নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

গোধূলী মেয়ে

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২



হুট করে ঘটনাটা ঘটে যাবে ভাবতেই পারেনি সিয়াম।

আজ থেকে ঠিক ন’দিন আগে পা পড়েছে এই শহরের মানচিত্রে। শহরে নতুন, তাই বলে অপরিচিত নয় শহরটা।
কতদিন থাকতে হবে সেটা অনিশ্চিত। নতুন চাকরির স্বাধ পেতেই, নোঙর ফেলেছে স্থানীয় একটি মেসে।

অফিস শেষে প্রতিদিন ঘোরা একটা রুটিনে দাঁড়িয়ে গেছে। প্রথমে যায় নদীর ধারে তারপর পার্কে।
পার্কে যাওয়ার আলাদা একটা কারণ আছে।

প্রথম যেদিন, সে পার্কের গেট ক্রস করতে যাচ্ছিল তখন দেখেছিল এক অপ্সরীকে এগিয়ে আসতে। যার চলার ছন্দ ছিল রাজহংসীর মত। প্রথম দেখায় মনে হয়েছিল, সুন্দরীর রূপে গোধুলীর সুর্যটাও যেন; লজ্জ্বায় লাল হয়ে গড়িয়ে পড়ছে পশ্চিমাকাশে। সিয়ামের জীবনে এই প্রথম, কোন মেয়েকে দেখে মনের ভিতর ইমনের সুর বেজে উঠেছিল।

কয়েকদিন ধরেই লক্ষ্য করেছে মেয়েটি পার্কের পুরো এলাকা ৫ বার ঘুরে এসে দোলনায় দোল খায়। তবে একটা বিষয়; যা সিয়ামকে কৌতুহলী করেছে, অন্যসব দোলনা ফাঁকা থাকলেও নির্দিষ্ট দোলনাতেই আসে প্রতিদিন। তাই সিয়াম ইচ্ছা করেই আগে থেকে দোলনাটা দখল করে আছে।
মেয়েটি এসেছে কিন্তু কিছু বলছে না, একটু পরপর ঘড়ি দেখছে। এদিক সেদিক পায়চারি করছে আর ফিরে আসছে। অবশেষে মেয়েটি বলেই ফেললো, ভাইয়া পাঁচ মিনিটের জন্য কি দোলনাটা ছেড়ে দেয়া যায়? শুধু পাঁচ মিনিট।
মেয়েটির কন্ঠ, বলার ভঙ্গি এবং উচ্চারণ এত চমৎকার যে মুগ্ধ হয়ে কোন কথা না বলেই দোলনাটা ছেড়ে দিল। দোলনা পেয়ে মেয়েটি খুব সুন্দর করে ধন্যবাদ জানালো। সিয়ামও স্বাগত জানালো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা শোভন নয় ভেবে, একটু দুরে চলে গেল।

এদিক সেদিক ঘুরে যখন দোলনার কাছে আসছে, তখন দুর থেকেই দেখে মেয়েটির সাথে কিছু ছেলের তর্কাতর্কি হচ্ছে। মনের মধ্যে একটা হিরো ভাব নিয়ে দ্রুতপায়ে মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেয়েটি বললো এই চারজন খুব বিরক্ত করছে।
সিয়াম বলে ঠিক আছে আপনি যান, আমি দেখছি। মেয়েটি ইতস্ততঃভাবে আড়াল হতেই সিয়াম কিছু বলতে যাবে, ঠিক তখনই শুরু হলো তার উপর বর্ষণ। হাত-পা দিয়ে মারার পাশাপাশি পড়ে থাকা ইট দিয়ে মুখে ও মাথায় আঘাত করেছে। এত মার সিয়াম তার বাপের জীবনে খায়নি। মেয়েটি আড়াল হলেও পরবর্তী ঘটনা দেখার জন্য পিছন ফিরে তাকিয়েছিল। দেখলো চারজন মিলে একজনকে মারছে। মেয়েটি আশেপাশের লোকজনকে ডাকতে ডাকতে সিয়ামের পাশে চলে আসে কিন্তু ততক্ষণে সিয়াম অজ্ঞান। আর চারজন পার্কের প্রাচীর টপকে ওপারে পালিয়ে যায়।

