নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম
চাঁদের আলোয় নাইবে তুমি
ভিজবে হৃদয়ভূমি
আঙ্গুল ছুঁয়ে থাকবো পাশে
দূরের কোন আমি
মনের মাঝের স্বপ্নগুলি
বাড়িয়ে দিবে হাত
রং বেরংয়ের ফানুস হয়ে
উড়বে সারারাত
এমন সময় কাটবে শুধু
জোসনা আলো চুমি
চুলের মাঝে জোৎস্না করে
লুকোচুরি খেলা
রূপের ছটায় বসবে বুঝি
হাজার তারার মেলা
উৎসবের এই প্রহরগুলো
সোনার চেয়েও দামী
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৬
ঢুকিচেপা বলেছেন:
২| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ঢুকিচেপা বলেছেন: মনিরাপু আপনার লাইকসহ শব্দ দুটো মন ছুঁয়ে গেল।
কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই হুক্কা হুয়া বলে উপস্থিতি জানালাম।
আপনার জন্য শুভকামনা রইল।
৩| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ঢুকিচেপা বলেছেন: ছবি আপু আপনার লাইকসহ মন্তব্যে দারুণ খুশি।
শুভেচ্ছা রইল।
৪| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: হায় আবেগ!
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৮
ঢুকিচেপা বলেছেন: হাহাহা..... রাজীব ভাই আবেগ কি বেশি হয়ে গেল ? কেটে দিব ?
শুভকামনা রইল।
৫| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
এম ডি মুসা বলেছেন: দারুন হয়েছে
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
ঢুকিচেপা বলেছেন: মুসা ভাই আপনাকে স্বাগত।
আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
জাহিদ হাসান বলেছেন:
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
ঢুকিচেপা বলেছেন: হাহাহা জাহিদ ভাই, ইমো দিলে পাশে লিখে দিতে হবে মিনিং কি।
ফিরে এসে ইমো দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
খায়রুল আহসান বলেছেন: দূরের ঐ চাঁদটার মতই সুন্দর অনুকবিতা। + +
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
ঢুকিচেপা বলেছেন: আপনার সুন্দর প্রশংসায় অনুকবিতা এখন বড় হয়ে গেছে।
আপনার মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত।
৮| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
মিরোরডডল বলেছেন:
কবিতা কিউট হয়েছে ।
আজ পূর্ণিমা ঢুকি, চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে ।
যদিও খুব কমন একটা গান, কিন্তু কবিতা আর ছবিটা দেখে এই গানটাই মনে হলো ।
অরিজিনাল হেমন্তেরটাই সবচেয়ে ভালো লাগে ।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:০৩
ঢুকিচেপা বলেছেন: “ কবিতা কিউট হয়েছে ।”
যাক... কবিতা বলে রক্ষা!!!! আমি তো ভাবলাম চিলেকোঠার বাবুটার মত কিউট হলে এতক্ষণ হয়তো কবিতাটাই থাকতো না।
“ আজ পূর্ণিমা ঢুকি, চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে ।”
তাহলে তো আপনার জন্য কবিতা ঠিকঠাক। আমাদের এখানে চাঁদের “চ”-ও নাই।
এই গানটা অনেক শুনেছি, তবে অনেকদিন হলো শোনা হয়নি। আজ আবার শুনলাম।
ধন্যবাদ এবং এটা আপনার জন্য
৯| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:১৪
আমি সাজিদ বলেছেন: আপু কবিতা ভালো হয়েছে৷ এবার শখের গ্রীল খাওয়ান।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২৬
ঢুকিচেপা বলেছেন: হাহাহা...
আমি তো হাসতে হাসতে শেষ
“কবিতা পড়ার প্রহর” হলো বিয়ে পাগল মেয়ে, মাথা ঠিক নেই তাই আমাকে আপু বলে ডাকে, আপনারও কি সেই একি অবস্থা ?
যাইহোক আপনার গ্রীল বানিয়ে আনতে সময় লাগলো, যেটা খুশি খেতে পারেন। লাইকের জন্য কোক রইল।
১০| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর রোমান্টিক কবিতা নিঃসন্দেহে। আঙ্গুল ছুঁয়ে পাশে থাকার পড়েও দুরের আমি কেন!
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪০
ঢুকিচেপা বলেছেন: যাক শেষমেশ সন্দেহ হয়নি এটাই বেশি। সন্দেহ বেশি হলে অসুস্থ্য হয়ে যাবেন!!!!!!!!!!!!
