নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

প্রভাতের কয়েন

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১১



প্রথম ডাক ধরতে হবে এমনটা ভাবতে ভাবতে পুলক পোস্ট অফিস যায়। এত সকালে এসেছে বলে ভিড় কম। অফিসের লোকজনও তেমন একটা আসেনি। দিনের আলোর সাথে প্রতিযোগিতা করে বারান্দায় জ্বলা লাইটগুলো এখনো জ্বলছে।
কাউন্টার থেকে ইনভেলপ নিয়ে ঠিকানা লেখার জন্য পকেটে হাত দিতেই বুঝে গেল তাড়াহুড়োর কারণে পেনটা ছেড়ে এসেছে। এদিক ওদিক তাতেই চোখে পড়লো একজন ভদ্রলোক। দেখে মনে হচ্ছে কারো অপেক্ষায় আছেন।

পুলক ভদ্রলোকের কাছে গিয়ে ছালাম দিয়ে জিজ্ঞেস করলো, চাচা আপনার কাছে কি পেন হবে?
ভদ্রলোক ছালামের জবাব দিয়ে বললেন হ্যাঁ বাবা, দিচ্ছি।
“হ্যাঁ বাবা দিচ্ছি” কথাটা এমন আবেশ ছড়ালো পুলকের মনে, যেন কেউ আদর করে দিল। ঠিকানা লেখা শেষে পেনটা ফিরিয়ে দিতেই চাচা বললেন, বাবা যদি কিছু মনে না করো আর যদি একটু সময় হয় তাহলে আমার একটা ঠিকানা লিখে দিবে ? আমি চশমাটা ভুলে ছেড়ে এসেছি।

পুলক বলে ছি..ছি.. এমনভাবে বলছেন কেন, এ আর এমন কি কাজ দিন লিখে দিচ্ছি। ঠিকানা লিখতে লিখতেই দু’জনের কথা শুরু হলো, চিঠি বক্সে ড্রপ করার পরও কথা চললো ১ ঘন্টা ২৫ মিঃ পর্যন্ত। এ সময়ের মধ্যে তাদের অনেক কথা হলো।
চাচার অমায়িক ব্যবহার আর স্নেহশীলতা পুলককে রীতিমত অভিভুত করেছে। ভদ্রলোকের নাম তানভির রহমান।
বিদায় বেলায় পুলক মানি ব্যাগ থেকে একটি কয়েন বের করে তানভির সাহেবের দিকে হাত বাড়াতেই ভদ্রলোক বলেন, পেন ধার দিয়ে পয়সা নিতে হয়, এমন তো শুনিনি কখনো!
পুলক কাচুমাচু করে বলে, চাচা ব্যাপারটা তা নয়; যাকে আমার খুব পছন্দ হয় শুধু তাদেরকেই এই ধরনের কয়েন দেই, যেন আমাকে মনে রাখে। তানভির সাহেব হাসিমুখে কয়েনটি নিয়ে আগ্রহভরে উল্টেপাল্টে দেখে খুব যত্নসহকারে পকেটে রেখে দিলেন।

আজ অনেক দিন পর বাড়ী ফেরার পালা। কমলাপুর স্টেশনটাকে আজ খুব ভাল লাগছে। কাউন্টারে গিয়ে দাঁড়াতেই মনে হলো, একটু আগে পেরিয়ে আসা গেটটা তার পরিচিত, নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা পিলারগুলো পরিচিত, স্টেশনের ফাঁকা জায়গাও পরিচিত। এখনো খুঁজলে হয়তো ১০ বছর আগে ছেড়ে যাওয়া নিঃশ্বাসটা তার শরীর স্পর্শ করবে।
সবসময় ফিটফাট থাকা পুলকের একটা স্বভাব। আধুনিকতার সবকিছুই আনন্দভরে উপভোগ করে তারপরও কিছুকিছু সময় স্মৃতির হাত ধরে হাঁটতে তার বেশ ভাল লাগে।