এখনও দিনের আলো ফোটেনি। সূর্যিমামার হয়তো এখনো নাওয়া খাওয়া হয়নি। কিন্তু সিয়ামের যে সময় যাচ্ছে না!! তার উপর সারা শরীর ব্যথা। মাথাটা থেকে থেকেই প্রচন্ড যন্ত্রণা করছে। তখন আর তাকিয়ে থাকতে ইচ্ছা করছে না, কিছু ভাবতেও ভাল লাগছে না। বিষয়টা লক্ষ্য করেছে এখন থেকে ৩ ঘন্টা আগে, দ্বিতীয়বার জ্ঞান ফিরার পর থেকে।
সরকারি হাসপাতালে সারিবদ্ধ সাদা বেড। গতরাতে রোগী বেশী থাকায় তার জায়গা হয়েছে ফ্লোরে। সিয়ামের অফিস কলিগরা ইউ সেপে দাঁড়িয়ে আছে বেডের সামনে। মুখসহ মাথা ব্যান্ডেজ থাকায় কথা বলতে পারছে না। শুধু ঈশারাতেই যেটুকু চালানো যায়।
চুপচাপ থাকার কারণে একটা বিষয় লক্ষ্য করলো, কলিগরা সিয়ামকে দেখতে এসেছে কিন্তু গল্পটা সিয়ামকে নিয়ে নয়, গল্প চলছে অফিসের কোন ফাইলে কত......। এই ক’দিনের পরিচয়ে, এর চেয়ে বেশী আর কিইবা আশা করা যায়! সবাই অপেক্ষা করছে বাড়ীর লোক কখন আসবে।

বাড়ীর লোক খবর পেলে তো আসবে, কেউ কি খবর দিয়েছে ? নিজের মনেই বিড়বিড় করে সিয়াম। এমন সময় ইউ সেপের পেট ফুটো করে বেরিয়ে এলো গতকালের অপ্সরী।

স্যরি জানিয়ে, নিজের নাম বললো আদ্রিতা, জিজ্ঞেস করলো, কেমন লাগছে ? গতরাতে উপস্থিত লোকজনের সাহায্য নিয়ে সিয়ামকে হাসপাতালে ভর্তি করে বাসায় যেতে হয়েছিল আদ্রিতাকে।
রিপোর্ট পেপার দেখে দ্রুত বের হয়ে গেল আদ্রিতা এবং কিছুক্ষণ পর ফিরে এসে কলিগদের একজন কে বললো একটা বেড ম্যানেজ করতে পেরেছি আপনারা ওখানে নিয়ে যান আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি।

মুহুর্তের মধ্যেই যেন সিয়ামের চারপাশের অবস্থা চেঞ্জ হতে লাগলো। এখন কলিগদের মনে একটাই প্রশ্ন মেয়েটি কে ? সিয়ামকে জিজ্ঞেস করে, সে ঈশারায় বলে জানি না। এমন সময় দেখতে পায় আদ্রিতা আসছে, ডাক্তারের কাছে যাওয়ার সময় মুখের যে ছবি রেখে গিয়েছিল, এখনকার মুখের সাথে রেখে যাওয়া ছবির মিল নেই। আদ্রিতার মুখ দেখে বুঝতে পারে তার অবস্থা খুব একটা ভাল না। আদ্রিতা এক কলিগের সাথে নিচুস্বরে আলোচনা করছে। সিয়াম শুধু এতটুকু শুনলো এক ঘন্টা পর অপারেশন। সিয়াম ভাবছে, যাদের কিছু করার কথা ছিল তারা সবাই নিরব দর্শক; অথচ অপরিচিত এই মেয়েটি অসম্ভবকে সম্ভব করে ফেলেছে।

হাসপাতালে বয় এসেছে সিয়ামকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। অথচ সিয়ামের চোখদুটো চারদিকে খুঁজে ফিরছে আদ্রিতাকে। যাওয়ার আগে কি একবারও দেখা হবে না ?