আপনি যেটা ধরেছেন ঐখানে একটু বিরহ আছে।
মূল বিষয়টা হলো দূরের কেউ অনুভূতিতে আঙ্গুল ধরে আছে, বর্তমানে নেই এবং এটা দূরের আমি’র বক্তব্য।
আমিও নিঃসন্দেহে বলতে পারি মনোযোগী পাঠক।
লাইকসহ মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।
১১| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১২:২৭
নেওয়াজ আলি বলেছেন: খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।
০২ রা অক্টোবর, ২০২০ রাত ১২:৩৫
ঢুকিচেপা বলেছেন: নেওয়াজ ভাই আপনার ভাল লেগেছে জেনে দারুণ লাগছে।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
১২| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:১৩
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লাগলো।
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২০
ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই ভালো আছেন ? কিছুদিন ব্যস্ত ছিলাম, আপনার সাথে অনেকদিন যোগাযোগ নেই।
লাইকসহ আপনার ভালো লাগায় খুব খুশি।
শুভকামনা রইল।
১৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮
নাসরিন ইসলাম বলেছেন: অসাধারণ রোমান্টিক কবিতা।
সামু পরিবারের নতুন সদস্য হিসেবে শুভকামনা জানাই। আমার ব্লগে আমন্ত্রণ রইল।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০০
ঢুকিচেপা বলেছেন: লাইকসহ মন্তব্য খুব ভালো লাগলো।
নতুন সদস্যর শুভকামনায় আমি সিক্ত।
ব্যস্ততার কারণে কয়েকদিন অনিয়মিত ছিলাম, তবে আপনার ব্লগে অবশ্যই দেখা হবে।
আপনার জন্যও রইল শুভকামনা।
১৪| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হাহাহা..... রাজীব ভাই আবেগ কি বেশি হয়ে গেল ? কেটে দিব ?
শুভকামনা রইল।
আবেগের দরকার আছে। আবেগ না থাকলে বিবেকও থাকে না।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০৩
ঢুকিচেপা বলেছেন: মুল্যবান কথা বলেছেন আবেগ ও বিবেক, তাহলে থাক আবেগ।
১৫| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন: আর বলেন না ভাই,পিসি নষ্ট হয়ে গেছিলো। মোবাইলে সামুতে আসতে পারি না। ফেবুতে ছিলাম। নতুন পিসি কিনলাম।সেজন্য আমাকে কয়েকদিন দেখেননি।শুভকামনা রইলো।
আর আমাকে মনে রাখার জন্য কৃতজ্ঞতা।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০৭
ঢুকিচেপা বলেছেন: পিসি নষ্ট হলে যে কি পরিমাণ অসহায় লাগে সেটা বুঝি।
মোবাইলে আমি সামু ইউজ করি না, তবে চেষ্টা করেছিলাম।
নতুন পিসিতে আপনার লেখালেখি দুর্বার গতিতে চলুক এই কামনা করছি।
মনে রাখার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে না, আমরা সবাই সবার জন্য।
১৬| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
মিরোরডডল বলেছেন:
মান্নাদের গানটা সুন্দর । থ্যাংকস ঢুকি ।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:১৫
ঢুকিচেপা বলেছেন: ওয়েলকাম আপু।
মান্নাদের গানটা সুন্দর বলায় বোনাস একটা দিলাম
১৭| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮
রামিসা রোজা বলেছেন:
দূরের ওই রুপালি চাঁদের আলোয় জোছনা রাতে লক্ষ লক্ষ তারা গুলো তার প্রিয় মানুষকে ছুঁয়ে যাবে এটা দূর থেকে অনুভব করতে পারবে ..... দূর থেকে এমন নির্মল ভালবাসার স্পর্শ অনুভব করা ভাগ্যের ব্যাপার ।
চমৎকার কবিতায় মতো ভালোলাগা ও অনেক ধন্যবাদ ।
০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০০
ঢুকিচেপা বলেছেন: আপু মন্তব্যটা দারুণ লাগলো, অসাধারণ।
কারণ আমার থিমটা সত্যিই আপনি ধরে ফেলেছেন।
“ দূর থেকে এমন নির্মল ভালবাসার স্পর্শ অনুভব করা ভাগ্যের ব্যাপার ।”
এই এক লাইন আমার পুরো কবিতার সারংশ।
চমৎকার মন্তব্যসহ লাইকে উজ্জীবিত হলাম।
১৮| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: একটা কবিতার শূককীটে (পড়ুন 'অণুকবিতা'য়) ছোট্ট একটা মন্তব্য রেখে গিয়েছিলাম। লেখকের প্রতিমন্তব্য খুঁজতে এসে সেটাকে আর পেলাম না। কখন যেন সেটা একটা রঙিন প্রজাপতি হয়ে আকাশে উড়ে গেছে! (শূককীট, প্রজাপতি, ইত্যাদি বুঝতে হলে আবার সেই বৈশাখে রেশমী গল্প পড়তে হবে!)।
২ নং প্রতিমন্তব্যটি ভাল হয়েছে। এসব করতেও প্রতিভা লাগে, আমি পারি না!
