুটির মাথা একসাথে মেশিনে দিয়ে পেঁচতে হয়। প্রায় ২৫০০ গুটি থেকে ১ পাউন্ড সুতা পাওয়া যায়। আর এই সুতা থেকেই তোমার দেয়া এ পাঞ্চাবী তৈরী।

লাবনীঃ আচ্ছা হয়েছে, হয়েছে! এবার বংশ বিস্তারটা শুনি। ইন্টারেস্টিং কিছু?
কম্পুঃ তা বলতে পার। গুটি অবস্থায় ১০দিন রাখলে প্রজাপতির মত মথ হয়ে গুটি কেটে বেরিয়ে আসে তখন আর এই গুটি থেকে সুতা পাওয়া যায় না। মথ দেখতে এই রকম

প্রতি গুটি থেকে একটা নর এবং একটা নারী বের হয়। এরা একটানা ৬ ঘন্টা মিলনে রপ্ত থাকে এবং এর পরেই নারীটা ৪০০-৫০০ ডিম দিয়ে মারা যায়। প্রায় ১০দিন পর ডিম থেকে শূককীটের জন্ম।
কম্পু খেয়াল করলো নারী মথ মারা যাবার কথা শুনে লাবনীর মুখটা মলিন হয়ে গেল। সে তাকিয়ে আছে পশ্চিমাকাশে যেখানে সূর্যটা ডুবুডুবু করছে।

তথ্য নেট থেকে সংগৃহীত। ছবি

বিশেষভাবে ধন্যবাদ “জাদিদ” ভাইকে।

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: ০৫ বছর পর কোথা হতে উদয় হইলেন!!!!

বড়ই মজার খবর।

নিয়মিত লিখুন আর পোস্ট করুন।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১২

ঢুকিচেপা বলেছেন: বিজন রয়
সাগরে ডুব দিয়েছিলাম পাসওয়ার্ড খুঁজতে
অবশেষে সাগর দৈত্য এসে উপহারসহ পাসওয়ার্ড দিল।
মাথা তুলে উপরে উঠে দেখি ৫টা বছর নাই।

আপনার আগমনে আমি খুব খুশি হয়েছি (এতদিন সাথেই ছিলাম)

২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । ভালোবাসা ও শুভ কামনা।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৪

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
আপনার জন্যও রইল ভালবাস ও শুভ কামনা।

৩| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার গল্প পরে একটা গানের কথা্ মনে পড়লো-

আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

ঢুকিচেপা বলেছেন: বুঝলাম পড়েছেন। আপনাকে মনে হয় বেশ দৌড় করে নিয়েছি!!!
পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: তাহলে লিখতে থাকুন, কথা হবে। কথা হবে।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

ঢুকিচেপা বলেছেন: আছি আমি আপনাদের সাথে।

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮

ইসিয়াক বলেছেন:


ভালো লাগলো।
শুভকামনা।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৪১

ঢুকিচেপা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত।
শুভেচ্ছা রইল।

৬| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা সুন্দর। লাবণী আর কম্পুর রোমান্টিকতার আনন্দ পেলাম, একই সাথে রেশমি সুতা কীভাবে হয় এটাও জানা গেল। প্রাইমারি স্কুলের পাঠ্যবইতে এটা ছিল। আজও আমার মনে পড়ে, এটা খুব জটিল ছিল এবং তখন আমি এর কিছুই বুঝি নি :(

২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫১

ঢুকিচেপা বলেছেন: আনন্দ পেয়েছেন জেনে ভীষণ ভাল লাগলো। চেষ্টা করছি লেখার।
আমার ব্লগে এসেছেন বলে নিজেকে ধন্য মনে হচ্ছে।
শুভেচ্ছা রইল।

৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:২৬

পুলক ঢালী বলেছেন: গল্পের ছলে রেশম গুটির কাহিনী ভালই লিখেছেন লিখতে থাকুন।
রাজশাহীর সফুরা রেশম কারখানা দেখার সুযোগ হয়েছিল সেখানে রেশম পোকার ডিম থেকে শুরু করে পুরো জীবনচক্র দেখার সুযোগ আছে।
রেশম পোকা গুটি কেটে বেড়িয়ে যাওয়ার আগেই গুটি গুলো গরম পানিতে দিয়ে সুতা বের করা হয়।
শুভেচ্ছা রইলো ভাল থাকুন।

