নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম
ছবি
ঋণের বোঝা বাড়িয়ে আর ঋণ খেলাপী হতে চাই না।
অনেকদিন আগে একজন কিরপিন ব্লগার আমার কাছে হরলিক্স কিনে চেয়েছিল। ভাবছি এবার কিনে দিতেই হবে। গল্পটা না লিখলেও হতো কিন্তু মনে হলো সবাইকে সাবধান করা উচিত।
১লা মে দিবাগত রাত্রিতে সেহরী খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। ঘুম তখনো আসে নি। মাথার মধ্যে অনেক চিন্তার মাঝে হঠাৎ মনে হলো কয়েকদিন আগে মাহা (মা.হাসান) ভাই আমার কাছে একটা জিনিষ চেয়েছিলেন অন্যের পোস্টে। কি জিনিষ সেটা আপাততঃ বলছি না। তবে মোবাইল নিয়ে সেটাই খুঁজছিলাম। এমন সময় চোখের কোণে জানালার গ্লাসে কোন রিফ্লেকশন দেখলাম। এখানে বলতে হচ্ছে ঐদিনই জানালার পর্দা লন্ড্রিতে দিয়েছি তাই চোখে রিফ্লেকশন ধরা দিয়েছে। তখন জানালার দিকে তাকিয়ে দেখি কালো সেড, আমি বিভ্রান্ত হয়ে গেলাম। মোবাইলের রিফ্লেকশন কালার হওয়ার কথা তাহলে কালো কেন ? ভালো করে তাকিয়ে দেখি ওটা একজনের মাথা। আমি শুয়ে থেকে মাথা উঁচু করলে সে মাথা নিচু করে। এরপর উঠে জানালায় গিয়ে সে আড়াল হওয়ার চেষ্টা করছে। বুঝলাম চুরি করতে এসেছিল, ও তো জানেনা মাহা ভাই আমাকে কাজ দিয়ে রেখেছে তাই জেগে আছি। চোর, চোর না বলে ওকে বললাম “এই যা” দেখি মাথা নিচু করে আমার দোতলা জানালা থেকে অন্য বাড়ীর ছাদের উপর দিয়ে চলে গেল। ভাবলাম একটু দেখে আসি। গেট খুলে বাইরে গিয়ে দেখি হাওয়া হয়ে গেছে।
যাইহোক মাহা ভাই কবর পাহারা দিয়ে হয়তো আধ্যাত্মিক কোন শক্তি পেয়েছেন তাই আমাকে কোনভাবে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এখন মানুষের কর্ম নাই। চুরি হওয়াটা খুব স্বাভাবিক এবং চুরি সবসময় রাতেই হবে এমন না।
গতবছর অনেক মানুষ গরীবদের সাহায্য করলেও এবারে সেটা একেবারেই দেখা যাচ্ছে না। তাই নিজের অবস্থান থেকে ঈদের আগে তাদের প্রতি হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।
মাহা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।
০৩ রা মে, ২০২১ রাত ১২:৩৯
ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত হে শেহজাদী১৯
ব্লগাররা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়/হাত বাড়ায়। তেমনটি আপনিও করেছেন, শুনে ভালো লাগলো।
গতবছর লোকজনের হাতে গচ্ছিত টাকা ছিল যা দিয়ে মানুষকে সাহায্য করতে পেরেছে। এবার সে মানুষগুলোর অবস্থাও খারাপ। কে জানতো এই মহামারী এত দীর্ঘ হবে ?
আপনার উপস্থিতি, মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
২| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৬
জটিল ভাই বলেছেন: সুন্দর আহ্বান। কিরিপিনদের মুখের সাথে হাতও আরো সম্প্রসারিত হোক...........
০৩ রা মে, ২০২১ রাত ১:০৫
ঢুকিচেপা বলেছেন: জটিল ভাইকে স্বাগত।
“ কিরিপিনদের মুখের সাথে হাতও আরো সম্প্রসারিত হোক...........”