বাকী দুটো স্তবকের মত প্রথম স্তবকটাতেও আরো দুটো পংক্তি যোগ করে ছয় লাইনের করা যায় কিনা, তা চেষ্টা করে দেখতে পারেন। অবশ্য এখন যেমনটা আছে, সেটার আবেদনের সাথে কম্প্রোমাইজ করে নয়।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪
ঢুকিচেপা বলেছেন: এবার দারুণ হয়েছে, শূককীট যদি আপনার অনুপ্রেরণায় প্রজাপতি না হতো তাহলে এমন ইউনিক মন্তব্য কী ভাবে পেতাম ?
আপনার সাজানো গোছানো মন্তব্য ভাবনার দুয়ার খুলে দেয়।
কবিতা আকারে পোস্ট দিলেও মূলতঃ এটা একটা গান (লিরিক) হিসাবে লিখেছি। সত্যি অর্থে কবিতা আমি লিখতে পারি না, যা লিখি সেটা গানের স্ট্রাকচার অনুযায়ী লিখি। আমার আগের পোস্ট করা দুটো কবিতাও মূলতঃ গান।
দুটো পংক্তি অবশ্যই যোগ করা যায় কিন্তু ওটা করতে গেলে খেই হারিয়ে ফেলবো। তবে চেষ্টা করার জন্য আপনার পরামর্শ সাদরে মাথায় নিলাম।
ফিরে এসে নতুন করে অনুপ্রেরণা দেয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
১৯| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: ত্রুটি সংশোধনঃ
"২ নং প্রতিমন্তব্যটি ভাল হয়েছে" - এটাকে পড়তে হবে "১ নং প্রতিমন্তব্যটি ভাল হয়েছে"।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৪
ঢুকিচেপা বলেছেন: হাহাহা........
আমি ভেবেছি মনিরা আপুর প্রতি মন্তব্যে হুক্কা হুয়া বলেছি তাই.........
ছবি মন্তব্য তাই ভাবলাম ছবি উত্তর দিলে কেমন হয়.....
সংশোধনীতে বিষয়টা বুঝতে পেলাম।
শুভকামনা রইল।
২০| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: শরতের ঝকঝকে আকাশে ঝকঝকে চাঁদ দেখে সেদিন আমারও কবিতা লেখার শখ জেগেছিলো। কিন্তু সিরিজটাই শেষ করতে পারিনি তাই হাতটাকে বন্দী রাখতে হলো।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০
ঢুকিচেপা বলেছেন: “ সেদিন আমারও কবিতা লেখার শখ জেগেছিলো।”
চাঁদকে বলে দিব এ মাসের শেষে ঝকঝকে আকাশে যেন আবার উঠে, তখন লিখবেন।
সিরিজটার প্রায়োরিটি অবশ্যই আগে।
আপনার আগমনে ধন্য হয়ে ধন্যবাদ জানালাম।
২১| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: আপা ১১ ও দিয়ে ফেলেছি কিন্তু।
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২
ঢুকিচেপা বলেছেন: ভাইয়ু ওটা পড়ে খুশি হয়ে ব্রান্ড নিউ গাড়ি দিয়ে এসেছি।
২২| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: গাড়ি দিসো?
তাইলে সালাম চাচাকে দিয়ে কি সেই গাড়ি চালাবো? শুভ্রকে তো ড্রাইভিং শিখতে হবে এবার।
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৭
ঢুকিচেপা বলেছেন: সালাম চাচা কেন গাড়ী চালাবে!!!!!!