অপারেশন থিয়েটারে ঢোকার ঠিক আগ মুহুর্তে হন্তদন্ত হয়ে ছুটে এলো আদ্রিতা, সিয়ামের হাত ধরে ওর চোখে চোখ রেখে ভরসা দিয়ে বললো সব ঠিক হয়ে যাবে।

সিয়ামের সবকিছু এলোমেলো হয়ে গেল। মুখের না বলা ভাষাগুলো চোখের কোন বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। তার মনে হতে লাগলো, কাউকে চাইলে অবশ্যই পাওয়া যায় তবে সেজন্য অনেকটাই ত্যাগ করতে হয়।
অপারেশন বেডে সিয়াম আর কিছু ভাবতে পারছে না। আজ কেন যেন পুরানো অতীতগুলো একের পর এক ভেসে আসছে। চারদিকের আলো কমতে কমতে এখন শুধুই অন্ধকার। এই অন্ধকারের মাঝে তার চোখের মনিতে জলছাপের মত ছাপা হয়ে গেল গোধূলী মেয়ের মুখ।

ছবিঃ গুগল।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: সিয়াম আর শদ্রিতার গল্প ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই শুরু না করলে ভাল লাগে না।

ভাল লেগেছে জেনে আপ্লুত।

প্রথম মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

মুক্তা নীল বলেছেন:
পরে সিয়াম আর আদৃতার কি হলো ? দুজনে কি একসাথে
পথ চলা হলো না বিচ্ছেদ হলো?

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

ঢুকিচেপা বলেছেন: আপনার আগমনে আপ্লুত।

গল্পটা কাল্পনিক। তবে আপনার প্রশ্ন যদি আপনাকে আন্দোলিত করে তাহলে যে কোন উপসংহারে যেতে পারেন। আমি সেভাবেই সমাপ্তি টেনেছি।
আপনার সুন্দর প্রশ্ন আমার ভাল লেগেছে।

৩| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো গল্প, দুজনের মিল মহব্বত হইছিলো নি ভাইয়া?

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬

ঢুকিচেপা বলেছেন: আপনার আগমন এবং মন্তব্যসহ লাইকে খুব খুশি হয়েছে আপু।
“ দুজনের মিল মহব্বত হইছিলো নি ভাইয়া?”

হা হা... হাসপাতাল থেকে ফিরলে কিছু একটা হতেও পারে।

আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২১

মুক্তা নীল বলেছেন:
উপসংহার আপনি আপনার মতো ভাল করেই টেনেছেন।
দুষ্টুমি ভালোবাসা ও মানবতার গল্প সুন্দর হয়েছে।
মানুষ মানুষের জন্য--- এটাই হচ্ছে বড় কথা।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০

ঢুকিচেপা বলেছেন: আপনি যে খুব মনোযোগ দিয়ে পড়েছেন বুঝলাম। আমি কাল্পনিক চরিত্রের উপর নিজের কিছু কথা বলার চেষ্টা করেছি।
যে কথার উপর আর কথা থাকতে পারে না
“ মানুষ মানুষের জন্য--- এটাই হচ্ছে বড় কথা।”

ফিরতি মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল।

৫| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

মিরোরডডল বলেছেন:



কোনও এক অচেনা আগুন্তক হঠাৎ করেই হয়ে গেলো কেমন চিরচেনা কাছের মানুষ ।
গল্পটা সুইট হয়েছে ঢুকি । ছবিটা দারুণ !!!!!!!!!!