আমিন।
ওনারা অবশ্যই করেন, কিরপিন হলেও লোক ভালো।
শুভকামনা রইল।
৩| ০৩ রা মে, ২০২১ রাত ১:০৯
জটিল ভাই বলেছেন: ওনারা অবশ্যই করেন, কিরপিন হলেও লোক ভালো।[/sb
আমি কিরপিন বলতে যারা বাস্তবিকই কিরপিন তাদের মিন করেছি। আপনাকেও ধন্যবাদ
০৩ রা মে, ২০২১ রাত ১:১৯
ঢুকিচেপা বলেছেন: বুঝলাম।
প্রকৃত কৃপণদের প্রতিও আহ্বান রইল।
সমস্যা হলো অন্য জায়গায়, কৃপণরা না দিলেও কিছু যায় আসে না, কিন্তু অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা ব্যবসা করে সমস্যা হলো এদের নিয়ে।
আবারো ধন্যবাদ আপনাকে।
৪| ০৩ রা মে, ২০২১ রাত ১:৩৩
জটিল ভাই বলেছেন: যারা ব্যবসা করছে তাদের নিয়ে ভাববেন না। তাদের প্রতিশোধ প্রাকৃতিকভাবেই হবে ইনশাল্লাহ্।
০৩ রা মে, ২০২১ রাত ১:৫২
ঢুকিচেপা বলেছেন: এটা খুব সত্যি কথা বলেছেন।
প্রকৃতির একটা নিজস্ব আইন আছে।
৫| ০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫০
নেওয়াজ আলি বলেছেন: লকডাউনে শহরের খেটে খাওয়া মানুষ বেশী সমস্যায় পড়ে। তাদের সরকারি সাহায্য বেশী দরকার
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৩৫
ঢুকিচেপা বলেছেন: খেটে খাওয়া মানুষের পাশাপাশি রয়েছে হঠাৎ চাকুরী থেকে বাদ পড়া মানুষ, এদের অবস্থা খুবই খারাপ।
অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।
৬| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৪৩
ভুয়া মফিজ বলেছেন: সিগারেট চুরির বিপক্ষে কার্যকর এটার প্রমাণ পেয়েছি, এখন দেখি কিরপিনরাও চুরির বিপক্ষে বেশ কার্যকর!!
আপনি ঠিকই বলেছেন। এখন অনেক নিরুপায় মানুষও বাধ্য হয়ে চুরি করতে নামবে। তবে, দেশের বিশাল আকারের চোরদের তুলনায় এরা নস্যি। দিন আনে, দিন খায় এমন মানুষরা আসলেই বিপদে আছে এখন।
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৩৭
ঢুকিচেপা বলেছেন: সিগারেট পদ্ধতিতে চুরি হয় এবং মাল ফেরৎ পাওয়া যায়, আর কিরপিন পদ্ধতিতে চুরিই হয় না। যাইহোক কিরপিন পদ্ধতি ইম্পোর্ট করতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের স্টকে ১টাই আছে।
“ তবে, দেশের বিশাল আকারের চোরদের তুলনায় এরা নস্যি।”
ওদের সাথে হোমমেড চোরের তুলনা করলে হবে ?
মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
৭| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫২
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ গতবারের তুলনায় এবারে সাহায্যে এগিয়ে আসা লোক কম।
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৪০
ঢুকিচেপা বলেছেন: গতবার অনেককে দেখেছি খুব স্বতঃস্ফুর্তভাবে সাহায্য করতে এবারে সেটা মিসিং।
লাইকসহ মন্তব্যে ধন্যবাদ।
৮| ০৩ রা মে, ২০২১ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাবধান করার জন্য।
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৪১
ঢুকিচেপা বলেছেন: টাকা পয়সা চুরি হোক সমস্যা নাই, শুধু খেয়াল রাখবেন আপনার মোবাইল আর ক্যামেরা যেন না নিতে পারে।
মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
৯| ০৩ রা মে, ২০২১ দুপুর ১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিরপিনরা এবার ক্ষিরপিন্নির(ক্ষীর) ব্যবস্থা করুক। সুন্দর সময় আসুক ধরুনীতে। ভাল থাকবেন।
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৪৩
ঢুকিচেপা বলেছেন: এই মহামারী পরিবেশ না থাকলে নভোনীল পুরষ্কার নিয়ে হয়তো কোন আড্ডা হতে পারতো।
মন্তব্য এবং লাইকে শুভকামনা রইল।
১০| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:১০
মা.হাসান বলেছেন: বড় বড় চোরদের গলায় মালা পরিয়ে জি হুজুর জি হুজুর করি আর পেটের জালা মেটাতে যে চুরি করে তাকে পিটিয়ে পারলে মেরে ফেলি। উন্নয়ন শুধু দেশেই হয় নি, আমাদের মানসিকতাতেও হয়েছে।
করোনা হয়তো আরো অনেক দিন থাকবে। এত বড় বিপর্যয়ও মানুষকে এক করতে পারলো না, মানবতা জাগ্রত করতে পারলো না। আর কিসে হবে?
যাকগে, যে জিনিসের কথা বলছিলাম তা যদি মোবাইল থেকে পাওয়া এত সহজ হয় তবে আগামি একুশে ফেব্রুয়ারিতে আমিও মোবাইল থেকে নিয়ে নিজের নামে চালিয়ে দেবো
এক্সপায়ার্ড চানাচুর আর মিষ্টির শিরা ফ্রিজে এখনো রাখা আছে।
০৩ রা মে, ২০২১ রাত ১০:০৭
ঢুকিচেপা বলেছেন: আপনার প্রথম লাইনের মর্মকথা আমিও লিখতে চেয়েছিলাম কিন্তু এড়িয়ে গেছি।
ক্ষুদ্র জিনিষ এক হয়, আমরা পুরোটাই একেকজন “এক”, মানে ১০০ তে ১০০ সুতরাং এক হওয়ার প্রশ্নই আসে না।
ঠিক আছে আগামী একুশ পর্যন্ত অপেক্ষা করতে অসুবিধা নেই, তবুও প্রতিভা বিকশিত হোক।
ছোটবেলায় দোকান থেকে একটা ডিম কিনে এনে দেখি কুসুমটা রক্ত রক্ত হয়েছে, দোকানদারকে গিয়ে বলার পর সে বলে ডিম নষ্ট হলেও গুনাগুন ঠিক আছে। ছোটবেলায় পাওয়া শিক্ষা থেকে বলতে পারি চানাচুর এক্সপায়ার্ড হলেও গুনাগুন ঠিক আছে, তাই খেতে অসুবিধা নাই।
১১| ০৩ রা মে, ২০২১ রাত ৮:২৩
মিরোরডডল বলেছেন:
ছবিটা দেখে ভেবেছিলাম ওটাই ঢুকি কিনা, পরে দেখলাম চোর
থ্যাংকস ঢুকি সবাইকে আবারও মনে করিয়ে দেয়ার জন্য, নিশ্চয়ই সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবে ।
মাহার রিকোয়েস্ট রাখতে যা খোঁজা হচ্ছিলো মোবাইলে, আশা করি সেটা পাওয়া গেছে ।
খুব শীঘ্রই আমরা ঢুকির কণ্ঠে কোনও একটা গজল শুনবো ।
০৪ ঠা মে, ২০২১ রাত ১:১৪
ঢুকিচেপা বলেছেন: “ছবিটা দেখে ভেবেছিলাম ওটাই ঢুকি কিনা, পরে দেখলাম চোর ”
ভাবলে অসুবিধা কোথায়, ঢুকি চোরের মতো অথবা চোর ঢুকির মতো।
চোর দেখতে তো আর এলিয়নদের মতো না।
মাহা ভাইয়ের রিকোয়েস্ট মোবাইলে খুঁজে হচ্ছে না, টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে। উনি তো আর যে সে জিনিষের কথা বলেননি।
লাইকসহ মন্তব্যে অনুপ্রাণিত।
১২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: লেখাটা আগেই পড়েছি। কিন্তু মন্তব্য করতে পারি নাই। কমেন্ট ব্যান ছিলো আমার।
০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৪৬
ঢুকিচেপা বলেছেন: ব্যান থেকে মুক্ত হওয়াতে অভিনন্দন রইল।
আপনার আগমীদিনগুলো সুন্দর কাটুক।
১৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: এবারে এলাকার পরিস্থিতী বুঝে উঠতে পারছি না!!
সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। শুধু বোকার মতো আমিই ঘরে পরে আছি।
০৫ ই মে, ২০২১ রাত ১২:০৫
ঢুকিচেপা বলেছেন: বোকার মতো শুধু আপনিই নন, আপনার মতো অনেকেই পড়ে আছে তবে সে সংখ্যা খুব কম।
বাইরে অল্প কিছু মানুষের মুখে মাস্ক তাছাড়া সব স্বাভাবিক।
১৪| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৩
সোহানী বলেছেন: সবাই বাড়িয়ে দিক সাহায্যের হাত। আমরা পরিবার থেকে কিছু করার চেস্টা করি বরাবরেই। এবং ঈদ উপলক্ষ্যে আরো বাড়তি করার চেস্টা করছে। আপনার নতুন স্টাইলের আহবান ভালো লাগলো।
১৪ ই মে, ২০২১ রাত ১:২৫
ঢুকিচেপা বলেছেন: কিছু মানুষ সাহায্য করছে বলে অনেক পরিবার ভালো আছে।
ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে উপরওয়ালাই ভালো জানেন।
লাইক এবং মন্তব্যে অনুপ্রাণিত এবং অনুসরণে অনুসারিত।
১৫| ২২ শে মে, ২০২১ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: সামনে যে দিন আসছে, তা আরও খারাপ হবে বলে মনে হচ্ছে। সমাজ কাঠামো ভেঙে যেতে পারে। তবে আশার কথা, সাধারণ মানুষজন দরিদ্র বান্ধব। তারা যতটুকু পারে, করে থাকে।
২৩ শে মে, ২০২১ রাত ১০:৫৬
ঢুকিচেপা বলেছেন: “সাধারণ মানুষজন দরিদ্র বান্ধব। তারা যতটুকু পারে, করে থাকে।”
এ কারণেই অনেক পরিবার এখনো ভালো আছে।
বর্তমান সময়ে একটা বিষয় খেয়াল করে দেখেছি, রিক্সা চালকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদের দেখলে রিক্সাচালক মনে হয় না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, তখন তারা বলে করোনার কারণে তাদের চাকরী নাই।
মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত।
১৬| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৪৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: চোরের মত এই বাড়িতে আমিও উঁকি দিয়ে গেলাম।
০৯ ই জুন, ২০২১ রাত ১১:২৮
ঢুকিচেপা বলেছেন: কঙ্কাবতী রাজকন্যার রাজত্বেই আমরা বসবাস করছি। আপনি উঁকি ঝুকি দিলেও কেউ আপনাকে ঐ (চোরের মত) অপবাদ দিতে পারবে না।
তবে আপনার রাজত্বে ছিঁচকে চোরের উপদ্রব হয়েছে। শেষ পর্যন্ত ৩১ তারিখে আমার বাথরুমের ভেন্টিলেটরের থাই চুরি করে নিয়ে গেছে।
১৭| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৫৮
মুক্তা নীল বলেছেন:
আহ্বান এর আমন্ত্রণ গল্পাকারে ভালো লিখেছেন তবে চোর
অংশটুকু পড়ে এই মাঝরাতে একটু হলেও ভয় পেয়েছি ।
হ্যাঁ আপনার ধারনাটা একেবারই সত্যি এবং তার চেয়েও
খারাপ লাগে একশ্রেণীর মানুষ আছেন যারা কারো কাছে হাত পাততে পারেন না । তাদের অবস্থা আরো শোচনীয় ।
০৯ ই জুন, ২০২১ রাত ১১:৩৬
ঢুকিচেপা বলেছেন: চোরের অংশটুকু সত্যি ভয়ের। ২য় তলায় আমি মোবাইল দেখছি আর চোর জানালার ওপাশ থেকে আমাকে দেখছে।
শেষ পর্যন্ত ৩১ তারিখে এক থেকে দেড় ঘন্টার ব্যাবধানে আমার বাথরুমের ভেন্টিলেটরের থাই চুরি করে নিয়ে গেছে। এখন বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগিয়েছি।
আপনার মন্তব্যসহ উপস্থিতি এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই নতুন পোস্ট নাই মেলা দিন <<<<<<<<<<<<<<<<
১৫ ই জুন, ২০২১ রাত ১১:৩২
ঢুকিচেপা বলেছেন: আমি আসলে পড়তে আসি, মাঝে মাঝে লেখার চেষ্টা করি।
দেখি এই মাসে একটা লিখতে পারি।
ধন্যবাদ আপনার আন্তরিকতায়।
১৯| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৫
ফড়িং-অনু বলেছেন: অল্প কিছুতে কথাতে অনেক কিছু শিখার আছে। দারুন হয়েছে।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৪
ঢুকিচেপা বলেছেন: ফড়িং ভাই আপনাকে স্বাগত।
একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। বিষয়টা আপনাকে আন্দোলিত করেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২১ রাত ১২:২৪
শেহজাদী১৯ বলেছেন: আমি হাত বাড়িয়েছি।
গত বছর মানুষের মাঝে যে সাহায্য সহযোগীতার প্রবনতা ছিলো। এবারে তাতে ভাটা পড়েছে। তবে এবারে মানুষ মনে হয় বেশি কষ্টে ছিলো কিছুদিন লকডাউনে। এখন কিছুটা ভালো আছে।