কপালগুনে জানালার পাশেই সিট পেল। আজ যেতে যেতে দেখবে, তার দিকে ধেয়ে আসা শহর, গ্রাম, গাছপালা আর মেঠো পথ। রাত নামলে দেখবে জোনাক পোকার মত দুরের বাতি আর মেঘের সাথে তারার লুকোচুরি। আর চিন্তা করতে পারছে না, সব চিন্তাকে মাথার সাইড পকেটে রেখে ট্রেনের দিকে এগিয়ে চললো।

নির্দিষ্ট কামরায় উঠে সিট খুঁজে বসে পড়লো, এখন অপেক্ষা শুধু ট্রেন ছাড়ার। পকেট থেকে হেডফোন কানে দিয়ে পছন্দের গান ছেড়ে দিল। গান শুরু হতেই পুলকের চোখ দুটো বন্ধ হয়ে গেল। এটা তার ছোটবেলার অভ্যেস। চোখ বন্ধ করে গানের মাঝে না ঢুকলে তার ভাল লাগে না। চতুর্থ গান শুরু হতেই চোখ বন্ধ অবস্থাতেই বুঝলো তার পাশে কেউ বসেছে। মিনিটখানিক পর ট্রেনটা দোলা দিয়ে চলতে শুরু করলো। ধেয়ে আসছে বাতাস, যেন সারাদিনের ক্লান্ত শরীরের ঘামগুলো মুছে দিয়ে যাচ্ছে।

কাঁধে স্পর্শ পেয়ে চোখ মেলতেই দেখলো সামনে টিটি আর পাশে বসা একটা মেয়ে। এতক্ষন ধরে একটা মেয়ের পাশে বসে যাচ্ছে খেয়ালই করেনি। টিকেট দিয়ে বসতে যাবে এমন সময় মেয়েটি বললো, ভাইয়া আমি কি জানালার পাশে বসতে পারি? কি রে বাবা, কথা নেই বার্তা নেই একেবারে ডাইরেক্ট সিট দখল! উপায় নেই সুন্দরী বলে কথা, এক কথাতেই সিট বদল।

মুখে প্রশান্তি ছড়িয়ে ধন্যবাদ জানিয়ে বসে পড়লো মেয়েটি। কি আশ্চর্য মেয়েটি বসে আকাশের দিকে তাকাতেই পুলকের হেডফোনে জেমসের ভরাট কন্ঠে শুরু হলো “সুন্দরীতমা আমার, তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার”। মেয়েটিকে এক নজর দেখে আবার চোখ বন্ধ করে গানে বুদ হয়ে রইল। গাড়ী কতক্ষণ চলেছে কে জানে। গান শুনতে শুনতে ঘুমিয়েছিল। ট্রেনের গতির সাথে অভ্যস্ত হওয়া শরীর গতির ছন্দপতনে হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায় পুলকের। হেডফোনে তখন গেয়ে যাচ্ছে আইয়ুব বাচ্চু “এখন অনেক রাত খোলা আকাশের নিচে”। আসলেই তো তাই, খোলা আকাশের নিচে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় রাত ১.৪৫ । কি ঘটনা ঘটলো, এমন নির্জন জায়গায় ট্রেন দাঁড়ালো কেন ? হেডফোন পকেটে রেখে লোকজনের কথা শুনে বুঝলো সামনে এ্যাকসিডেন্ট হয়েছে। লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত এভাবেই থাকতে হবে।

লোকজন ট্রেন থেকে নামতে শুরু করেছে। পুলকও নেমে পড়লো, তার ইচ্ছা আশেপাশে কোন চায়ের দোকান আছে কিনা খুঁজে বের করা। দুরে একটা দোকান দেখা যাচ্ছে। ট্রেনের যাত্রী যারা আগে নেমেছে সবাই ওদিকেই চলছে। চা খেয়ে কামরার দিকে ফিরে এসে ইচ্ছে হলো না ভিতরে বসার। বাহিরে চমৎকার পরিবেশ, আজ গুরু পূর্ণিমা ।