২৭ শে জুন, ২০২০ রাত ৯:০০

ঢুকিচেপা বলেছেন: চেষ্টা করেছি রেশম পোকার জীবনচক্র গল্পের ছলে বলার। আপনে ঠিকই বলেছেন গুটি কেটে বেড়িয়ে যাওয়ার আগেই গুটি গুলো গরম পানিতে দিয়ে সুতা বের করা হয়।
আবহাওয়া এবং মাটির উর্বরতার দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি রেশম চাষ হয়। তাছাড়া নাটোর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর এবং সিলেটেও রেশম পোকার চাষ হয়।

শুভেচ্ছা রইল।

৮| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর গল্প লিখেছেন। গল্পোচ্ছলে বলা গুটিপোকা থেকে রেশমী সূতো বের করার কাহিনীটা নতুন করে জানলাম। আগেও জানতাম, তবে এতটা স্বচ্ছভাবে নয়।
আপনাকের নিক এর মানেটা কী (যদি থাকে), তা বলা যাবে?
পোস্টে ভাল লাগা + +।

২৭ শে জুন, ২০২০ রাত ৯:২০

ঢুকিচেপা বলেছেন: উত্তরটা এভাবে শুরু করিঃ আমি আছি পিস্তলের ভূমিকায়। আপনে ফায়ার করেছেন পিস্তল থেকে “বৈশাখে রেশমী গল্প”বের হয়েছে। কিছুদিন আগে আমার একটা নিকে লেখার জন্য অনুপ্রেরণামূলক মন্তব্য করেছিলেন (নিকটা সেফ ছিলনা)। আপনার কথা রাখতেই গল্পটার জন্ম। আজ এই নিকের পাসওয়ার্ড পাওয়ার কারণে এখান থেকে পোস্ট দিয়েছি।

ঢুকিচেপা’র আভিধানিক অর্থ আছে কিনা জানিনা তবে গ্রাম্যভাষা মতে কোন কিছু গিলে খাওয়া বুঝায়।

শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: স্বভাবসিদ্ধভাবে আপনার প্রথম পোস্টেও একটা মন্তব্য রেখে এলাম। খুব সুন্দর লিখেছেন আপনার প্রথম পোস্ট টা।

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪১

ঢুকিচেপা বলেছেন: জ্বী দেখেছি। আপনাকে আবারো ধন্যবাদ।

১০| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৪

নৃ মাসুদ রানা বলেছেন: বৈশাখে রেশমী গল্প! অসাধারণ গল্প। অসাধারণ...

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪২

ঢুকিচেপা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা রইল।

১১| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৫

মিরোরডডল বলেছেন: এতো সুন্দর একটা পোষ্টের ছবি , তারপর রোম্যান্টিক একটা মোমেন্ট দিয়ে শুরু , আর এটা নিয়ে গেলো রেশম পোকার ছবি আর বর্ণনায় ??? B:-)

কাঁদতে ইচ্ছা করছে আমার :(

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪৩

ঢুকিচেপা বলেছেন: ভাই থাক কাঁদতে হবে না। শেষে আপনার চোখের জলে নদীতে পানি বাড়তে পারে।
পদধুলি দিয়ে গেলেন তাতেই খুশি।

শুভেচ্ছা রইল।

১২| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন: এই কাপলের ব্রেকাপ অবধারিত :)

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪৪

ঢুকিচেপা বলেছেন: ব্রেকআপ হলে কি আপনে খুশি? তাহলে দুই লাইনে নৌকাটা ডুবে দেই কি বলেন?

