নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

আমার একুশ

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৬




স্মরণ করি একুশ তোমায়, বিনম্র শ্রদ্ধায়
বাঙালী জাতির চেতনায় তুমি
নিজের মহিমায়
সালাম, বরকত, রফিক, সফিক
নাম নেব কত আর
বিশ্ব দেখেছে অবাক চোখে
জন্ম মাতৃভাষার॥

রাষ্ট্রভাষা বাংলা চাই, হাজার কন্ঠ মিলে
পাক দূর্গ কাঁপিয়ে দিয়েছে
সাহসী দামাল ছেলে
মুক্ত করেছে বাক স্বাধীনতা
জাতির অধিকার॥

রক্তেস্নাত পিচঢালা পথ, একুশে ফেব্রুয়ারিতে
ভাষাসৈনিক দিয়েছে জীবন
বর্ণমালা হাতে
তাদের জন্য গড়েছি মোরা
লক্ষ শহীদ মিনার॥



উৎসর্গঃ শ্রদ্ধাভাজন ব্লগার জনাব খায়রুল আহসান। যাঁর অনুপ্রেরণায় প্রথম গল্প লেখা।
ব্লগার জনাব মোঃ মাইদুল সরকার ভাইয়ের এই পোস্টে আপনার একটা মন্তব্য ছিল সেটার কারণে গানটা দিলাম। ধন্যবাদ মাইদুল ভাইকে তাঁর পোস্টের জন্য।



ছবি

মন্তব্য ৭৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: উত্থান রাষ্ট্র ভাষা বাংলার।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

ঢুকিচেপা বলেছেন: বাংলা ভাষা যখন মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে আমি এই বিষয়টা বোঝাতে চেয়েছি।
আপনার প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



ভাষা আন্দোলন ও বর্তমানে উহা উদযাপন বিরাট ব্যাপার; কিন্ত শতকরা ৩২ জন এখনো বাংলায় লিখতে বা পড়তে পারে না, এখনো কি জিন্নাহ বাধা দিচ্ছে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

ঢুকিচেপা বলেছেন: আমি শুধু একটা কবিতা/গান লেখার চেষ্টা করেছি, শতকরা কতজন লিখতে বা পড়তে জানে এটা অজানা।

“এখনো কি জিন্নাহ বাধা দিচ্ছে?”
জিন্নাহ’র প্রেতাত্মা বাধা দিলেও দিতে পারে।

আপনার আগমনে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: একুশ একটা সংখ্যা। হবে একুশে।
আমার একুশে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

ঢুকিচেপা বলেছেন: ভালো বলেছেন রাজীব ভাই, বিষয়টা মাথায় রাখলাম। প্রয়োজনে চেঞ্জ করে দিব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥রাজীবনুর

কখনো কখনো সংখ্যাও অনেক ভিন্নতর উচ্চতায় পৌঁছে যায় ।
আইকন হয়ে উঠে আবেগ, দ্রোহ, চেতনা আর বিশ্বাসের - - -

ভাললাগা রইলো ভায়া কবিতায় এবং উৎসর্গে

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

ঢুকিচেপা বলেছেন: “আইকন হয়ে উঠে আবেগ, দ্রোহ, চেতনা আর বিশ্বাসের - - -”

খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।

অনেক অনেক ধন্যবাদ লাইক ও মন্তব্যে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০

মা.হাসান বলেছেন: ভালো লিখেছেন।
জনাব খায়রুল আহসান ও মোঃ মাইদুল সরকার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য।
লাইক, মন্তব্য এবং শুভেচ্ছা জানানোর জন্য আপনার প্রতিও রইল শুভকামনা।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। প্রথমে ভেবেছিলাম আপনার কবিতা।

গানটা সুন্দর। আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ।

+++++

বাংলা বর্ণমালা আমার অহংকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

ঢুকিচেপা বলেছেন: “বাংলা বর্ণমালা আমার অহংকার।”
এটা উপরে থাক।

“প্রথমে ভেবেছিলাম আপনার কবিতা।”
ঠিকই তো ভেবেছিলেন, আটকাচ্ছে কে ?
এটা আমার কবিতা এবং গান।

“আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ।”
হাহাহা আপনি যে সিস্টেমে পড়ে গেছেন। আপনার ঐ পোস্ট না লিখলে তো আমার এখানে গান দেয়ার কথা না।

লাইক ও মন্তব্যে অনুপ্রাণিত।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিই যে মাহমুদুল ইসলাম সেটাতো ভাই জানা ছিলনা।

যাক এবার জানা হলো। নামে প্রায় মিল আছে আমাদের কি বলেন ? হা।হা।হা......

কথা, সুর ও কন্ঠ সব মিলিয়ে দারুণ। আপনার ইমেইল দিয়েন আমাকে আমার লেখা গান পাঠাবো সুর করে আপনি এরকম গায়ক দ্বারা গাওয়া গান পোস্ট দিয়েন , কেমন শোনায় অন্যের কন্ঠে নিজের গান সেটা শোনার অনেক অনেক দিনের সুপ্ত ইচ্ছা রয়ে গেল।

অনেক কথা বললাম। ধন্যবাদ। এবার বিদায় নেই বিকাল বা রাতে কথা হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৮

ঢুকিচেপা বলেছেন: হাহাহা নামটা দেখছি সবাই জেনে যাবে। আপনি পোস্ট না দিলে তো এ অঘটন ঘটতো না।

“নামে প্রায় মিল আছে আমাদের কি বলেন ?”
হাহাহা একটা দুটা অক্ষর কাটাকুটি করলে আমি, আপনি অথবা আপনি আমি হয়ে যেতে পারি।

বিকাল বা রাতে যখন আসবেন তখন মেইল আইডি দিব, আপনি কপি করলে ডিলিট করে দিব।
অলস প্রতিযোগিতা হলে আমি থাকবো সবার সামনে। আপনি সুর করে গান দিয়েন।
কথা, সুর ও কন্ঠ আপনার কাছে ভালো লেগেছে জেনে আপ্লুত।

বিকাল/রাতের অপেক্ষায় রইলাম।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭

কালো যাদুকর বলেছেন: ভাষা আন্দোলনের খন্ডচিত্র। সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

ঢুকিচেপা বলেছেন: যাদুকর ভাই অনেক ধন্যবাদ রইল আপনার আগমন এবং মন্তব্যে।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

নামটা ছালাম না, সালাম হবে। ঠিক করে নিয়েন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

ঢুকিচেপা বলেছেন: মাহবুব ভাই আপনাকে স্বাগত।

ভুলে ভুলে জীবন শেষ!!! ঠিক করে নিয়েছি।

লাইক এবং মন্তব্যে অনুপ্রাণিত।

শুভকামনা রইল।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো বলেছেন রাজীব ভাই, বিষয়টা মাথায় রাখলাম। প্রয়োজনে চেঞ্জ করে দিব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮

ঢুকিচেপা বলেছেন: আমার জানার পরিধি খুব সীমিত, বিদ্রোহী ভৃগু ভাইয়ের মন্তব্যের পর মনে হচ্ছে “একুশ” থাক।
তবে ভবিষ্যতে আবার কখনো ভুল দেখলে অবশ্যই বলবেন।

ফিরতি মন্তব্যে শুভকামনা রইল।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

নেওয়াজ আলি বলেছেন: রাজনৈতিক নেতারা একরোখা হয় মোঃ আলি জিন্নাহ হতে আজকে আধুনিক বাংলাদেশেও নেতারা এইটা ছাড়তে পারে নাই। ৫২তে যদি জিন্নাহ বলতো যে রাজ্যে যে ভাষা আছে তারই চর্চা হবে তবে ইংরেজি হবে প্রধান ভাব প্রকাশের মাধ্যম। তখন আর গরিব বাংঙ্গালী মরতো না। এখন আর ধনী বাংঙ্গালীদের সন্তান বিদেশে জন্ম নিয়ে বাংলা ভুলতো না। এই প্রজন্মকে বাংলার পাশাপাশি ইংরেজি, আরবী, ফরাসি ভাষা শিখা দরকার ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

ঢুকিচেপা বলেছেন: একটা বিষয়ের সাথে অনেক বিষয় জড়িত। সেসময়ের ঘটনা আমরা শুধু যদি’র উপরই বিশ্লেষণ করতে পারি।
নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা জানা থাকলে ক্ষতি নেই বরং লাভ।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:




কথা, সু্‌র, কণ্ঠ !!!! আমাদের ঢুকিতো দেখছি ডার্ক হর্স ।
এতো সুপ্ত প্রতিভা লুকায়িত ছিলো #:-S
গানের কথা সুর কণ্ঠ সবগুলোই ভালো ।
ঢুকি কি ক্ল্যাসিক্যাল শিখেছে ?
দুটো অন্তরার মাঝখানে একটু রাগ টাইপ শুনলাম ওটা সুন্দর ।
ঢুকির চ্যানেল থেকে একটা কাভারও শুনলাম যেটা খুবই ভালো গেয়েছে ।
এরকম আরও মৌলিক গানের পাশাপাশি কাভারও শুনবো আগামীতে এটা আশা করতেই পারি ? :)





২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

ঢুকিচেপা বলেছেন: এই তো গান পাগল মিডো আপু হাজির।

এতদিন শুনে আসলাম টিকা দিলে ছেলে, মেয়ে হয়, আবার মাহা ভাই বললেন কুমির হয় আর আমি গতকাল টিকা দিয়ে আজ হর্স হয়ে গেলাম ?

মাঝের ঐ অংশটা আমার কাছেও দারুন লেগেছে। ওটা ভালো একজন শিল্পীর দেয়া কন্ঠ, নাম শাওন।

“কাভারও শুনবো আগামীতে এটা আশা করতেই পারি ?”
আশা তো আসতেই পারে মনে, কিন্তু কথায় আছে আশায় গুড়েবালি। যাইহোক আশা ছাড়তে নেই।

সুন্দর মন্তব্যসহ আপনার আগমন এবং লাইকে অনুপ্রাণিত।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

কল্পদ্রুম বলেছেন: বেশ ভরাট কন্ঠ আপনার। চমৎকার সুর।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

ঢুকিচেপা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গানটা শোনার জন্য।
মন্তব্য, লাইক এবং আপনার উপস্থিতিতে আপ্লুত।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: অথচ বাংলাভাষার প্রতি অভিযোগ অনেকের। অনেক গুণীলোকেরাও ব্যঙ্গ করতে ছাড়েননি।
* বাংলা ব্যাকরণ সবচাইতে কঠিন।
* বাংলায় একই সাথে তিনটি স শ ষ আছে।
* বাংলায় ড আর ড় এবং ঢ আর ঢ় নিয়ে ব্যাপক অস্বস্তিবোধ করেন অনেকেই।
* র আর ড় এর ব্যবহার না জানা লোকের অভাব নাই।
* যায় আর যাই এর সঠিক ব্যবহার খুবই দুঃখজনক।
আজকে তারাও লিখবে ভাষা শহীদদের প্রতি তারা কৃতজ্ঞ। ভাষাটা ভালো করে জানুন। তাতেই উনারা ধন্য হবেন আশা করছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬

ঢুকিচেপা বলেছেন: আমার কাছে মূল বক্তব্য হলো ভাষা বিকৃত করা অন্যায়।
ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তারা ব্যাকরণ অনুযায়ী বলতে বা লিখতে হবে, বিষয় সেটা ছিল না।
বিষয়টা ছিল বাংলা হবে মুখের ভাষা।
আর কে সঠিক ব্যবহার জেনে কৃতজ্ঞতা জানাবে বা জানাবে না এটা আমার বিষয় না।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

ভুয়া মফিজ বলেছেন: কবিতা পড়ি না, তবে অনেক সময়ে কতিপয় ছদ্মবেশী মুখোশধারীর কারুকাজ দেখার জন্য মন্তব্য দেখতে আসি। =p~

আপনার পোষ্টে এসে অবশ্য ডাবল লাভ!!

''কথা, সূর, কণ্ঠঃ মাহমুদুল ইসলাম পাইলট!'' বাহ বাহ......বেশ বেশ!!! চমৎকার একটা গান শোনা হলো। ব্লগে আর কতো ছুপা রুস্তম আছে আল্লাহই জানেন। এক পাইলটকে চিনতাম এতোদিন, আজ আরেকজনকে চিনলাম। ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪১

ঢুকিচেপা বলেছেন: “আপনার পোষ্টে এসে অবশ্য ডাবল লাভ!!”
তা বেশ, লোকসান হয়নি তাতেই শান্তি।

আমি কিন্তু ছুপা রুস্তম নই, গতকাল টিকা দিয়ে আজ হর্স হয়ে গেছি (১২ নম্বর মন্তব্য দেখতে পারেন)।

গানটা ভালো লেগেছে জেনে দারুণ লাগছে।

মন্তব্যসহ লাইকে অনুপ্রাণিত।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আরেকটা গান শুনলাম যেখানে সীমান্ত তোমার...............................অনবদ্য গায়কী। চালিয়ে যান। আপনার এই গুণের কথা এতদিন জানা ছিলনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪১

ঢুকিচেপা বলেছেন: হ্যাঁ, ঐ গানটা অনেক দিন আগের। এখন দিনে দিনে অলস হয়ে গেছি।
তবে আবার শুরু করবো ভাবছি।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




যেখানে সীমান্ত আমার খুবই প্রিয় গান । সেটা ঢুকি এতো সুন্দর করে গেয়েছে আমি মুগ্ধ !
তাই এখানে শেয়ার দিলাম বাকি ফ্রেন্ডসের জন্য যদি কেউবা চ্যানেলে না দেখে । এটা আমাদের প্রিয় ঢুকি :)

কিন্তু একটা অভিযোগ আছে । ভবিষ্যতে পারফর্মেন্স করলে এরকম উজবুকের হাতে যেন ভিডিও করতে না দেয়া হয় ।
একদম নষ্ট করে দিয়েছে X((

ঢুকির চ্যানেল ভরে উঠুক এরকম সুন্দর গানে ।







২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪২

ঢুকিচেপা বলেছেন: যাক গানটা পছন্দ হয়েছে তাতেই ধন্য।
আপনি মুগ্ধ হয়েছেন শুনেই বুকটা ফুলে ঢোল হয়ে গেছে, আগামীকাল শার্ট গায়ে লাগবে কিনা চিন্তায় আছি!!!

“কিন্তু একটা অভিযোগ আছে ।”
কয়েকদিন হলো অভিযোগ বাক্সটা খুঁজে পাচ্ছি না, মনে হয় চুরি হয়ে গেছে।

“ ঢুকির চ্যানেল ভরে উঠুক এরকম সুন্দর গানে ।”
আহা, আপনার মুখে ফুল চন্দন পড়ুক।

গানটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২০

অজ্ঞ বালক বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫

ঢুকিচেপা বলেছেন: জানতে অসুবিধা নাই, জানার কোন শেষ নাই।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজীব নুর সাহেব পোস্টে আবার এসেছেন কে কী মন্তব্য করেছে তা জানতে।
এখানে আমার আসার পর মনের ভেতর ইচ্ছে জাগলো, এখান থেকে উনার কী অভিজ্ঞতা হলো তা জানতে!


!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮

ঢুকিচেপা বলেছেন: এসেই যখন পড়েছেন আপনাকে স্বাগত তাজুল ভাই।
কে যে কি জেনে যাচ্ছে এই চিন্তায় রাতে ঘুমাতে পারছি না।

শুভকামনা রইল।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০

ঢুকিচেপা বলেছেন: আপুর লাইকসহ উপস্থিতিতে অনুপ্রাণিত।

অনেক অনেক শুভকামনা।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: এমন একজন গুণী গীতিকার, কবি এবং শিল্পীর সাথে নতুন করে পরিচিত হয়ে আপনাকে তো বটেই, নিজেকেও যেন নতুন করে আবিষ্কার করলাম।
"আপনার মন্তব্যটা পড়ে মনে হচ্ছে আপনি গানের ব্যাপারে বেশ অভিজ্ঞ, সাধারণ মানের চেয়ে আপনার অভিজ্ঞতার মান অনেক ঊর্ধ্বে। নিশ্চয়ই আপনি গান করেন, এবং হয়তো লিখেনও। এ ব্যাপারে আপনার কিছু প্রতিভার স্বাক্ষর ব্লগে রেখে গেলে খুশি হবো - ভেবে অবাক হচ্ছি, এমন একটা প্রফেটিক মন্তব্য তখন কিভাবে করতে পেরেছিলাম!
খুব সুন্দর গেয়েছেন এবং লিখেছেন। + + মাঝখানে একটু রাগপ্রধান সুর যোগ হয়ে গানটিকে উচ্চমাত্রা দিয়েছে।
অপর গানটিও এখানে তুলে ধরার জন্য মিরোরডডল কে ধন্যবাদ।

আর আমার সেই সেদিনের মন্তব্যটিকে স্মরণে রেখে আজ সে অনুরোধটি পূরণ করলেন, এজন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

-

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

ঢুকিচেপা বলেছেন: সুন্দর করে প্রশংসা করা আপনার একটা গুন। আমি মোটেও অত বড় কিছু না। গানের ক্ষেত্রে যেটা হয়েছে তা সম্পূর্ণ কম্পোজারের কৃতিত্ব। রাগপ্রধান সুরে শাওন এবং কম্পোজার অন্তর দুজনই উদীয়মান।
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি।
গান পাগল মিরোরডডল আপুর নাকি ঐ গান পছন্দ তাই তুলে এনেছেন।

লাইক এবং মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: উৎসর্গে যারপরনাই অভিভূত হয়েছি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

ঢুকিচেপা বলেছেন: আপনি অভিভূত হয়েছেন জেনে ভীষণ আনন্দিত।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: আপনাকে দেখতে পেয়ে ভালো লেগেছে আর গান শুনে আমি মুগ্ধ।
পোস্টে ভালো লাগা।
শুভসকাল পা...ভাইয়া।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুগ্ধতা প্রকাশ করায়।

শুভসকাল গ্রহণ করে
শুভদুপুর আপনার তরে

লাইকসহ আপনার উপস্থিতিতে ভীষণ আনন্দিত।

২৫| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫

রামিসা রোজা বলেছেন:

কবিতা চমৎকার হয়েছে এবং সেইসাথে আপনার নতুন
আরেকটি পরিচয়ে পরিচিত হ'লাম ।
আপনার গানের প্রশংসা ও দোয়া করছি ।
ভাল থাকুন সব সময় এবং শুভকামনা ।

০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:০৮

ঢুকিচেপা বলেছেন: আরে রামিসা আপু, আপনি তো অনেকদিন থেকে নিখোঁজ।
আপনার মন্তব্যে মনটা ভরে গেল তবে আমি যে অলস তাই দোয়া ঘন ঘন করতে হবে।
লাইক ও মন্তব্যে অনেক অনেক শুভকামনা।

২৬| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৪০

শায়মা বলেছেন: হায়হায় হায় হায় হায় !!!!!!!!!!!!!!!

স্বপ্নেও ভাবিনি এই ঢুকিচেপা ওরফে ঢেকিচেপার আড়ালে এমন একটা ভাইয়ুনি!!!!!!!!!!!!!! :-*


সত্যিই মুগ্ধ হলাম!!!!!!!!আর ঢেকিতে কুটে কেটে ফেলার জন্য স্যরি স্যরি স্যরি!!!!!!!!!

একটা কথা বলি কসম করে আসলেই আমি এইটা একটা আপুনির নিক ভাবতাম!!!!!!!!! আজকে মিররডলের জন্য সত্যিই আমাকে ফালুদা হয়ে যেতে হলো!!!!!!!!!!

২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৬

ঢুকিচেপা বলেছেন: যেই খাটে শুয়ে স্বপ্ন দেখতেন (আপনার ছোটবেলার রাজকীয় খাট) সেটাই তো নেই।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে আরাম বোধ করছি, এ যাত্রায় হয়তো নিহারী হতে হচ্ছে না।

“ আজকে মিররডলের জন্য সত্যিই আমাকে ফালুদা হয়ে যেতে হলো!!!!!!!!!!”
তাহলে আমি স্ট্র আনছি, স্ট্র দিয়ে ফালুদা খেতে দারুণ লাগে।

আপনাদের দুজনকেই ধন্যবাদ।

২৭| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১:০০

শায়মা বলেছেন: হা হা না না আর নিহারী বানাবোনা ভাইয়ু!! আর আপুনিও ডাকবো না।

যাইহোক তুমি বোগড়ার ছৈল?

বগড়া আমি অনেক গেছি। মালতী নগর.......তারপর ঐ যে নবাববাড়ি। একটা মার্কেট ছিলো। এখনও হয়ত আছে। আর একটা জিনিস মনে পড়ে বগুড়ার একটা দোকানের কিসমিস দেওয়া মিষ্টি পাউরুটি। কি যেন বিখ্যাত একটা বেকারী ছিলো।

বগুড়ার কটকটি অবশ্য আমার ভালো খারাপ জানা হয়নি কারণ ঐ জিনিস দেখার পর মুখে দেবার সাহস হয়নি......

২৮ শে মার্চ, ২০২১ রাত ১:১৩

ঢুকিচেপা বলেছেন: হ বোগড়া ছৈল...

আপনি তো বাসার মধ্যে ঢুকে পড়েছেন দেখছি।
কত আগে এসেছেন জানি না, তবে এখন মার্কেট অনেক। মেইন হলো দুইটা, নিউ মার্কেট এবং নবাব আলতাব আলী সুপার মার্কেট।
কিসমিস দিয়ে পাউরুটি বানানো বেকারী হলো, আকবরিয়া, শ্যামলী এবং ঢাকা বেকারী।

কটকটি তো দেখতে সুন্দর অরুচি বা ভয়ের কিছু নেই।

এরপর মালতীনগর আসলে শুধু নাম ধরে ডাক দিবেন তাহলেই শুনতে পাবো।

২৮| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১:১১

মিরোরডডল বলেছেন:




বগুরার কটকটি খেতে চাই ।
কামড় দিলে মুখ আটকে যাবে আর খুলতে পারবে না , এটার মজাই আলাদা :)
যদিও খাইনি কখনও কিন্তু ঢুকি নিশ্চয়ই খাওয়াবে :P
সামুতে আজ অনেকদিন পর অনেক হাসলাম ।
হ্যাভ ফান শায়মাপু ঢুকি । আমার সকাল হয়ে গেছে ।
ঘুমাতে যাই ।
গুডনাইট !



২৮ শে মার্চ, ২০২১ রাত ১:২০

ঢুকিচেপা বলেছেন: খাওয়া আছে ২ ধরনের
(১) অনলাইন খাওয়া
(২) অফলাইন খাওয়া

অনলাইন হলে প্রতিদিন খাওয়াতে পারবো, আর অফলাইন হলে সিডনী পাঠানোর টাকা দিয়ে আমার ১ বছর চলে যাবে।

সকাল কি শুধু আপনাদের আকাশেই হয় ? আর কয়েক ঘন্টা পর আমাদেরও সকাল হবে তখন আমরাও ঘুমাবো।

বগুড়া আসেন সায়মা আপুর সাথে কটকটি খাওয়াবো।

২৯| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:২১

শায়মা বলেছেন: মিররমনি!!

আমি যদি না আসি তো কেমনে ফান হবে......

আমার ঘুম ভাঙ্গলে পরে তুমি হাসবে তবে ...... :P

যাইহোক আমি ঠিক এই আফতাবআলী মার্কেট আর আকবরীয়া বেকারির কথাই বলেছিলাম।
শ্যামলী ঢাকা বেকারীও চিনি আমি হা হা হা আমি বাংলাদেশের হৃদয় হতে সবখানই চিনি......
চিনি চিনি চিনি আমি চিনি গো চিনি তোমারে ওগো চিনিকল ভাইয়া

মহাস্থানগড় পাহাড়পুরও চিনি........
কটকটির চেহেরা সুন্দর নহে ...... মাছিয়াল কটকটি....... এক্কেবারেই কটমট.......

মিররমনি কটকটি খেলে সারাজীবনের জন্য কটকট করা বন হয়ে যাবে আমি নিশ্চিৎ ........

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:২৩

ঢুকিচেপা বলেছেন: ও বাবা, আপনি তো দেখি সবই চেনেন।
কারুপল্লী দেখেছিলেন ?

পিঁপড়া খেলে যেমন সাঁতার শেখা যায় তেমনি মাছিয়াল কটকটি খেলে উড়া শেখা যায়।

৩০| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

মুক্তা নীল বলেছেন:
কবিতাটি পড়ে অসম্ভব ভালো লেগেছে এবং উৎসর্গ তে
শুভেচ্ছা জানাই । আমি তো ভাবতেই পারছিনা আপনার
এতো প্রতিভা আছে দেখে সত্যিই খুব আনন্দ লাগছে ।
আপনার গান শুনে আমি মুগ্ধ হ'লাম । অনেক ধন্যবাদ
ও শুভকামনা রইলো আপনার জন্য।

যেখানে সীমান্ত তোমার -- এই গানটিও অসম্ভব সুন্দর করে গেয়েছেন ।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:২৯

ঢুকিচেপা বলেছেন: আপনার প্রাণ খোলা অভিব্যক্তিতে দারুণভাবে আনন্দিত।
এমন কমেন্ট পেলে পাখা ছাড়াই উড়তে পারি।
সুন্দর মন্তব্য এবং লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার জন্যও শুভকামনা।

৩১| ২৯ শে মার্চ, ২০২১ রাত ২:২৪

শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!!

সে কি আর বলতে!!!

ঐ যে ৩ টা বাঁদর

খারাপ কিছু দেখবো না
খারাপ কিছু শুনবো না
খারাপ কথা বলবো না


তারপর ঐ যে এক গুহা হা হা হা হা সব দেখেছি। সবই জানি আমি সবই জানি!!!!!!!!!!!

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৩২

ঢুকিচেপা বলেছেন: আপনি দেখি সবই জানেন।
গুহাটার নাম ছিল আজব গুহা। ভাস্কর্যগুলো এ্যাডওয়ার্ড পার্কে সংরক্ষণ করা আছে।
আপনার স্মৃতিকে নাড়া দিতে

৩২| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: ঢুকিচেপা আপু
আপনার কথা রেখেছি। :)

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯

ঢুকিচেপা বলেছেন: “আপনার কথা রেখেছি।”
আপনি রাখলেন কিভাবে ?


৩৩| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০২

শায়মা বলেছেন: ঢুকিআপুনি!!!!!!!!!!
ওপস থুক্কু!!!!!!!!!! ভাইয়ুনি!!!!!!!!!!!!!

শিঘরী আমার পোস্টে যাও!!!!!!!!

এতদিন কেনো এত এত বিজি ছিলাম সেই পাপেট শো বানিয়েছি। প্লিজ দেখো দেখো দেখো!!!

তারপর কি কি ভুল আর কি কি ঠিক ঠিক ঠিক করে বলো। যেন আমি পরেরবারে শোধরাতে পারি!!! :)

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৯

ঢুকিচেপা বলেছেন: আপনি “ওপস থুক্কু!!!!!!!!!!” করিতেছেন, মুখে মাস্ক আছে তো ?

পোস্ট দেখে এসেছি। ছোট বাচ্চাদের জন্য খুব উপযোগী একটা পোস্ট। পুরষ্কার পেলে খাওয়া দিয়েন।

৩৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪০

ওমেরা বলেছেন: আমি গান খুব শুনি না তবু আপনার দুটো গানই শুনলাম ভালই গেয়েছেন।
এই পোষ্ট তো পুরোনো হয়ে গিয়েছে নতুন পোষ্ট দিবেন তাড়াতাড়ি।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৯

ঢুকিচেপা বলেছেন: কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ।

“এই পোষ্ট তো পুরোনো হয়ে গিয়েছে নতুন পোষ্ট দিবেন তাড়াতাড়ি।”
কলমের খাপ খুলে বসে আছি, কালি শেষ!!!!

ঐ বাড়ীতে গিয়ে দেখি সব বাক্সবন্দী।

৩৫| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১২

সোহানী বলেছেন: ওমাইগড!! এতো দেখি কঠিন প্রতিভা!! আমিতো মুগ্ধ। বসে বসে আপনার গানগুলো শুনছিলাম। খুব বিজি ছিলাম ক'দিন, একটু ফ্রি হয়েই ব্লগে ঝেকিঁয়ে বসলাম। এসেই আপনার গানগুলো তখন শোনা হয়নি, তাই ভাবলাম এ সুযোগে শুনি। অসাধারন। এমন সব প্রতিভা ব্লগে লুকিয়ে আছে। আমিতো লজ্জাই পাচ্ছি, সব গুনীদের ভীড়ে আমি কই লুকাই।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

ঢুকিচেপা বলেছেন: যত প্রশংসা করে মন্তব্য করেছেন তাতে আমি লজ্জায় মুখ লুকালাম। খরগোসের মতো আমি দেখছি না কেউ আমাকে দেখছে না। সুতরাং আপনার কোথাও লুকানোর দরকার নেই। যেমন ছিলেন এবং আছেন তেমনই থাকেন আপনাদের কাছ থেকে এখনো অনেক শেখার বাঁকী আছে।

মুখ লুকিয়েই ধন্যবাদ জানালাম, হয়তো একটু আস্তে শোনাবে তবে আন্তরিক।

৩৬| ২৪ শে জুন, ২০২১ সকাল ৯:২৮

মাকার মাহিতা বলেছেন: চমৎকার মাতৃভাষার কবিতা।

২৪ শে জুন, ২০২১ রাত ১০:২৯

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।

আপনার মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত।

ধন্যবাদ জানবেন।

৩৭| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই কবিতাটা কোনভাবে আমার নজর এড়িয়ে গিয়েছিলো। এখন পড়লাম। চমৎকার হয়েছে কবিতাটা। আশা করি সামনে আরও পাবো কবিতা। ভালো থাকবেন।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯

ঢুকিচেপা বলেছেন: “এই কবিতাটা কোনভাবে আমার নজর এড়িয়ে গিয়েছিলো। এখন পড়লাম।”
হা হা হা এখনো কিছু এড়ানোই রয়ে গেছে মনে হচ্ছে। এখন শুধু পড়া না, শোনার ব্যবস্থাও আছে, লিঙ্কটা উপরেই ছিল। এই কবিতা এখন গান।

আপনার উপস্থিতি ও লাইকে অনুপ্রাণিত। আপনিও ভালো থাকবেন।
শুভকামনা রইল।

৩৮| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাহমুদুল ইসলাম পাইলট ভাই আপনার আসল পরিচয় জেনে প্রীত হলাম। পোস্টে আপনার গলায় গাওয়া গান শুনলাম। খুবই ভালো লেগেছে। আপনার গলা খুব ভালো। আপনার ইউটিউব লিংক দিলে দেখতাম।

যেখানে সীমান্ত তোমার গানটাও অসাধারন হয়েছে। আপনার নিজস্ব গায়কী প্রকাশ পেয়েছে।

আপনি ডুব জাহাজের মত এতো দিন ডুবে কেন ছিলেন এটাই রহস্যময়।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫

ঢুকিচেপা বলেছেন: কথা ছিল কবিতা পড়া আর গান শোনা, এখন দেখছি পরিচয়টাও জেনে গেলেন, এটা আমার জন্য বাড়তি পাওনা অন্তত আপনারা কয়েকজন চিনে গেলেন। আপনার প্রশংসায় আমি শরমিন্দা।
ইউটিউবে এই ২ টা গানই আছে।
“ডুব জাহাজের মত এতো দিন ডুবে কেন ছিলেন এটাই রহস্যময়।”
আমার প্রথম ও প্রধান শত্রু অলসতা, এটাই মূল রহস্য।

আমাদের এক সাইড পরিচয়ে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.