অস্বস্তিতে বসে আছে মেয়েটি। সে না পারছে যাত্রীদের স্রোতে ভাসতে, না পারছে একা চুপচাপ বসে থাকতে। লোকজন ওঠানামা করছে আর তার দিকে বাঁকা চোখে দেখছে। যখন দেখলো সিট ছেড়ে দেয়া ছেলেটি আসছে তখন সে একটু স্বস্তি পেল। সামনে বসা যাত্রীর চেয়ে অনেক ভাল, গায়ে পড়া স্বভাব নেই। অন্তত এখন পর্যন্ত দেখায়নি। সিদ্ধান্ত নিল যতক্ষণ গাড়ী না ছাড়ছে ততক্ষণ ওর পাশাপাশি থাকবে।

পুলক কামরার কাছাকাছি একটু দুরে একটা কাটা গাছের গুড়িতে বসতে যাবে এমন সময় দেখলো সিট দখলী মেয়েটা এগিয়ে আসছে, এবার কি গাছের গুড়িটাও ছাড়তে হবে!

মেয়েটি বললো, আমার নাম মনি। একা একা ভয় লাগছে তাই আপনার কাছে এলাম। এখানে একটু বসতে পারি ? পুলক নিজের পরিচয় দিয়ে মনিকে বসতে অনুরোধ করলো। এক কথা দুই কথাতে তাদের গল্প জমে উঠলো। ট্রেনে উঠেও তাদের গল্প চললো।

এদিকে ভোরের আলো ফুটেছে পুব আকাশে। পুলক ব্যাগ গুছিয়ে নিয়ে মনিকে উদ্দেশ্য করে বলে আর একটু পরেই নামতে হবে, আর দেখা হবে না, তবে স্মৃতিটুকু মনে থাকবে আজীবন। কথাটা বলে মনির দিকে তাকাতেই দেখে মনি হাত বাড়িয়েছে তার দিকে। তার হাতে রয়েছে একটি কয়েন। পুলকও তার হাতটা বাড়িয়েছিল মনিকে কয়েন দেয়ার জন্য। দুজনেই হতবিহ্বল! দুজনের হাতে একই ধরণের কয়েন।
আজ থেকে ৮ বছর আগে মনি তার বাবার কাছে সুন্দর কয়েন দেখে জিজ্ঞেস করায় কয়েন পাওয়ার ঘটনাটি বলেছিলেন। এর মাস কয়েক পর তার বাবা মারা যায় এবং তার পর থেকে সুন্দর কয়েনটি সে তার সাথেই রেখে দিয়েছে। এখন দেখতে পাচ্ছে তার বাবার থেকে পাওয়া হুবহু সেই একই কয়েন পুলকের হাতে। এক মুহুর্তের জন্য দু’জনেই স্তব্ধ।

ঘোর কাটলো মনির আগে, সে বললো আপনিই কি সেই, যাকে আমি এতদিন ধরে খুঁজছি?



ছবি



{পেছনের কথাঃ ২০১৮ সালে নতুন গল্প লেখার জন্য ব্লগার মোঃ নিজাম উদ্দিন মন্ডল উৎসাহ জুগিয়েছিলেন সেই প্রেক্ষিতে গল্পটির জন্ম তবে তা প্রকাশিত হয়নি সে সময়। গল্পে পুলকের জায়গায় মোঃ নিজাম উদ্দিন মন্ডলের নাম ছিল। নতুন করে এডিট করে প্রকাশ করা হলো।}

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: গল্পটা খুব স্লো।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০২

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই আপনার প্রথম আগমনে খুব খুশি হয়েছি।
পূর্ব অভিজ্ঞতা নেই এখান থেকেই শেখার চেষ্টা করছি।
অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন।