সালাম চাচার কাছে শ্বশুরের গাড়ীতে চালানো শিখবে। আর আমার দেয়া ব্রান্ড নিউ গাড়ীতে চড়ে দুজন বাকবাকুম বাকবাকুম করে ঘুরে বেড়াবে।
২৩| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: আপা যা দিসেন। উবার মুবার দূরে যাক গাড়িও চালাতে হবে না। এই মহা মূল্যবান গাড়িখানি শুভ্র যাদুঘরে দিয়ে এখন কোটিপতি।
হীরার মালা কিনতে গেলো কেবলি । শ্বাশুড়ির জন্য আপন জ্যুয়েলার্স থেকে।
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪
ঢুকিচেপা বলেছেন: এ জন্যই সোনার মালা দিতে চাইনি বিক্রি করে খাবে বলে, এবার হাতে নাতে প্রমাণ হলো তো ? গাড়ীটা দিতে না দিতেই হাওয়া !!!!!!!!!!
যাইহোক অবশেষে বুদ্ধি খুলেছে এই বেশি, বিক্রি করে শ্বাশুড়ীর জন্য যদি গহনা কিনে নিয়ে যায় তাও ভালো।
২৪| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা হা আপা আপনার থেকে একটা রম্য রচনা চাই।
অথবা আপনি মা হাসান ভাই, সোনাবীজ ভাই সাড়ে চুয়াত্তরভাই আর নুরুভাই মিলে সন্মিলিত রচনা।
এক্কেবারে বেস্ট সেলার হবেই।
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২
ঢুকিচেপা বলেছেন: আপনি যেভাবে বললেন তাতেই বেস্ট সেলার হওয়ার তৃপ্তিটা পেয়ে গেলাম। আমি লেখক না, তবে আপনার সাথে আমিও একমত মা হাসান ভাই, সোনাবীজ ভাই সাড়ে চুয়াত্তরভাই আর নুরুভাই মিলে সন্মিলিত রচনা অথবা আলাদা করে লিখলেও বেস্ট সেলার হবেই।
আপনার লেখার ক্ষেত্রে যতই ফান করি না কেন, লেখার খুঁটিনাটি বিষয়গুলি খুব সুন্দর ফুটিয়ে তুলতে পারেন, আপনার লেখায় সাবলীলতা আছে, এটা শুধু আমি না সবাই খুব ভালো ভাবেই বলছে।
লেখা আকৃষ্ট করেছিল বলেই চিলেকোঠার প্রথমদিকে কোন এক পর্বে আপনাকে বলেছিলাম বই আকারে বের করতে। তবে আশা রাখছি আবদ্ধ জীবন শেষে হলে অচিরেই বই আকারে দেখবে।
এতবড় কমপ্লিমেন্ট করার জন্য আমি কচুর লতির মত নুইয়ে পড়লাম। ধন্যবাদ।
২৫| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা আপনাদের থেকে যে আমার কমপ্লিমেন্টে আমি তো রোজই নুইয়ে পড়ি তবে এই সিরিজকে এত সচল রেখেছেন আপনারাই। মাঝে মাঝে আমার মনে হয় লেখার থেকেও কমেন্টগুলি মজার।
আমি বোধ করি আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। কিন্তু ইন্টারএকশনে কেমনে যেন জড়িয়ে যাই। এই কারণে পারিবারিকভাবে এবং ইন্টারএকশনে আমাকে গুরুত্বপূর্ণ ভুমিকা দেওয়া হয়। তবে দেখেন আমার আর কতখানি ভূমিকা ছিলো সেখানে? আপনারাই কিন্তু এত মজার উপভোগ্য সিরিজ বানিয়ে তুলেছেন যার অবদান জীবনে ভোলার নয়।
এই লেখা যদি বই আকারে কখনও প্রকাশিতও হয় তো আপনাদের নাম জড়িয়ে থাকবে সেখানে। শুভ্র বা কবিতা বা মাহরিন এই লেখার মূল নায়ক নায়িকা নয় মূল পাত্র পাত্রী নয়। মূল পাত্র পাত্রী আপনারাই।
১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১২
ঢুকিচেপা বলেছেন: “ আমি বোধ করি আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ।”
আপনি স্বভাবে মিশুক প্রকৃতির এবং সহজেই মানুষকে আপন করে নেয়ার অসম্ভব ক্ষমতা আছে আর এ কারণেই আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়া হয় পারিবারিকভাবে।
“ দেখেন আমার আর কতখানি ভূমিকা ছিলো সেখানে? আপনারাই কিন্তু এত মজার উপভোগ্য সিরিজ বানিয়ে তুলেছেন যার অবদান জীবনে ভোলার নয়।”