ধন্যবাদ।

১৩| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গল্পে গল্পে শিক্ষাদান চমৎকার আইডিয়া । বেশ লিখেছেন ।

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪৫

ঢুকিচেপা বলেছেন: জ্বী ভাই চেষ্টা করেছি, যেন একটা বিষয় গল্পে উপস্থাপন করা যায়।
আপনার উপস্থিতিতে খুব খুশি হয়েছি।

শুভেচ্ছা রইল।

১৪| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:২৭

মিরোরডডল বলেছেন: জুয়েলারি সম্পর্কে আমার নলেজ জিরো লেভেল । আগ্রহও নেই পরিও না ।
কিন্তু একটা জিনিস প্রিয় । রেশমী চুড়ি ।
কোন কারুকাজ না, একদম প্লেইন লাল নীল সবুজ কাঁচের চুড়ি ।
মেয়েরা যখন দুহাত ভরে রেশমী চুরি পরে, ওটা দেখতে খুব ভালো লাগে ।
রেশমী চুড়ির কিছু ছবি দিলেও কতো ভালো লাগতো :|

২৮ শে জুন, ২০২০ রাত ১:১৬

ঢুকিচেপা বলেছেন: সময় তো শেষ হয়ে যায়নি।
এই তো দিলাম


এবার খুশি তো...................

১৫| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,




রেশম পোকার মতো সুতো মুড়িয়ে সিল্কের কাপড়ের মতো মসৃন এক গল্প বুনে গেলেন। রেশমী মিঠাইয়ের মতো মিষ্টি।

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৫২

ঢুকিচেপা বলেছেন: অদ্ভুত একটা লাইন লিখে গেলেন। আপনার এই একটা লাইন আমার পোস্টকে খুব, খুউব মূল্যবান করে দিল।
আপনার আগমনে আমি আপ্লুত।

শুভেচ্ছা রইল।

১৬| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: কিছুদিন আগে আমার একটা নিকে লেখার জন্য অনুপ্রেরণামূলক মন্তব্য করেছিলেন (নিকটা সেফ ছিলনা)। আপনার কথা রাখতেই গল্পটার জন্ম - বাহ, খুবই ভাল তো! আমার সে মন্তব্যটা যদি আপনার জন্য প্রেরণা হয়ে থাকে, তবে আপনার এ মন্তব্যটাও আমার জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়েই রইলো।
সেই নিক বা মন্তব্যটার লিঙ্ক এখানে দেয়া যাবে কি?
ঢুকিচেপা’র আভিধানিক অর্থ আছে কিনা জানিনা তবে গ্রাম্যভাষা মতে কোন কিছু গিলে খাওয়া বুঝায় - আপনি কি এ ব্লগের লেখাগুলো 'গিলে খান', অর্থাৎ গোগ্রাসে পড়েন, এই অর্থে বর্তমান নিকটা নিয়েছেন?

২৮ শে জুন, ২০২০ রাত ১২:৫৪

ঢুকিচেপা বলেছেন: আপনাকে আবার পেয়ে ভাল লাগলো। লেখাটা কয়েকদিন ছিল আজ ওটা ড্রাফটে নিয়েছি। যেহেতু এটা আমার প্রথম নিক তাই এটাতেই থাকবো।
আমাদের দৈনন্দিন জীবনের কিছুকিছু অভ্যাস আছে যেগুলো আমরা অনেকসময় খেয়াল করি আবার করি না। যেমন-আমাদের চোখের পলক পড়ে এটা আমরা সবাই জানি কিন্তু মুখে কোনকিছু না থাকা সত্ত্বেও আমরা একটু পরপর কিছু গিলে ফেলি (এটা পড়ার পর খেয়াল করে দেখবেন) এটাকেই বলে ঢুকিচেপা।

শুভেচ্ছা রইল।

১৭| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৪১

মা.হাসান বলেছেন: একটা শূন্য বেশি পড়ে গেছে মনে হয়, ১ পাউন্ড সিল্কের জন্য ২০০০-৩০০০ সিল্কওয়ারমকে জীবন্ত সেদ্ধ করা হয় বা গ্যাস দিয়ে মারা হয়। কটন, কেইপক, রেয়ন সহ আরো অনেক অলটারনেটিভ থাকলেও তাতে মানুষের আভিজাত্য পুরণ হয় না, মানুষই জগতের শ্রেষ্ঠ, আর সবাইকে মারার অধিকার তো তার আছেই।

সিল্ক পরিবেশের জন্য ভালো - এটা সিল্ক ইন্ডাস্ট্রির একটা অপপ্রচার, এটা প্রায় চামড়া ইন্ডাস্ট্রির মতোই ক্ষতিকর।



সিল্ক প্রিয়দের বলার কিছুই নাই।

২৮ শে জুন, ২০২০ রাত ১:০২

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিক করে দিয়েছি।
কখনো ভুল হলে অবশ্যই জানাবেন।

শুভেচ্ছা রইল।

১৮| ২৮ শে জুন, ২০২০ ভোর ৪:০৬

মিরোরডডল বলেছেন: হুম এখন ভালো লাগছে । অনেক সুন্দর :- )

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৫০

ঢুকিচেপা বলেছেন: যাক, এবারের যাত্রায় মনে হয় বেঁচে গেলাম!!!