সুন্দর গল্পটার জন্য ঢুকিকে একটি গান , এটার অরিজিনাল John Legend আগেই দিয়েছিলাম,
তাই ফিমেল ভোকালে এখন কাভারটা দিলাম ।

Give your all to me, I'll give my all to you
You're my end and my beginning
Even when I lose, I'm winning
Cause I give you all of me
And you give me all of you
Give me all you






২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮

ঢুকিচেপা বলেছেন: সাধারণতঃ আমরা যার কাছ থেকে বেশী আশা করি সেখানেই নিরাশ হই।
গল্প এবং ছবি ভাল লাগা এবং লাইকসহ মন্তব্যে অনুপ্রেরণার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গানটার কথা কি বলবো, চোখ বন্ধ করে শুনলে মনে হচ্ছে আপনিই গাইছেন।
খুব সুন্দর গান এবং তার জন্য অফুরান শুভেচ্ছা।

৬| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আবার সিনেমার শেষে মিল না হলে ভালো পাই না। কিন্তু হুমায়ুন আহমেদ আমারে অনেক গল্পে অনেক কষ্ট দিয়েছেন ।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

ঢুকিচেপা বলেছেন: “ কিন্তু হুমায়ুন আহমেদ আমারে অনেক গল্পে অনেক কষ্ট দিয়েছেন ।”
নাহ্ এখানে আর সেটি হচ্ছে না। আপনি দোয়া করলে অবশ্যই হাসপাতাল থেকে ফিরে আসবে।

ফিরতি মন্তব্যে অনুভূতি জানানোর জন্য কৃতজ্ঞ।

৭| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গল্পটাকি এখানেই শেষ? নাকি আরো কিছু হবে পরে?

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

ঢুকিচেপা বলেছেন: আপাততঃ এখানেই শেষ, তবে পরবর্তীতে যদি বাড়ানোর মত ভাল কিছু মাথায় আসে তখন চেষ্টা করতে পারি।

আপনার জানতে চাওয়ার আগ্রহটা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে।

৮| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পটা অনেকের ভাললেগেছে কারণ হুট করে পরিচিত হওয়ার পর প্রেম হওয়ার আগেই কিছু ঘটে গেল তার শেষটা কি সবারই জানার আগ্রহ। পরের পর্বে প্রেম ও প্রণয় দেখাতে পারেন।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৪

ঢুকিচেপা বলেছেন: সুন্দর মন্তব্য এবং পরের পর্বের জন্য আগ্রহ প্রকাশ করায় আন্তরিক ধন্যবাদ জানবেন।
ছবি আপুর দোয়াতে যদি সিয়াম ভাল হয়ে উঠতে পারে তখন না হয় কিছু একটা দেখানো যাবে।

আপনার আগ্রহের বিষয়টা মাথায় নিলাম।

৯| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো গল্পটি।
শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৭

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই আপনার ভাল লেগেছে জেনে দারুণ আনন্দিত।

শুভেচ্ছা রইল।

১০| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ব্যাপক কষ্ট পাইলাম ভাই, কিছু অইল??


গল্প আর দুই প্যারা বেশী হইতে পারত .এক প্যারায় বালা অই যাইত আর পরের প্যারায় :P । তাইলেই ত দুইজনের মাঝে কুচ কুচ অইত।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

ঢুকিচেপা বলেছেন: কামরুজজামান ভাই আপনি কষ্ট পেয়েছেন জেনে আমি মর্মাহত।

আমার চিন্তার বল যে বাউন্ডারী ছুঁতে পারেনি!!!!

ওভার যেহেতু আছে আপনাদের কথা মাথায় রাখলাম।

১১| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

আখেনাটেন বলেছেন: ত্যাগেই নাকি মারের উপর অন্তর্নিহিত সুখ লুকায়িত.............. :D

ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

ঢুকিচেপা বলেছেন: “ ত্যাগেই নাকি মারের উপর অন্তর্নিহিত সুখ লুকায়িত.............. :D

হা হা হা.... যা বলেছেন, আপনাকে স্বাগত।
এতদিন কোথায় ডুব মেরে ছিলেন ?

লাইকসহ মন্তব্যে ধন্য হলুম।

১২| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,




এমনিতে ভালো গল্প লিখেছেন কিন্তু আরো কিছু বলার থেকে গেলো মনে হয়। মেয়েটি কেন শুধু ৫ মিনিটের জন্যে দোলনাটায় বসতে চাইবে ? মেয়েটির জন্যে মার খেয়েছে বলে নায়কের প্রতি মেয়েটির কৃতজ্ঞতা না কি অনুরাগ, এমন একটা দন্দ্ব জিইয়ে রাখা যেত।
এ যেন শেষ হয়েও হইলোনা শেষ !!!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:২২

ঢুকিচেপা বলেছেন: “ এমনিতে ভালো গল্প লিখেছেন”
আপনার এটুকু কথাতেই আমি ধন্য।

মেয়েটি টাইম মেইনন্টেন করে চলার চেষ্টা করে, হাঁটার পর দোলনায় দোল খেয়ে গায়ে একটু বাতাস লাগিয়ে জিরিয়ে নেয়। যেহেতু সিয়াম কিছুক্ষন সময় নিয়ে নিয়েছে তাই বলেছে ৫ মিনিটের কথা।
ভালই বলেছেন তবে দন্দ্বটা জিইয়ে রাখতে পারিনি।

“ এ যেন শেষ হয়েও হইলোনা শেষ !!!”
পাঠক যেভাবে মেলাতে চায় তাহাই সঠিক বলে গৃহীত হইবেক।

১৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

মা.হাসান বলেছেন: মহিলা হইতে ১০০ হাত দূরে থাকিবেন, আর সুন্দরি মহিলা হইলে ১০০০ হাত, নচেৎ পিটুনি খাইতে হইবে। তবে হ্যা যাহারা এই কাজের জন্য পিটুনিও খাইতে তৈরি তাহাদের বিষয়ে কিছু বলিবার নাই।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৯

ঢুকিচেপা বলেছেন: হা হা হা... দারুণ বলেছেন, তবে এমন কথা শুনিবে কে ? অলরেডি ডিটারজেন্ট দিয়ে তো ওয়াস হয়ে গেছে।

তবে কিন্তু থেকেই যায়, কোন গবেষণার ভিত্তিতে ১০০/১০০০ হাত, সেই সূত্রটা যদি দিয়ে যেতেন ......

আপনার লাইকসহ মন্তব্যে অনুপ্রাণিত।

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: হোক আরেক পর্ব আদ্রিতা সিয়ামের। স্বপ্ন বুননের গল্প

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

ঢুকিচেপা বলেছেন: খুব ভাল বলেছেন, “ স্বপ্ন বুননের গল্প”
দেখা যাক যদি রসদ পাই তাহলে কিছু একটা হতে পারে।

শুভেচ্ছা জানবেন।

১৫| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই শুরু না করলে ভাল লাগে না। ভাল লেগেছে জেনে আপ্লুত।
প্রথম মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রথম মন্তব্যকারীকে তো চা নাস্তা দিতে হয়। ব্লগের সবাই তা ই করে। শুধু ধন্যবাদ দিলে পোষায়?

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৮

ঢুকিচেপা বলেছেন: “ প্রথম মন্তব্যকারীকে তো চা নাস্তা দিতে হয়।”
তখন দৌড়ের উপর ছিলেন তাই দেয়া হয়নি। শেষে না কাপটাই ভেঙ্গে ফেলেন..........

“ ব্লগের সবাই তা ই করে।”
সবাই যদি তাই করে তাহলে আমারটা আটকাচ্ছে কোথায় ?

“ শুধু ধন্যবাদ দিলে পোষায়?”
একদম হক কথা শুধু ধন্যবাদে কখনই পোষানোর কথা না তাই আপনার জন্য


এবার খুশি তো ..............

১৬| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন না।
আমি এসব খাবো না। বার্গার আর কোক কি পেতে পারি?

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২

ঢুকিচেপা বলেছেন: না কিছু মনে করিনি, আপনার জন্য সবকিছু রেডি

১৭| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাউকে চাইলে অবশ্যই পাওয়া যায়, তবে সে জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হয়!
কথা সইত্য
তবে পরিমানটা ইট্টু বেশি হইয়া গেছে ;)

তারপরো অপ্সরা বলে কথা! হা হা হা

গপ্পে ++++

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৩

ঢুকিচেপা বলেছেন: “ তবে পরিমানটা ইট্টু বেশি হইয়া গেছে ;)
হা হা.. ট্যাক্স লাগে না যে, তবে এর পরে না হয় পরিমাণ কমিয়ে দেব।

আপনার লাইকসহ সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত।

১৮| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

পদ্মপুকুর বলেছেন: বেশ কিশোরকুমার এসে ভর করলো, সেই রাতে রাত ছিলো পুর্ণিমায়....
নভোনীল পড়েই বুঝেছিলাম আপনার গল্পের হাত অসাধারণ, নতুন করে কিছু বলার নেই।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

ঢুকিচেপা বলেছেন: “ বেশ কিশোরকুমার এসে ভর করলো, সেই রাতে রাত ছিলো পুর্ণিমায়....”
শুধু ভর করলে হবে ? শোনার জন্য দিয়ে দিলাম।


“ নভোনীল পড়েই বুঝেছিলাম আপনার গল্পের হাত অসাধারণ, নতুন করে কিছু বলার নেই।”
হা হা হা.... আমি কিন্তু ঘোড়া বিক্রি করবো না।

আপনার সেদিনের মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ। ওখানে নতুন কিছু আর লেখিনি কারণ ঐ রেশটা নষ্ট হয়ে যাবে বলে।

সুন্দর মন্তব্য এবং লাইকে খুব খুশি।

১৯| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! গল্পটা দারুন সুন্দর হয়েছে।

আপা আজ বেশ কিছুদিন পর আমিও নতুন পর্ব দিয়েছি। তাড়াতাড়ি কন্যাকে উদ্ধার করে আসেন। আপনি কন্যাপক্ষ আপনাকে ছাড়া চলছে না।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩০

ঢুকিচেপা বলেছেন: আপনি যখন বলেছেন ভাল হয়েছে তাহলে মনে হচ্ছে কিছু একটা হয়েছে।

“ তাড়াতাড়ি কন্যাকে উদ্ধার করে আসেন। আপনি কন্যাপক্ষ আপনাকে ছাড়া চলছে না।”
অবশ্যই, দায়িত্ব বলে একটা কথা আছে তো, নাকি ? চলেন দেখি কি উদ্ধার করতে হবে!!! ভয় পাওয়ার দরকার নাই, সবকিছু সাথে নিয়ে নিয়েছি।


মন্তব্য এবং লাইকে শুভেচ্ছা রইল।

২০| ২৪ শে মে, ২০২১ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটি গল্প। বেদনা মিশ্রিত স্বপ্নসুখের গল্প।

"মুখের না বলা ভাষাগুলো চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো" - অনুভূতির অনবদ্য প্রকাশ!

গল্প খুব ভাল লেগেছে। শুধুমাত্র শেষের অনুচ্ছেদটির জন্যে গল্পে ডবল প্লাস! + +

৩০ শে মে, ২০২১ রাত ১১:১৫

ঢুকিচেপা বলেছেন: ভাল লাগা একটি লাইন কোট করে চমৎকার একটি মন্তব্য করেছেন, আমি ভীষণ আনন্দিত, বিশেষ করে পুরাতন পোস্টে এসে। পুরাতন পোস্ট পড়ার ব্যাপারে আপনি ব্লগের আইকন।
গল্প ভাল লাগায় এবং সুন্দর মন্তব্যসহ প্লাস দেয়াতে অনুপ্রাণিত।

২১| ৩০ শে মে, ২০২১ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০২১ রাত ১১:২৬

ঢুকিচেপা বলেছেন: আমার পুরাতন পোস্টে আপনার আগমনে মুগ্ধ।
অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.