এখানে আপনার ভূমিকাই প্রধান। একজন শিল্পী যখন গান গায় তখন শ্রোতারা শোনে এটা স্বাভাবিক কিন্তু যে শিল্পী সকল শ্রোতাকে মাতিয়ে রাখে তাহলে বুঝতে হবে শিল্পীর কারিশমা আছে। তেমনি আমাদেরও আপনি জড়িয়ে ফেলেছেন। পজিটিভ মন্তব্য সবাই নিতে স্বচ্ছন্দ বোধ করে কিন্তু আপনার পোস্টে তির্যক মন্তব্যগুলো এত সুন্দরভাবে গ্রহণ করে আমাদের মাতিয়ে রাখেন এটা আপনার কারিশমা।
“ শুভ্র বা কবিতা বা মাহরিন এই লেখার মূল নায়ক নায়িকা নয় মূল পাত্র পাত্রী নয়। মূল পাত্র পাত্রী আপনারাই।”
সেই যে নু্ইয়ে পড়েছিলাম, এই কথা শুনে তো আর উঠতেই পারছি না।
বই প্রকাশিত হলে, আপনার অটোগ্রাফসহ একটা কপি আমি কিনবো তার অর্ডার দেয়া রইল।
২৬| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২০
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই সব কথাগুলো নিয়ে যাচ্ছি। বই এর মুখবন্ধে লেখা লাগবেনা বুঝি?
১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৪
ঢুকিচেপা বলেছেন: হা হা হা... মুখবন্ধে এই লেখা ?
মা.হাসান ভাইকে দিয়ে লিখে নিয়েন, দারুণ হবে।
বইয়ের সফলতা কামনা করছি।
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৫
কল্পদ্রুম বলেছেন: আপনার কবিতার ছন্দ খুব সহজ ও ক্যাচি। ব্লগে কবিতা খুব বেশি পড়া হয় না। আপনার লেখা কয়েকটি পড়েছি। সবগুলোই ভালো লাগে পড়তে। খুব সহজ করে অনুভূতি প্রকাশ করতে পারা একটা বড় গুণ। আপনি গুণী মানুষ।
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩
ঢুকিচেপা বলেছেন: এই ছন্দে লিখতেই আমার ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি।
তবে শেষে যা বলেছেন আমি আর ওদিকে যাচ্ছি না। খুব সাধারণ মানের পাঠক, আর আপনাদের সাথে থাকতে থাকতে ২/১টা পোস্ট দেয়া এই আরকি।
আপনার আগমন এবং সুন্দর মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত।
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১
কল্পদ্রুম বলেছেন: ভ্রাতা, আপনার এই কবিতার হেডলাইনটার উপলক্ষে একটা পুরাতন গান শোনা হলো। ব্লগে কমেন্ট বক্সে গান শেয়ার করার রেওয়াজটা আমার ভালোই লাগে। তাই এখানে দিয়ে গেলাম।
https://youtu.be/kAAWlw5pAB0
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫
ঢুকিচেপা বলেছেন: আইয়ুব বাচ্চুর কম্পোজিশনে আগুনের কালজয়ী গান এটা। আমার খুব পছন্দের গানের মধ্যে এটা একটা। অনেকদিন হলো শোনা হয়নি তবে আজ শুনলাম। গান শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
স্বপ্ন নিয়ে একটি গান আপনার জন্য।
২৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩
কল্পদ্রুম বলেছেন: দুঃখিত। লিংক ঠিকমতো দেওয়া হয়নি।
view this link
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫
ঢুকিচেপা বলেছেন: উপরের লিংক ঠিক আছে, কপি পেস্ট করলেই দেখা যায়। তবে আমাদের মতো দিতে চাইলে এই পোস্টে গিয়ে মিরোরডডল এর ৩৭ নম্বর কমেন্ট দেখতে পারেন।
স্বপ্ন নিয়ে অন্য একটি গান
৩০| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
কল্পদ্রুম বলেছেন: দুটো গানই অনেকদিন বাদে শুনলাম।
জাস্ট চেকিং।
২৬ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
ঢুকিচেপা বলেছেন: আপনার চেকিং সম্পন্ন হয়েছে মর্মে প্রত্যয়ন করা হলো।
এখন আপনি যে কোন জায়গায় পোস্ট করতে পারেন।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১
জাহিদ হাসান বলেছেন: