নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম
ডালিয়া এক ধরনের গুল্মজাতীয়, কন্দযুক্ত, সপুষ্পক ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ যা মেক্সিকো এবং মধ্য আমেরিকায় জন্মায়। ডিকোটাইলেডোনাস (dicotyledonous) উদ্ভিদের অস্টেরেসি (Asteraceae) {পূর্বে কম্পোজিটি (Compositae)} পরিবারের সদস্য হিসাবে বাগানে সূর্যমুখী, ডেইজি, চন্দ্রমল্লিকা এবং জিনিয়া ফুলের পাশাপাশি ডালিয়ার চাষ করা হয়। শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে ডালিয়াই সর্ববৃহৎ আকার ও আকর্ষণীয় রঙের ফুল। ডালিয়ার ৪২টি প্রজাতি রয়েছে, সাধারণত সংকর প্রজাতিগুলি বাগানের গাছ হিসাবে দেখা যায়। ডালিয়া ফুলের গঠন পরিবর্তনশীল, যেখানে প্রতি ডাঁটায় একটি করে মাথা থাকে, এগুলি ৫ সেমি (২ ইঞ্চি) ব্যাসের মতো বা ৩০ সেমি (১ ফু) ("ডিনার প্লেট") পর্যন্ত হতে পারে।
১৯৬৩ সালে ডালিয়া মেক্সিকোর জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছিল। ডালিয়া ফুলের কন্দগুলি আজটেকদের খাদ্য শস্য হিসাবে জন্মেছিল, তবে স্প্যানিশ বিজয়ের পরে এই প্রচলন বেশিরভাগ ক্ষেত্রে কমে গিয়েছিল।
কিছু ডালিয়া, কিছু অন্য ফুল
লেখা
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০০
ঢুকিচেপা বলেছেন: “ এতো ফুল থাকতে ডালিয়া কেনো, এটা কি ঢুকির প্রিয় ?”
গত শীতে তুলেছিলাম অফিসের বাগান থেকে, ওখানে ডালিয়া ফুল ছিল বেশী।
“ ডালিয়া ফুলের ঘ্রাণ ভয়াবহ, মাথা ঘোরে ”
আপনার কথা ভেবেই ঘ্রাণ ছাড়া ফুলের ছবি দিয়েছি।
হালকা হলুদটা সুন্দর লেগেছে তাতেই ধন্য।
ফুলের রানীর পাশে রাজা, উজির, নাজির, সৈন্য সামন্ত না থাকলে চলে ?
“ অনেকদিন ঢুকিটা গল্প লেখে না । গল্প চাই । মিষ্টি প্রেমের গল্প ।”
মিষ্টি প্রেমের গল্প লিখতে মিষ্টি খেতে হয় বেশি করে, কিন্তু ভয়ে আছি যদি ডায়াবেটিক হয়!!!! তবে বললেন যখন একটা গল্প দিয়ে দিব।
কপি পেস্টের জন্যই তো উইকি, একটু সুবিধা নিলাম আরকি।
গানের বদলে গান
প্রথম মন্তব্যসহ লাইকে ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১
ঢুকিচেপা বলেছেন: আপনার জন্য ঘ্রাণহীন ফুল
২| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মনিরা সুলতানা বলেছেন: রেইনলিলির ছবিটা মাথা খারাপ সুন্দর !
ডলিয়া একটা ঠিকঠাক ফুল। কষ্ট করে কপি পেস্টের জন্য ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩০
ঢুকিচেপা বলেছেন: আপু আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো।
আসলেই খুব কষ্ট করে কপি পেস্ট করেছি কিন্তু এখনও লিঙ্কটা ঠিক করতে পারিনি।
লাইকে অনুপ্রাণিত হয়ে আপনার জন্য আপনার প্রিয় একটি ফুল, আজকে সকালের তোলা
৩| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
রামিসা রোজা বলেছেন:
অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে ফুলের ছবি সম্বলিত এই
পোস্ট । জবা গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা সহ প্রতিটি
ফুলের ছবি অসাধারণ হয়েছে ।
বৃষ্টি ভেজা দিনে ফুলের শুভেচ্ছা নিন ।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৯
ঢুকিচেপা বলেছেন: আপনার মন্তব্য পড়েই বুঝতে পারছি খুব ভালো লেগেছে।
ফুলের শুভেচ্ছাসহ লাইকের জন্য ধন্যবাদ, তবে আপনার জন্য বাগানটাই তুলে আনলাম
৪| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
ইসিয়াক বলেছেন: ফুলেল শুভেচ্ছা রইলো।
ডালিয়া আমার প্রিয় ফুল।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩
ঢুকিচেপা বলেছেন: ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আপনার জন্যও রইল ফুলসহ শুভেচ্ছা
৫| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এত ছোট গাছ অথচ বহু বর্ষজীবী। ২০/৩০ বছর নিশ্চয়ই বাঁচে। ভেষজ গুনও আছে। ডালিয়া মনে হয় ভেষজ ওষুধ বানাতে ব্যবহৃত হয়। এটা রান্না করে খেলে মনে হয় রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। আমার হাসনাহেনা ফুল ভালো লাগে গন্ধের জন্য। প্রেমিকার জন্য
প্রেমিকরা গোলাপ ছাড়া আর কি ফুল কিনতে পারে জানাবেন।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬
ঢুকিচেপা বলেছেন: একসময় ডালিয়া ফুলের কন্দগুলি আজটেকদের খাদ্য শস্য হিসাবে উৎপাদন হতো।
“ প্রেমিকার জন্য প্রেমিকরা গোলাপ ছাড়া আর কি ফুল কিনতে পারে জানাবেন।”
লক্ষণ তো ভালো মনে হচ্ছে না!!!!!!!!!!!!! আমি বলবো আর ভাবী এসে আমাকে ধরবে তা হচ্ছে না। তারচেয়ে বরং আপনি চিলেকোঠায় গিয়ে কবিতা আপুর কাছে বুদ্ধি নেন, উনি এ বিষয়ে পিএইচডি করা। ঝগড়া লাগলে দুজন চুলোচুলি করুক, আমরা দুজন বসে দেখবো.................
৬| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৭
শায়মা বলেছেন: ১. ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬০
মিরোরডডল বলেছেন:
এতো ফুল থাকতে ডালিয়া কেনো, এটা কি ঢুকির প্রিয় ?
ডালিয়া ফুলের ঘ্রাণ ভয়াবহ, মাথা ঘোরে
আমিও ভাবছিলাম । পরে বুঝলাম ঢুকিআপুনির নাম ডালিয়া মানে আজ থেকে ঢুকি চেপা এই বিদঘুটে নাম বাদ। তুমি এখন থেকে ডালিয়া আপুনি!
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৯
ঢুকিচেপা বলেছেন: “ তুমি এখন থেকে ডালিয়া আপুনি! ”
হা হা হা.... চুয়াত্তর ভাই অনেক আগে আমাকে বেঁকে বসতে বারণ করেছে তাই আর বেঁকতে পারছি না।
“ সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ঢুকিচেপা - আপনি কবিতা পড়ার প্রহরের কাছে মেয়ে হিসাবেই থাকেন। আমরা কোনও আপত্তি করবো না। আপনিও আর আপত্তি কইরেন না। ওনার গল্পের নায়িকা এখন সন্তানসম্ভবা আর জামাইটাও কাজ কাম করে না শুধু বই পড়ে। এই সময় আপনি বেঁকে বসলে মানসিক চাপ সহ্য করতে পারবে না।”
লাইকসহ পদার্পনে ধন্যবাদ।
৭| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১২
ঢুকিচেপা বলেছেন: সাজ্জাদ ভাই ছবি দেখে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৮| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ঝকমক করছে না।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১৮
ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো শুধু ক্রপ করেছি এডিট করিনি
আগমন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২১
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর। ফুলটাও আমার পছন্দের....