ধন্যবাদ।

২| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

মিরোরডডল বলেছেন:




এইবার ঢুকি অন ট্র্যাকে আছে ।
রোম্যান্টিক মোমেন্ট অন্যদিকে টার্ন নেয়নি ।
দারুণ হয়েছে গল্পটা !
এরকম গল্প লিখলে আমাদেরকে কয়েন না দিলেও আমরা মনে রাখবো :)
কিপ ইট আপ ম্যান । গুড জব ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

ঢুকিচেপা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত।
“এরকম গল্প লিখলে আমাদেরকে কয়েন না দিলেও আমরা মনে রাখবো”

-তাতেই কৃতজ্ঞ।

প্রথম লাইক দেয়ার জন্য আপনার ঝুড়িতে আমার ধন্যবাদ জমা রইল।

৩| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর উপস্থাপন ,খুব ভাল লাগল ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৮

ঢুকিচেপা বলেছেন: আপনার এমন মন্তব্যে দারুনভাবে অনুপ্রাণিত হলাম নেওয়াজ আলি ভাই।
ভাল থাকবেন।

ধন্যবাদ।

৪| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যেমনই লাগুগ
আমার খুব ভালো লেগেছে
খানসাবের মতো গায়ে প[ড়া স্বভাব নেই
পুলকের। পুলকেরা সমাজের আদর্শ !!
ধন্যবাদ লেখককে চমৎকার গল্প শেযার
করার জন্য। নিজাম মন্ডল আমাকে একসময়
গুরু বলে সম্বোধন করতো। তাকে খুব মিস করছি

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

ঢুকিচেপা বলেছেন: হা হা..... খানসাব সাহিত্যপ্রেমী মানুষ।

আপনার ভাল লেগেছে জেনে খুবই উৎসাহ বোধ করছি।
আর আপনার শিষ্যকে অনেকদিন হলো দেখিনা।

ধন্যবাদ।

৫| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লেগেছে। শুভ কামনা।

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত বিএম বরকতউল্লাহ ভাই।

আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

৬| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট গল্প হিসেবে চমৎকার।
টিটির ডাকে চোখ মেললেন কেন ভায়া ? মেয়েটির খোলা চুল বাতাসে আপনার মুখে এসে পড়লে তবেই না চোয়াখ মেলতেন? =p~ =p~

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

ঢুকিচেপা বলেছেন: হা হা..
টেকনিক্যালি খুব ভাল বিষয় ধরেছেন। তবে উত্তরটাও টেকনিক্যালি।
যেহেতু আমি জানালার পাশে তাই ট্রেনের গতির কারণে চুল উড়ে আমার দিকে না এসে অন্য দিকে গেছে।

শুভেচ্ছা রইল।

৭| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:২৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: গল্প খুব ভালো লেগেছে।
নিষ্ঠুর হৃদয় মডু কি এখনো নিজাম উদ্দিন মন্ডল সাহেবকে ব্যান করে রেখেছেন?

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আপনার ভাল লেগেছে জেনে ভীষণ আনন্দিত।
মন্ডল ভাইকে অনেকদিন ধরেই দেখছি না।

শুভেচ্ছা রইল।

৮| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




গাইতে গাইতে গায়েন আপনিও লেখতে লেখতে লেখক হবেন সমস্যা নেই।
লিখতে থাকুন সাথেই আছি।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:০১

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আমার খুব ভাল লাগলো আপনি এসেছেন বলে।
আমি কিন্তু আপনার টেলিগ্রাম পোস্টের পরের পর্বের অপেক্ষায় এখনও আছি।
সাথে আছেন জেনে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইল।