ফিরে আসার জন্য কৃতজ্ঞ।

১৯| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ রোমান্টিকতার ছলে শিক্ষা ।
গল্প ভালো হইছে ।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১

ঢুকিচেপা বলেছেন: আপনার আগমনে খুব খুশি হয়েছি।
ভাল লেগেছে জেনে আনন্দিত।

শুভেচ্ছা রইল।

২০| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: কিনে দে রেশমী চুড়ি
তারপর পরি রেশমী শাড়ী
হলেও না হত

রেশমী চুড়ি এর সাথে রেশমী পাঞ্জাবী তো একটু উলোটপালট হয়ে গেলো ভাইয়া...রেশম পোকার গল্প জানা হলো এইবার নায়িকাকে রেমশী নীল শাড়ি পরিয়ে দাও .......:)

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

ঢুকিচেপা বলেছেন: “উলোটপালট” লিখলেও আপনারা বিজ্ঞজন যে সোজা করে পড়তে পারবেন এই ভরসা আছে।
তবে পরবর্তীতে বিষয়গুলো মাথায় থাকবে।
রেশমী শাড়ি দিতে চেয়েছিলাম কিন্তু কি কারণে যেন দেয়া হলো না। যাইহোক পরে দেয়া যাবে।

শুভেচ্ছা রইল।

২১| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৫

মুহা: ইয়াসিন বলেছেন: অসাধারণ লিখেছেন বাহ!
শুভ কামনা রইলো।

২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩১

ঢুকিচেপা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হয়েছি।
ধন্যবাদ।

২২| ৩০ শে জুন, ২০২০ রাত ১২:১১

রাকু হাসান বলেছেন:


নতুন করে শুরুর জন্য স্বাগতম আপনাকে । কম্পু নামটি পছন্দ হয়েছে। আজ ছোট করেই শুভেচ্ছা পর্ব শেষ করলাম । কথা হবে । :)

৩০ শে জুন, ২০২০ রাত ১:০০

ঢুকিচেপা বলেছেন: আপনি এসেছিলেন খুব খুশি হয়েছি। কম্পু নামটা পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো।
আমি এতদিন সাথেই ছিলাম, পোস্ট পড়তাম।

শুভেচ্ছা রইল।

২৩| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পে গল্পে আর ছবিতে দারুণ জিনিস ফুটিয়ে তুলেছেন। +++++++

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:১৩

ঢুকিচেপা বলেছেন: মাইদুল ভাই আপনার আগমন ও ভাল লাগায় নিজেকে ধন্য মনে করছি।
এই লেখার পেছনে কিছু মানুষের অনুপ্রেরণা আছে তার মধ্যে আপনে নিজেও।



শুভেচ্ছা রইল।

২৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট তো
অনেক ভালো লাগলো কম্পুর লেখক

আপনার আইডি নামের অর্থ কিতা ভাই?

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

ঢুকিচেপা বলেছেন: আরে ছবি আপু যে!! ভাল আছেন ?
আপনার ভাল লেগেছে জেনে ধন্য।
কাওসার চৌধুরী, মনিরুল ইসলাম বাবু, মো: নিজাম উদ্দিন মন্ডল, মাকামে মাহমুদ, প্রামানিক, আমিনা আক্তার লিমা, শামচুল হক, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তারেক_মাহমুদ, ওমেরা, কিরমানী লিটন, স্বপ্নবাজ সৌরভ, জুনায়েদ বি রাহমান, কাজী ফাতেমা ছবি, ঠাকুরমাহমুদ, মোঃ মাইদুল সরকার, রূপম রিজওয়ান, খায়রুল আহসান।
এই মানুষগুলোর একটি করে মন্তব্য আমার কাছে অনুপ্রেরণা ছিল। তবে শেষ ধাক্কাটা দিতে সক্ষম হয়েছেন শ্রদ্ধেয় “খায়রুল আহসান”।
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অন্য একটা নিকে ছিলাম (যেটা সেফ ছিলনা) সেখানে আপনাদের অনুপ্রেরণা পাই। সবার কাছেই কৃতজ্ঞ।
লিফট এর ১৬ নম্বর বাটনে (মন্তব্য নং-১৬) চাপ দিলে আপনার উত্তর পেয়ে যাবেন।
শুভেচ্ছা রইল।

২৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫

মিরোরডডল বলেছেন:



ওল্ড পোষ্টের নোটিফিকেশন আসে না :-(

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৬

ঢুকিচেপা বলেছেন: এসেছে এবং নোটিফিকেশন মনে হয় চলেও গেছে।

ধন্যবাদ স্যার।

২৬| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩২

সোহানাজোহা বলেছেন:




সিঙ্গাপুরের সিল্ক হাউজগুলোতে এতা দামী সিল্ক আছে হাত দিয়ে ছোঁয়ে দেখতেও ভয় করবে। বাংলাদেশী টাকায় ২০,০০০-২৫,০০০ টাকা মিটার!

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৯

ঢুকিচেপা বলেছেন: সিঙ্গাপুরে ধনীদের কারবার বেশী তাই দামও বেশী।
আপনার আগমনে খুব খুশী হয়েছি আপু।

ধন্যবাদ।

২৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৯

ওমেরা বলেছেন: গল্পের ছলে রেশম পোকার জীবনচক্র জানতে পারলাম । গল্প ভালো লাগল ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৩

ঢুকিচেপা বলেছেন: ওমেরা আপু আপনাকে স্বাগত।
আমার মূল ইচ্ছা্ ছিল রেশম পোকার জীবনচক্র নিয়ে লেখা, কিন্তু ওভাবে লিখলে পাঠ্য পুস্তকের মত মনে হবে তাই গল্পের আশ্রয় নিয়েছি।
আপনি আসাতে খুউব খুশি হয়েছি আপু।

ধন্যবাদ।

২৮| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অভিনব কায়দায় শিক্ষামুলক পোস্ট। আমরা সম্ভবত স্কুল বা কলেজে এই রেশম পোকার উপর পড়েছিলাম।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৫

ঢুকিচেপা বলেছেন: একদম ঠিক বলেছেন। রেশম পোকার গল্প বলাই মূল উদ্দেশ্য।
নতুন করে ফিরে আসার পর এটাই ছিল আমার প্রথম পোস্ট।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৯

আমি সাজিদ বলেছেন: বেশ লাগলো। কায়দা করে জ্ঞান দিলেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২

ঢুকিচেপা বলেছেন: দারুণ বলেছেন!!!
আমার মুল বক্তব্যটাই ছিল রেশম পোকা। শুধু রেশম পোকা নিয়ে লিখলে পাঠক মজা পাবে না ভেবে কায়দার আশ্রয় নেয়া।
মূলতঃ দীর্ঘ বিরতীর পর এটাই ছিল আমার ১ম পোস্ট।

লাইকসহ মন্তব্যে শুভেচ্ছা রইল।

৩০| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: (এটা পড়ার পর খেয়াল করে দেখবেন) - আসলেই তাই করেছি!!!! :)

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২

ঢুকিচেপা বলেছেন: আপনার অনুপ্রেরণা না পেলে হয়তো এত পোস্ট দেয়া হতো না।
কিছু কিছু মানুষ আছে, যারা অন্যকে হাত ধরে পথ চলতে সাহায্য করে, আপনি তাদের মধ্যে একজন।
পৃথিবীতে এই মানুষগুলোর বড় অভাব।

আপনার প্রতি কৃতজ্ঞ এবং শুভকামনা রইল।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০

চাঁদগাজী বলেছেন:



গল্প পড়েছি বলে মনে হয়নি; আপনি মনে হয়, এই গল্প লেখার আগে অনেকের পোষ্ট কমেন্ট করেছিলেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০

ঢুকিচেপা বলেছেন: এই আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। এই গল্প যেদিন পোস্ট দেই সেদিনই পাসওয়ার্ড পেয়েছিলাম। পোস্ট দেয়ার পর থেকে সবার সাথে কমেন্ট আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। তার আগে সাময়িক একটা আইডি ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.