পোস্টে ষষ্ঠ লাইক।
শুভকামনা জানবেন।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭
ঢুকিচেপা বলেছেন: আশাকরি পরিবারসহ করোনা মোকাবেলা করে ভালো আছেন।
আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। লাইকসহ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্যও রইল শুভকামনা।
১০| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ঝকঝকে চমৎকার সব ফুলের ছবি।
লেখাও তথ্যবহুল হয়েছে।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৪
ঢুকিচেপা বলেছেন: ঝকঝকে বললেন তাতেই খুশি। মোবাইল থেকে তোলা ছবি আর লেখা কপি পেস্ট।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটা আপনার জন্য
১১| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংবিধিবদ্ধ নিষেধাজ্ঞা : ইহা পাগলা জগাইয়ের ভুবন, ঢুকিচেপার প্রবেশ নিষেধ
ডালিয়া নামক একজন টিভি নায়িকা ছিলেন। করুণ খবরটা হলো, তিনি সুইসাইড করে মারা গিয়েছিলেন। ঘটনা সম্ভবত আপনার জন্মেরও অনেক আগের, আই মিন, ১৯৯০-৯১ সালের দিকে।
কেউ কেউ এখনো আপনাকে আপুনি ডেকে পাগল হচ্ছেন দেখা যাচ্ছে
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৩
ঢুকিচেপা বলেছেন: “ সংবিধিবদ্ধ নিষেধাজ্ঞা : ইহা পাগলা জগাইয়ের ভুবন, ঢুকিচেপার প্রবেশ নিষেধ ”
দাদা এখন কক্সবাজার নিয়ে ব্যস্ত তাই গ্যাপের মধ্যে ঢুকে গেছি। এই পোস্ট দিয়ে আমার ঝুলি ফাঁকা তাই নিষেধাজ্ঞার প্রতি পূর্ণ সমর্থন রইল।
নায়িকা ডালিয়াকে দেখা হয়নি তবে সাল অনুযায়ী আমার জন্মের পরে মৃত্যু।
“ কেউ কেউ এখনো আপনাকে আপুনি ডেকে পাগল হচ্ছেন দেখা যাচ্ছে ”
হাহাহা কি আর করা, চুয়াত্তর ভাইয়ের কথামত বেঁকে বসতে পারছি না। জামাই পাগলী, বিয়ে পাগলীরা একটু পাগলই হয়।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৮
ওমেরা বলেছেন: ফুলের ছবিগুলো সুন্দর হয়েছে। অবশ্য ফুল সুন্দরই হয়।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১:১১
ঢুকিচেপা বলেছেন: আপনার তোলা ছবিগুলোও দারুণ হয়।
সুন্দর বলায় আপনার জন্য
১৩| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১২
শায়মা বলেছেন: হায় হায় ঢুকিচেপা আপুনি কি তবে ভাইয়ুননি!!!!
গেছি গেছি!!!!
তবে তুমি আমাকে মনে হয় তুমি আপুনিঈঈঈ বলেছিলে তো!!!!!!!!!!
উফ কোথায় যে কোনটা শুনি কোনটা বলি আর কোনটা মনে রাখি!!!!!!!!!!! নাহ আর মনে টনে থাকেনা বুড়ি হয়েই গেলাম। মনেরও চমশা লাগিবেক !!!!!!!
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১:২৯
ঢুকিচেপা বলেছেন: “ উফ কোথায় যে কোনটা শুনি কোনটা বলি আর কোনটা মনে রাখি!!!!!!!!!!!”
হাহাহা.......... মনে রাখার জন্য সকাল সন্ধ্যা নিম পাতা আর চিরতার রস খেয়ে দেখতে পারেন। পৃথিবীর বয়স বাড়তে পারে কিন্তু আপনি ১৮।
“ মনেরও চমশা লাগিবেক !!!!!!! ”
এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। চশমাটা যেন অবশ্যই হারবাল হয়।
১৪| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১:৪০
শায়মা বলেছেন: হা হা ১৮ কেনো ৮ হলে প্রবলেম কি???
আমি সত্যিই আমার ১২/১৩ বছরেই থেকে যেতে চাই.......
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪১
ঢুকিচেপা বলেছেন: “ হা হা ১৮ কেনো ৮ হলে প্রবলেম কি???”
প্রবলেম তো একটু আছেই, ৮ বছরের শিশু কি সুন্দর সুন্দর গল্প লিখতে পারবে ?
“ আমি সত্যিই আমার ১২/১৩ বছরেই থেকে যেতে চাই.......”
আপনার চাওয়া পূর্ণ হোক............. যাদুর কাঠি দিলাম যে কোন বয়সে যেতে পারেন
১৫| ২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১০
জুন বলেছেন: বাহ দারুন তো ফুলগুলো। যদিও পৃথীবিতে এমন কোন ফুল নেই যা দেখতে বিশ্রী । এখানেই আমি চমকৃত হই ঢুকিচেপা। ফুলগুলো কি আপনার বাগানের??
অট ঃঃ কিছু যদি মনে না করেন তাহলে বলি, নামটা যদি পাল্টাতে পারতেন তাহলে ভালো হতো কিন্তু ।
২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১
ঢুকিচেপা বলেছেন: আপু আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। ফুলগুলো আমার বাগানের নয়।
আপনার জন্য একটি ফুল
নাম পরিবর্তনের কথা আমিও ভেবেছি কিন্তু অনেকেই পারেনি দেখে আর চেষ্টা করিনি।
লাইকসহ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে গেল!
এই সুন্দর ফুলেল পোস্টের জন্য আমার সংগ্রহ থেকেও একটি দিলাম। ছবিটা কাশ্মীরের শ্রীনগর বিমান বন্দর প্রাঙ্গণ থেকে তোলা, ০৬ মে ২০১৯ তারিখে।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২
ঢুকিচেপা বলেছেন: সুন্দর মন্তব্যসহ সংগ্রহ থেকে ছবি শেয়ার করার জন্য আপ্লুত। ছবিটার স্থান, কাল জেনে আলাদা ভালো লাগা কাজ করছে। লাইকে অনুপ্রাণিত।
১৬ ফেব্রুয়ারি ২০২০ এ তোলা ছবি আপনার জন্য
১৭| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবিগুলো শুধু ক্রপ করেছি এডিট করিনি
আগমন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
হুম।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮
ঢুকিচেপা বলেছেন:
১৮| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
করুণাধারা বলেছেন: অসুন্দর কিছুর বর্ণনা পড়তে পড়তে ক্লান্ত মন কিছুক্ষণ ফুলের সৌন্দর্যে বিশ্রাম পেল। চমৎকার ফুলের ছবিতে ভাললাগা।
ছবি ব্লগে অনেকেই একটা ভুল করেন, পরপর ছবি দিয়ে যান ফলে প্রথম পাতার অনেকখানি একটা পোস্ট জুড়ে থাকে, অন্য অনেক পোস্ট পিছনে চলে যায়। আপনি একটা ছবি দিয়ে নিচে কিছুটা লেখা দেয়ায় সেটা হয়নি, অনেক ধন্যবাদ সেজন্য।
২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
ঢুকিচেপা বলেছেন: আপু আপনাকে স্বাগত........................
“ফুলের সৌন্দর্যে বিশ্রাম”- এই কথাটিই দারুণ লাগলো। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি।
ছবি ব্লগে যেন বেশি জায়গা না লাগে সে জন্য উইকি থেকে কপি পেস্ট করেছি।
এটা আপনার জন্য
১৯| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৭
মা.হাসান বলেছেন: ছোটো বেলায় ডালিয়ার কন্দ দেখে ভাবতাম মিষ্টি আলু খাওয়া যায়, এটা কেনো যাবে না? আজকে ঢুকিচেপার পোস্ট থেকে জানতে পারলাম অ্যাজটেকরা এটা খাদ্য হিসেবে ব্যবহার করেছে। বাজারে আলু যখন ষাট টাকা কেজি, তখন আপনি অফিসের বাগান থেকে কিছু কন্দ তুলে সমাজ সেবা করলেও তো পারেন। অথবা কবিতা পড়ার প্রহরকে যৌতুক হিসেবে দিতে পারেন, ওনারা বাবা শশুর-জামাই মিলে কাঁটা চামচে করে আলু ভর্তা খেতে পারবে।
ছবি মনোহর হয়েছে। কমেন্টের চবি গুলিও ।
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪০
ঢুকিচেপা বলেছেন: “ কবিতা পড়ার প্রহরকে যৌতুক হিসেবে দিতে পারেন, ওনারা বাবা শশুর-জামাই মিলে কাঁটা চামচে করে আলু ভর্তা খেতে পারবে।”
এখন আর যৌতুক দিয়ে কি হবে, দুইদিন পর মুখে ভাত অনুষ্ঠানে কয়েক বস্তা দিয়ে দিব।
আপনার জন্য
২০| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছোট বেলায় প্রথম যখন ডালিয়া ফুল দেখি অনেকক্ষণ মুগ্ধ হয়ে থাকয়ে ছিলাম।++++++
২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০
ঢুকিচেপা বলেছেন: ছোটবেলায় প্রথম দেখে মুগ্ধ হওয়া এখন শুধুই স্মৃতি। স্মৃতির তারে যেন টান পড়ে তাই আবার দিলাম আপনাকে।
২১| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০১
মিরোরডডল বলেছেন:
গানের জন্য থ্যাংকস ঢুকি । মাইদুলকে দেয়া ডালিয়া ফুলটা সুন্দর কিন্তু ঐযে বলেছি ঘ্রাণ অতিরিক্ত স্ট্রং ।
তবে বললেন যখন একটা গল্প দিয়ে দিব। কবে সেটা ?
২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৩
ঢুকিচেপা বলেছেন: “ মাইদুলকে দেয়া ডালিয়া ফুলটা সুন্দর কিন্তু ঐযে বলেছি ঘ্রাণ অতিরিক্ত স্ট্রং ।”
হায় হায়, কি বলে !!! ঘ্রাণ থাকবে কি করে ? আমি তো মেশিনে দিয়ে ঘ্রাণমুক্ত করে তারপর পোস্ট দিয়েছি।
এবার আপনার জন্য আলাদা ফুল
জগজিৎ এর গান মানেই আলাদা প্রশান্তি, শুনছি এখন। ধন্যবাদ।
২২| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০
আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা ,
ফুল নিয়ে লেখায় তো দেখছি ফুলে ফুলে ছয়লাব। অনেকেই অভিজাত সব ফুলের ছবি দিয়েছের মন্তব্যের সাথে।
আমি কি দেবো? নাম না জানা, অপাঙতেয়, অনভিজাত কিছু ঘাসফুলের ছবিই না হয় দেই ---[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]][link||view this link]
২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৩
ঢুকিচেপা বলেছেন: কিছুই দিতে হবে না, আপনার অনুপ্রেরণাসহ মন্তব্যই যথেষ্ট।
আগমনে দারুণ খুশি, তাই ফুল রইল
লিঙ্ক অনুযায়ী সুন্দর অনুভূতিসমৃদ্ধ লেখা পড়ে এসেছি।
২৩| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১২
আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা ,
লিংকটি দেয়ার চেষ্টা করছি আবারও -
[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]
[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]
২৪| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৯
আমি সাজিদ বলেছেন: কুত থেকে তুলিছেন বারে? এই ফুল কি নেট থেকে পাচ্চেন নাকি বাসায় হচ্চিলো? হামি মাঝে মাঝে খোকন পার্কে ছবি তুলতে যাচ্চিলাম। আর ডি এ তেও ম্যালা ফুলের গাছ আছে।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৭
ঢুকিচেপা বলেছেন: হাহাহা...... এসব ঠনঠনিয়া/সুত্রাপুর থেকে তোলা।
বাসায় শুধু শিউলী ফুলের গাছ আছে। ছোটবেলায় খোকন পার্ক, সার্কিট হাউজ আর ডিসি অফিস থেকে প্রচুর ফুল তুলেছি (ছবি তোলা না)। আরডিএ-তে গেছি কিন্তু ফুলের বাগানের কাছে যাইনি।
বাড়ী ফিরবেন কবে ? মিষ্টিগুলো তো ফ্রিজে থাকতে থাকতে আইসক্রিম হয়ে গেল।
আপনার জন্য
২৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: আমার পোস্টেই শেষ কমেন্ট। তারপর আর দেখা নেই কেনো আপা?