৯| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৬

কল্পদ্রুম বলেছেন: রোমান্টিসিজম আছে।তার চেয়ে বড় ব্যাপার কয়েন নিয়ে আগ্রহ পাচ্ছি।হুট করে কেউ যদি বাস্তবে আমার দিকে কয়েন বাড়িয়ে দেয় তাহলে এখন কম অবাক হবো।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আমার ব্লগে পেয়ে দারুনভাবে আনন্দিত।
আমি সাধারণত পেন দিয়ে থাকি। পেনের প্রতি আমার দুর্বলতা আছে আর তাই কিছু সংগ্রহও করেছি।

শুভেচ্ছা রইল।

১০| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,




দারূন টুইষ্ট দিয়েছেন। যে ভাবে ভেবেছিলুম সেভাবে কয়েন দেয়া কিম্বা নেয়া হয়নি। :(
স্মৃতিময় কয়েন.............

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:১৫

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।

অত ভেবে কিন্তু আমি লিখিনি শুধু গল্পটা মেলানো চেষ্টা করেছি মাত্র।
কিন্তু আপনার ভাবনাটা জানতে ভীষণ ইচ্ছে করছে। আজ না হোক সময় করে অন্য যে কোন সময় বললেই হবে।

সত্যিই আমি জানতে চাচ্ছি।

১১| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,




হা...হা..ভেবেছিলুম পুলককে চমকে দিয়ে মেয়েটাও পুলকের মতো তাকেও একটা কয়েন দেবে পছন্দ হওয়ার চিহ্ন হিসেবে।
ঐ কয়েনটিই যে দেবে সেটা মাথায় আসেনি। :(

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪

ঢুকিচেপা বলেছেন: আরে..... আপনারটাই তো দারুন।
তবে শিরোনামের ক্ষেত্রে আপনার প্রথম কমেন্টের “স্মৃতিময় কয়েন” এটা দিতাম তাহলে ভাল হতো। মাথায় ছিল না।

যাইহোক পরবর্তীতে যেদিন রাতে লাউড গান শুনবেন আমার সিলেকশনের এটা একটু শুনে দেখবেন। আর যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে তো সেলুট।

১২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: আবার পড়তে হবে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮

ঢুকিচেপা বলেছেন: আপনার আগমনে স্বাগত।
অপেক্ষায় রইলাম।

১৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:২০

মা.হাসান বলেছেন: ভালো গল্প।
তবে বাবার স্মৃতি হিসেবে আট বছর যে কয়েন বয়ে বেড়ালো, ক্ষণিকের পরিচয়ে সে কয়েন দিয়ে দিলো- এটাই মনে হয় এখনকার রীতি।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৯

ঢুকিচেপা বলেছেন: হা হা ... ভালই বলেছেন এখনকার রীতি।
তবে আপনার ধরা এ জাতীয় ক্লু অবশ্যই মাথায় রাখবো অন্য কোন লেখার ক্ষেত্রে।
পরবর্তীতে কোন ভুল দেখলে আবার ধরে দিয়েন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার খটকা লাগার কারণে আমার অভিজ্ঞতা হলো তাই চা’টা খেয়ে যাবেন।

১৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৭

আকিব ইজাজ বলেছেন: সুন্দর গল্প। কয়েন বিনিময় প্রথাটা ইউনিক।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আপনার ভাল লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা রইল।

১৫| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:



সেটাই ! ভুল ধরিয়ে দেয়াতে চা দিয়ে আপ্যায়ন । আর প্রশংসা করাতে নাথিং ।
মনে রাখবো । নেক্সট টাইম শুধু ভুল ধরবো :)

১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫

ঢুকিচেপা বলেছেন: আসলে আমারি ভুল হয়েছে, এই নিন আপনার চা

কাশ্মীরি গোলাপি চা! একবার বানানোর পর ১ মাস ধরে খাওয়া যায়।

১৬| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মিরোরডডল বলেছেন:



এটা কি দেখালো ঢুকি ! পিঙ্কি চা ?
দেখে মনে হচ্ছে ইয়োগার্ট বা স্মুদি এরকম কিছু
হট ড্রিংক্স মনে হচ্ছেনা ।
টেস্ট কেমন ?

১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

ঢুকিচেপা বলেছেন: নেট থেকে গরম গরম নিয়ে আপনাকে দিলাম। আমি তো টেস্ট করে দেখিনি তাহলে তো এঁটো হয়ে যাবে।

১৭| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:



হা হা হা......আরে বুদ্ধু আমিতো বুঝলাম নিশ্চয়ই কাশ্মীরি চায়ের অভিজ্ঞতা আছে তাই দিয়েছে ।
ইস ! আই নিড আ কাপ অভ টি নাউ । গোলাপি চা না , আমাদের ট্র্যাডিশনাল চা ওটাই বেস্ট ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:১০

ঢুকিচেপা বলেছেন: ঠিক আছে, এই নিন

১৮| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: ভালো লাগলো ছোট গল্প। ট্রেন আমার সবচেয়ে প্রিয় যানবাহন। সুতরাং ট্রেনের গল্প আমার ভালো লাগতেই হবে। ব্লগার মা হাসানের সাথে একমত, সামান্য পরিচয়ে কয়েনটা দিয়ে দিল B:-)
দুই বছর আগের গল্প বলে এটা সম্ভব হয়েছে, এখন হইলে মনি আপা আপনার ঘাড় ভাইংগা আবার দেখতেন চাও খাইতো :`>
+

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:১৩

ঢুকিচেপা বলেছেন: জুন আপু আপনাকে স্বাগত।

কমেন্টের শেষের লাইন পড়ে আমি তো হাসতে হাসতে শেষ।
আপনি আসাতে দারুন খুশি হয়েছি।

যেহেতু ব্লগার মা হাসানের সাথে একমত তাই একই চা, কোন উনিশ বিশ নাই।



আপনাকে ধন্যবাদ।

১৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পর প্লটটা সুন্দর। তবে কয়নের বিশেষত্ব কি এটা েএকটু ধারনা দিলে মনে হয় ভাল হতো।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৪

ঢুকিচেপা বলেছেন: অপ্রচলিত কয়েন, যে কয়েনগুলো সাধারণত: সংগ্রহ করা হয়ে থাকে।
আসলে আপনাদের সাথে থাকতে হলে একটু লেখা এই যা।

আপনাকে অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

২০| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো ।

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৯

ঢুকিচেপা বলেছেন: গোফরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
আবার কথা হবে আপনার ব্লগে।

শুভেচ্ছা রইল।

২১| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

মুক্তা নীল বলেছেন:
দীর্ঘ ট্রেন যাত্রায় চলতি পথের মাঝে কয়েনের যে আদান
-প্রদান , তা এক ভিন্ন মাত্রায় অতীত স্মৃতি ।
আপনিতো ইচ্ছে করলে আরেকটি পর্ব লিখতে পারেন ।
ভালো রেখেছে গল্পটি , ধন্যবাদ ।

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮

ঢুকিচেপা বলেছেন: আপনার মন্তব্যটি অনুপ্রেরণামূলক, খুব ভাল লেগেছে।

“আপনিতো ইচ্ছে করলে আরেকটি পর্ব লিখতে পারেন ।”

আমার অত মেধা নেই দিদিভাই।
এই গল্পের শেষটা মিলাতেই অবস্থা খারাপ।

লাইক এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:

ঢুকির কাছ থেকে আজ নতুন পোষ্ট এক্সপেক্ট করেছিলাম :(

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ঢুকিচেপা বলেছেন: আপনি পোস্টের জন্য আশা করে আছে শুনেই অনুপ্রেরণা পাচ্ছি।
চেষ্টা করবো তাড়াতাড়ি দিতে।

ধন্যবাদ।

২৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৭

মিরোরডডল বলেছেন:



থাক ঢুকি তাড়াতাড়ি করতে হবে না ।
বুঝলাম আজ আর হচ্ছেনা । আমি চলে যাচ্ছি ।
কাল রাতে একটুও ঘুমাইনি ।

একটা গান দিয়ে গেলাম

যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
তোমার শরীর স্পর্শ পাবো না

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২

ঢুকিচেপা বলেছেন: আগামীকাল দিব।
ঠিক আছে বিশ্রাম নিন।
গানটার জন্য ধন্যবাদ রইল।

২৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর গল্প মনটা ভরে গেলো

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২

ঢুকিচেপা বলেছেন: আপনি এটাও পড়েছেন!!!! খুব ভাল লাগলো আপনাকে পুরাতন পোস্টে পেয়ে।


শুভেচ্ছা রইল আপু।

২৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আমার যারা প্রিয় এবং আমার পোস্ট পড়ে তাদের পোস্ট খুব চেষ্টা করি পড়তে মন্তব্য করতে। এই পোস্টগুলা চোখের আড়ালে চলে যায় কেমন করে। আর সব পোস্ট পড়তেও পারি না সময়ের অভাবে।
ভালো থাকুন স্বপরিবারে

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৯

ঢুকিচেপা বলেছেন: আপনার প্রথম লাইনের জন্য নিজেকে মনে করছি ধন্য।
গদ্য কবিতা আমি কম বুঝি তবে আপনার তোলা ছবি এবং সাবলিল গল্প মিস করতে চাইনা।

আপনিও ভাল থাকবেন আপু।

২৬| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটি ছোটগল্প পড়লাম, এবং মুগ্ধ হ'লাম। শুনেছি এ ব্লগে একদা একজন ব্লগার ছিলেন, তিনি যার লেখা পড়ে মুগ্ধ হতেন, মন্তব্যের ঘরে গিয়ে তাকে স্বর্ণমুদ্রা দিয়ে আসতেন।
"এরকম গল্প লিখলে আমাদেরকে কয়েন না দিলেও আমরা মনে রাখবো" - মিরোরডডল এর এ মন্তব্যটার সাথে আমি একমত।
হরিহরণ এর গযলটা দারুণ। লিঙ্ক দেয়ার জন্য (১১ নং প্রতিমন্তব্যে) ধন্যবাদ।
গল্পে ১১ নং ভাললাগা রেখে গেলাম।

০৯ ই জুন, ২০২১ রাত ১১:১৫

ঢুকিচেপা বলেছেন: এটা অনেক আগে লেখা আমার প্রথম মৌলিক গল্প ছিল। আপনার ভাল লেগেছে জেনে আমিও মুগ্ধ।
মন্তব্যের ঘরে স্বর্ণমুদ্রা দেয়ার বিষয়টাও দারুণ।
মিরোরডডল আপু পোস্ট দেন কম কিন্তু মন্তব্য করেন অনুপ্রেরণামূলক।
হরিহরণ এর যে গানটা আপনি শুনেছেন ঐ এ্যালবামের (হাজির) প্রতিটা গানই আমার দারুণ লাগে। তবলায় ছিলেন ওস্তাদ জাকির হোসেন।

পুরাতন পোস্টে আপনার সুন্দর মন্তব্য এবং ১১ নং ভাললাগায় অনুপ্রাণীত।

আপনার জন্য হরিহরণের অন্য একটা গান।

২৭| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর ২৩ নং মন্তব্যে দেয়া গানটাও ভাল লেগেছে।

০৯ ই জুন, ২০২১ রাত ১১:২০

ঢুকিচেপা বলেছেন: মিরোরডডল আপু যদি আপনার এই মন্তব্য দেখেন তাহলে হয়তো আরো একটি গান দিতে পারেন। আমার ধারণা উনি প্রচুর গান শোনেন এবং ভাল বোঝেন।

ততক্ষণ পর্যন্ত আমরা দু’জনই অপেক্ষা করি নতুন গানের আশায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.