ভালো আছেন তো?
১৫ পর্ব দিয়ে খুঁজতে এসে দেখি আপনিও আমার মতই মনে হয় ব্যাস্ত হয়ে পড়েছেন।
যেখানেই থাকেন ভালো থাকেন। সময় পেলেই চলে আসবেন।
২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
ঢুকিচেপা বলেছেন: আরে ভাইয়ূ
হ্যাঁ, ভালো আছি। আপনি যে ভালো নেই তা দেখে এলাম।
কিছুদিন শীতনিদ্রায় ছিলাম। এখন আবার দেখা হবে।
খুঁজতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৬| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১
ফয়সাল রকি বলেছেন: রঙিন পোষ্ট!
২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
ঢুকিচেপা বলেছেন: ফয়সাল ভাই আপনাকে স্বাগত।
সময় করে এসে আপনার অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।
২৭| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: খুঁজতে খুঁজতে চোখ কানা করেছি একটা। এখন মা হাসান ভাইকে খুঁজতে গিয়ে আরেকটা কানা হয় কিনা কে জানে?
২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০২
ঢুকিচেপা বলেছেন: মা.হাসান ভাই হয়তো একটু ব্যস্ত আছেন। আমি যে তার বাসায় গিয়ে খোঁজ করবো তারও উপায় নেই, আপনি তো সেই আচারের হরলিকসের বয়ামটা দেননি। উনি বলেছিলেন বাসায় গেলে যেন হরলিকসের বয়াম নিয়ে যাই।
২৮| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৯
মিরোরডডল বলেছেন:
“ অনেকদিন ঢুকিটা গল্প লেখে না । গল্প চাই । মিষ্টি প্রেমের গল্প ।”
মিষ্টি প্রেমের গল্প লিখতে মিষ্টি খেতে হয় বেশি করে, কিন্তু ভয়ে আছি যদি ডায়াবেটিক হয়!!!! তবে বললেন যখন একটা গল্প দিয়ে দিব।
কে যেনো বলেছিলো গল্প দিবে , কোথায় সেই গল্প
এক মাস হয়ে গেলো !
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪০
ঢুকিচেপা বলেছেন: হা হা হা ........ লেখার সাইজ দেখে মনে হচ্ছে আমিই বলেছিলাম।
কি করবো বলুন, গল্পটা মেশিন থেকে বেরই হচ্ছে না।
দিয়ে দিব অচিরেই।
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার কাছে সব ফুলই সুন্দর লাগে। ফুলের সাথে মানুষের সম্পর্ক হাজার হাজার লক্ষ লক্ষ বছরের। পোস্টে +++
১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
ঢুকিচেপা বলেছেন: ফুল তার নিজ গুনে সবাইকে আকৃষ্ট করে।
লাইকসহ মন্তব্যে ফুলেল শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
মিরোরডডল বলেছেন:
এতো ফুল থাকতে ডালিয়া কেনো, এটা কি ঢুকির প্রিয় ?
ডালিয়া ফুলের ঘ্রাণ ভয়াবহ, মাথা ঘোরে
হালকা হলুদটা সুন্দর ।
তারপর আবার দিয়েছে গোলাপ ।
ফুলের রানী গোলাপ থাকলে আশেপাশে অন্য সব ফুল ম্লান হয়ে যায় ।
অনেকদিন ঢুকিটা গল্প লেখে না । গল্প চাই । মিষ্টি প্রেমের গল্প ।
কষ্ট করে ফুলের পোষ্ট দেবার জন্য একটা গান, যদিও কোনও কষ্টই না, উইকি থেকে কপি পেস্ট করেছে