নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম
নিঃসঙ্গতা
একদা চাইনিজ রেস্টুরেন্টের অন্দরমহল। পুরো ঘর জুড়ে তার চলাফেরা। মানুষজন না থাকলে সঙ্গীবিহীন পাখীটা হয়তো করুণ সুরে সংগীত সাধনা করতো।
পুরষ্কার পাব সে আশায় অংশগ্রহণ করছি না। অংশগ্রহণ করছি ১ম, ২য় এবং ৩য় গুনতে বাড়তি কিছু সংখ্যার প্রয়োজন, আমি সেই বাড়তি সংখ্যার একজন। তাছাড়া বুড়ো বয়সে গল্প করবো অনলাইন ছবি কম্পিটিশনে আমি প্রতিযোগিতা করেছিলাম। এটা এখন ভাবতেই গর্বে বুকটা ভরে উঠছে।
টুইন
আমাদের গাছের এই আম যখন প্রথম দেখি, ভেবেছিলাম পৃথিবীতে বুঝি এটাই প্রথম। পরে বুঝলাম এটা বিরল ঘটনা নহে!!!!!
একটু আয়েশ
বাস্তব জীবনে একটু বুদ্ধি খাটালে আয়েশি জীবন কাটানো যায়।
উষ্ণতা
এক শীতের সকালে বিড়ালটা গুটিসুটি পায়ে এসে আশ্রয় নিল উষ্ণতার খোঁজে।
কালের সাক্ষী
কতশত পিঠা পার্বনে আসা অতিথিদের আপ্যায়িত করে সাক্ষী হয়ে মাথা উঁচু করে জানান দিচ্ছে সে এখনো হুকুমের অপেক্ষায়।
প্রেম যমুনার ঘাট
এখন যৌবন যার প্রেম যমুনার ঘাট তার, কিন্তু সারিয়াকান্দি যমুনায় আর পানি নেই।
কোল জুড়ে ছানাপোনা
যে বানী এর কানে পৌঁছেনি “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট”
রঙের দুনিয়া
একদিন বাজারে গিয়ে দেখি এমন কালারফুল মুরগীর বাচ্চা। বিউটি পার্লারের কারসাজি কিনা বুঝলাম না।
ইটভাটা
আধুনিক জীবনে ইটভাটার গুরুত্ব অপরিসীম আবার পরিবেশ দূষণেও তার গুরুত্ব সীমাহীন।
উল্লাস
বিজয় দিবসের ছোঁয়াচে আনন্দ পথশিশুদেরও সংক্রমিত করেছিল তাই মমবাতি নিয়ে তাদের উচ্ছাস অংশগ্রহণ।
কাশফুল
প্রচন্ড গরমে এক পশলা বৃষ্টির মতো, শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু কাশফুল।
সন্দেশ
যাবার আগে মিষ্টি মুখ করে যান। দুই পার্ট নিয়ে চাপ দিলে একটা সন্দেস হবে।
২০ শে জুন, ২০২১ দুপুর ১:৫১
ঢুকিচেপা বলেছেন: বাবন ভাই প্রথম আসা এবং প্রথম মন্তব্যে আপনাকে স্বাগত।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
শুভকামনা রইল।
২| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২১
ঢুকিচেপা বলেছেন: আপনি যখন চমৎকার বলেছেন তাতেই শান্তি।
ধন্যবাদ আপনাকে।
৩| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যতিক্রমধর্মী এবং অসাধারণ। কর্মময় বাস্তব জীবনের চিত্র। রেজ্যুলেশনও ভালো। শুভেচ্ছা রইল।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৫
ঢুকিচেপা বলেছেন: শখে তোলা ছবি। কোনদিন কম্পিটিশন করবো ভাবিইনি। সুযোগ যখন এসে গেল তাই বিভিন্ন সময়ের চিত্রগুলি শেয়ার করলাম। সব ছবিই মোবাইল থেকে তোলা।
মন্তব্য, প্রশংসা এবং লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিটি ছবি আগেরটির চেয়ে ভাল লেগেছে।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩০
ঢুকিচেপা বলেছেন: ইমতিয়াজ ভাই আপনাকে স্বাগত।
আপনি যেভাবে ভাবছেন আমি ঠিক এ কথাটা মাথায় রেখে সাজানোর চেষ্টা করেছি।
আপনার মূল্যায়নে আমি দারুণ খুশি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৭
নিয়াজ সুমন বলেছেন:
প্রথম ছবিটি ভালো লেগেছে।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৩
ঢুকিচেপা বলেছেন: নিয়াজ ভাই আপনি কোথায় হারিয়ে যান ? ভূতের মত এই আছেন আবার নাই!!!
যাক একটা ভাল লেগেছে তাতেই চলবে।
দীর্ঘদিন পর আপনার উপস্থিতি, মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি আর ছবি!
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮
ঢুকিচেপা বলেছেন: বাঙালী ভাই আপনাকে স্বাগত।
কিছুদিন ছবি আর ছবি চলবে তারপর হয়তো অন্যকিছু।
তবে কয়েকদিন হলো ব্লগটা বেশ জমে উঠেছে এবং খুব ভাল লাগছে।
আপনার জন্য শুভকামনা রইল।
৭| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮
শেরজা তপন বলেছেন: বেশ ভাল - দু তিনটে ছবি চমৎকার!
২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৮
ঢুকিচেপা বলেছেন: তপন ভাই আপনাকে স্বাগত।
শখের বসে ছবি তোলা এবং সেখান থেকেই শেয়ার করেছি। এর মাঝে ২/৩ টি ভাল লেগেছে জেনে আনন্দিত।
আপনার উপস্থিতি, মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
৮| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৯
আখেনাটেন বলেছেন: বহুদিন পর ঢেঁকি'র ছবি দেখলাম....। ছোটকালে এ জিনিসের আশেপাশে বহু ঘুরপাক খেয়েছি...। বিশেষ করে নতুন ধান উঠার পর...
মুরগীর বাচ্চাগুলো সত্যিই মনে হচ্ছে রং করে আনছে......কেমনে<<<<<<<<<<<
চমৎকার ছবিগুলোর জন্য ধন্যবাদ। শুভকামনা থাকল।
২০ শে জুন, ২০২১ বিকাল ৪:২৫
ঢুকিচেপা বলেছেন: “ছোটকালে এ জিনিসের আশেপাশে বহু ঘুরপাক খেয়েছি...।”
কপাল ভাল যে গর্তের মধ্যে পড়ে যাননি, তাহলে সরাসরি চালের আটা।
মুরগীর বাচ্চার কেসটা আমিও বুঝিনি।
আপনার ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।
মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৯
মিরোরডডল বলেছেন:
নিঃসঙ্গ কিন্তু ভালো লাগলো দেখে যে পাখিটা সংগীতপিপাসু
বুড়ো বয়সে গল্প করবো, ফিউচার ফর্মে বলছে কেনো,, ঢুকিতো অলরেডি বুড়ো
ঢুকির বাসায় এত সুন্দর আম হয়, সবাইকে দিয়ে খাবে নইলে কিন্তু পেটে ব্যথা হবে ।
উষ্ণতার বিল্লুটাকে যেনো কার মত লাগছে চেনা চেনা ।
কালের সাক্ষী, ঢেঁকির নীচে চাপা পরলে একজন ঢুকিচেপার জন্ম হয় ।
ছেলে হোক মেয়ে হোক পাশের বাড়িই যথেষ্ট ।
কালারফুল বাচ্চাগুলোকে দেখতে কিউট লাগলেও মায়া লাগছে, নিশ্চয়ই আর্টিফিশিয়াল রঙে ডুবানো হয়েছে
এতো ছোট কাশফুল হয় নাকি, এগুলো ঘাসফুল ।
ঢুকি, সন্দেশ প্লীজ
ঢুকির ছবিব্লগ খুব ভালো লেগেছে । ছবিগুলোতে ভাবনার খোরাক আছে । গুড লাক ঢুকি ।
২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৮
ঢুকিচেপা বলেছেন: “ঢুকিতো অলরেডি বুড়ো ”
আহা বুড়োর কয়েকটা স্টেজ থাকে নাহ!! পানি উচ্চারণ করতে যখন ফানি উচ্চারিত হবে সে সময়ের কথা বলতে চেয়েছি।
“ ঢুকির বাসায় এত সুন্দর আম হয়, সবাইকে দিয়ে খাবে নইলে কিন্তু পেটে ব্যথা হবে ।”
শুধু আম দেখিলেন নিচে তারিখ দেখিলেন না ? ২০১১ সালের ছবি, ব্যথা তো পরের কথা, ঐ আমের পুষ্টিগুনেই এই প্রতিমন্তব্য লিখছি।
“ উষ্ণতার বিল্লুটাকে যেনো কার মত লাগছে চেনা চেনা । ”
সামনে একটা আয়না নিয়ে তার মধ্যে খুঁজে দেখতে পারেন।
“ ঢেঁকির নীচে চাপা পরলে একজন ঢুকিচেপার জন্ম হয় ।”
আখেনাটেন ভাই ঐ ঢেঁকির চারপাশে অনেক ঘুরপাক খেয়েছেন কিন্তু কিছু হয়নি শেষে আমার ঘাড়েই পড়েছে!!
“ছেলে হোক মেয়ে হোক পাশের বাড়িই যথেষ্ট । ”
এটা একদম ঠিক বলেছেন, যত ছানাপোনা সব পাশের বাড়ী, আপনার বাড়ী প্রয়োজনে কঙ্কাবতীর বাড়ী।
কালারফুল কিউট বাচ্চাগুলোর রহস্য অজানা।
এতো ছোট কাশফুল হয় নাকি, এগুলো ঘাসফুল ।
ঘাসফুল আবার এত বড় হয় নাকি!!! এগুলো কাশফুল।
“ঢুকি, সন্দেশ প্লীজ ”
করোনাকালে বাইরের জিনিষ খেতে নেই।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত। সুন্দর মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
১০| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৬
আখেনাটেন বলেছেন: কপাল ভাল যে গর্তের মধ্যে পড়ে যাননি, তাহলে সরাসরি চালের আটা।--হা হা হা...মন্দ বলেন নাই। তবে এই জিনিস চলন্ত মানে ঢকাস, ঢকাস শব্দের সময় দূর দিয়েই ঘুরতাম মন কয়....উপর থেকে নিচে নামছে আবার উপর উঠছে....ডর আছে না...
আপনার ছবি ব্লগের অপেক্ষায় রইলাম। --আমি অগা-মগা ছবি তুলি...এগুলো প্রতিযোগিতার উপযোগি হবে না।
২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৬
ঢুকিচেপা বলেছেন: “উপর থেকে নিচে নামছে আবার উপর উঠছে....ডর আছে না...”
ঠিকই বলেছেন, ঢকাস ঢকাস শব্দ অনেক দূর পয়ন্ত শোনা যেত। মহিলার তাল লয় ঠিক রেখে গর্তের মধ্যে হাত দিয়ে কী সাহসের সাথে কাজ করতো।
আপনার অগা-মগা ছবি নেফেরতিতির নাম করে পোস্ট দিয়ে দেন কাজ হয়ে যাবে।
১১| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৮
আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,
বাহ সুন্দর! কিছু ছবিতে দর্শন।
অংশগ্রহনটাই বড়। অভিনন্দন।
২০ শে জুন, ২০২১ বিকাল ৫:০৮
ঢুকিচেপা বলেছেন: সামুতে কয়েকজন অসম্ভব ভালো ছবি তোলেন তাই পুরষ্কারের আশা তো করিইনা।
অংশগ্রহণ করে আপনাদের প্রশংসা পাচ্ছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি।
মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
১২| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৮
ভুয়া মফিজ বলেছেন: আপনি এখনও বুড়ো হন নাই জেনে ভালো লাগলো। অবশ্য বুড়ো বিষয়টা আপেক্ষিক!!! যাই হোক, ভবিষ্যতের নাতি-পুতিদের সাথে আপনার ভবিষ্যত স্মৃতি-চারণের সাফল্য কামনা করছি.........কারন পোলাপাইন যে আপনাকে পুরস্কার না পাওয়ার জন্য পচাবে তা দিব্য চোখে দেখতে পাচ্ছি!!!
আপনার ছবির ক্যাপশানগুলো আমার খুবই পছন্দ হয়েছে। সবগুলো ছবিই সুন্দর। তবে, একটু আয়েশ, রঙের দুনিয়া আর সন্দেশ সবচেয়ে ভালো লেগেছে।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫২
ঢুকিচেপা বলেছেন: “কারন পোলাপাইন যে আপনাকে পুরস্কার না পাওয়ার জন্য পচাবে তা দিব্য চোখে দেখতে পাচ্ছি!!! ”
আপনাদের সাথে থেকে তাহলে কি শিখলাম ?
এ সম্ভাবনার রাস্তায় ফ্লাইওভার দিয়ে দিব। এতো সুন্দর সুন্দর মন্তব্য একেকটা লেমিনেটিং করে রাখবো।
ক্যাপশানগুলো পছন্দ হয়েছে জেনে ধন্য।
আপনার মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
১৩| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২১
জুন বলেছেন: খুব সুন্দর ছবিগুলো বিশেষ করে মুরগীর বাচ্চাগুলো। সত্যি কি এমন রঙের ! নাকি রাংগিয়েছে ?
+
২০ শে জুন, ২০২১ রাত ৮:১০
ঢুকিচেপা বলেছেন: একটু আগে বাইরে গিয়েছিলাম, বাজারে গিয়ে খোঁজ নিলাম রহস্য কী, জানালো ওদেরও বিউটি পার্লার আছে, সাজুগুজু করে বাজারে এসেছিল।
মন্তব্য এবং লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আমি ও আজমপুর ব্রিজের নীচে এমন কালারফুল মুরগীর বাচ্চা দেখেছি।
অংশগ্রহণে শুভেচ্ছা।
২০ শে জুন, ২০২১ রাত ৮:১৩
ঢুকিচেপা বলেছেন: মনিরাপু এখন জেনে গেছি ওরা পার্লার থেকে সাজুগুজু করে বাইরে যায়।
মন্তব্য এবং প্রথম লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫| ২০ শে জুন, ২০২১ রাত ১০:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্রতিযোগিতায় সন্দেশ খাইয়ে পটানো নিষেধ।
২০ শে জুন, ২০২১ রাত ১০:৪৬
ঢুকিচেপা বলেছেন: যুদ্ধে নাকি সবকিছু জায়েজ।
উপরের বিড়াল কিন্তু আপনারটা না, এই বিড়াল ভদ্র, শালীনভাবে কাপড়-চোপড় নিয়ে শুয়ে ঘুমাচ্ছে।
১৬| ২০ শে জুন, ২০২১ রাত ১০:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বিড়ালটা ন্যুড ছবি দিতে রাজি হচ্ছে না তাই এই প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছি না। আমার ক্যামেরায় শুধু বিড়ালের ছবি আসে।
২০ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
ঢুকিচেপা বলেছেন: ক্যামেরা ঠিক আছে বদলানোর দরকার নাই শুধু বিড়ালটাকে ভালভাবে বুঝান। প্রতিযোগিতর এই মৌসুম শেষ হলে আবার কবে হবে তার কি ঠিক আছে ?
১৭| ২০ শে জুন, ২০২১ রাত ১১:৪৫
জগতারন বলেছেন:
বিভিন্ন প্রকারের জোড়া ফল দেখিয়াছি, কিন্তু জোড়া আম কখনও দেখি নাই।
২য় ছবি লাইক !
২১ শে জুন, ২০২১ রাত ১২:০৪
ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আমের ছবি ২০১১ সালের। কিছুদিন আগে ফলের দোকানে দেখেছি একি রকম আম।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১৮| ২১ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো লাগলো
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:১৯
ঢুকিচেপা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
১৯| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
৩/৪টি অসাধারণ। বাকিগুলো সুন্দর।++++++++
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২২
ঢুকিচেপা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ বোধ করছি।
উপস্থিতিসহ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২০| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৪২
মোঃমোজাম হক বলেছেন: কাশফুল ছবিটি জীবন্ত লেগেছে।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৪
ঢুকিচেপা বলেছেন: মোজাম ভাই আপনাকে স্বাগত।
আপনার উপস্থিতিসহ মন্তব্যে কাশফুলের শুভেচ্ছা রইল।
২১| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯
নতুন বলেছেন: ভালো লাগলো।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৯
ঢুকিচেপা বলেছেন: ২০১৫ সালে মন্তব্যের পর আপনার দ্বিতীয়বার উপস্থিতিতে মুখরিত আমার ব্লগ।
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দিত।
উপস্থিতিসহ মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
২২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯
নতুন বলেছেন: +
২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০০
ঢুকিচেপা বলেছেন: সাদরে গৃহীত হইয়াছে।
শুভকামনা রইল।
২৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৫
হাবিব বলেছেন: ওয়াও.... দারুণ সব ছবি। আপনার জন্য শুভকামনা রইলো।
২১ শে জুন, ২০২১ বিকাল ৫:০২
ঢুকিচেপা বলেছেন: হাবিব ভাই আপনাকে স্বাগত।
ছবি ভালো লেগেছে জেনে আনন্দিত।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৪| ২২ শে জুন, ২০২১ রাত ১২:০০
ওমেরা বলেছেন: জোড়া কলা দেখেছি আমও এমন হয় আগে দেখিনি ।
ছবি সব গুলো সুন্দর হয়েছে।
২২ শে জুন, ২০২১ রাত ১২:০৮
ঢুকিচেপা বলেছেন: জোড়া কলা খুব কমন একটা ব্যাপার, আমি প্রায় প্রতিদিন খাই, একটার দামে দুইটা পাওয়া যায়!!
তবে আমের ক্ষেত্রে প্রথম দেখা ছিল কিন্তু এটা আর এখন আনকমন না।
আপনি হুট করে নিরুদ্দেশ, আমি ভাবলাম পাহাড়ে ভুত দেখার মতো নতুন কোন চাকরীতে গেছেন।
মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ আপু।
২৫| ২২ শে জুন, ২০২১ রাত ১২:০০
ডঃ এম এ আলী বলেছেন:
সবগুলি ছবিই খুবই সুন্দর হয়েছে,
দেখে আমি মুগ্ধ । উপস্থপনও হয়েছে
সুন্দর , একজন ভাল ফটোগ্রাফারের
সকল গুণই হয়েছে পরিস্ফুট ।
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ।
২২ শে জুন, ২০২১ রাত ১২:২২
ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
“সবগুলি ছবিই খুবই সুন্দর হয়েছে, দেখে আমি মুগ্ধ ।”
আপনার ছবি পোস্ট দেখেছি, বিগত সময়ের পোস্টও কিছু কিছু পড়েছি কিন্ত ওগুলো এতটা গুরুগম্ভীর যে ওখানে কিছু লেখার সাহস হয় না। এই কারণে আপনার সাথে যোগাযোগ হয়ে উঠেনি। আপনাকে যতটুকু জানেছি তাতে উপরে কোট করা অংশটুকু স্নেহ হিসাবে গ্রহণ করলাম।
খুব যে ছবি তুলি তা নয় তবে বিভিন্ন সময় এ ধরনের তোলা ছবি আলাদা করে রাখতাম, সেটাই আজ কাজে লাগলো।
আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য এবং লাইকে অনেক অনেক ধন্যবাদ।
২৬| ২২ শে জুন, ২০২১ রাত ১২:১৭
ওমেরা বলেছেন: আজকে থেকেই সামার জব শুরু হল, ব্লগ থেকে এমনি দুরে ছিলাম । ব্যাস্ততার জন্য নয় । চাইলে শত ব্যাস্ততার মাঝেও আস্তে পারতাম ।
২২ শে জুন, ২০২১ রাত ১২:৪০
ঢুকিচেপা বলেছেন: সামার জব-এ শুভকামনা রইল, সেক্ষেত্রে এখনই তো ব্যস্ততা শুরু। তবে এর মাঝেই সময় বের করে দুটো পোস্ট দিয়েন। আমার ছবি স্টক শেষ তাই আর দিব না।
“চাইলে শত ব্যাস্ততার মাঝেও আস্তে পারতাম ।”
আমরা এই প্লাটফর্মে বিভিন্ন দেশ থেকে সংযুক্ত এবং বর্তমান পরিস্থিতিতে সবাই মানসিকভাবে কিছুটা হলেও বিব্রত তাই আমাদের কোন মন্তব্যে কখনও কষ্ট পেয়ে থাকলে নিজগুনে ক্ষমা করবেন। প্রতিদিন না হোক সপ্তাহে একবার আসুন। শুরু থেকেই আপনার লেখা ভালো লাগতো। আপনি আবার শুরু করুন।
২৭| ২২ শে জুন, ২০২১ রাত ১:৩৭
শায়মা বলেছেন: আনি মানি জানিনা
অন্য কাউরে মানিনা
আমি চাই ঢুকি আপু, মিররমনি আর আবার শুভভাইয়া ছবি ব্লগ দিক আর ফার্স্ট হোক আর সবাই লাস্ট!
২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৭
ঢুকিচেপা বলেছেন: শায়মা আপুর মুখে ফুল চন্দন পড়ুক।
কিন্তু ৩ জন মিলে যৌথভাবে তো ফার্ষ্ট হওয়ার বিধান নাই। তবে ডল আপু আর শুভ ভাই আলাদা করে পোস্ট দিয়ে ১ম এবং ২য় হোক তার জন্য শুভকামনা রইল।
আমি কিন্তু আপনার ছবি ব্লগের অপেক্ষায় আছি, প্রয়োজনে গাড়ী নিয়ে বের হন, ছবি চাইই চাই।
মন্তব্য এবং লাইকে আনন্দিত।
২৮| ২২ শে জুন, ২০২১ সকাল ৮:২৩
ইসিয়াক বলেছেন: স্যরি দেরি হয়ে গেল। ব্যস্ততায় আপনার কথা ভুলে গেছি। যখন দেখেছি লগ ইন করা ছিল না পরে কমেন্ট করবো ভেবেছি। পরে তো পরেই হয়ে গেছে। কি ভুলো মন আমার।
খুব সুন্দর ছবিগুলো।
আমার খুব ভালো লাগলো। প্রতিটা ছবি উপস্থাপনের গুণে অনন্য।
শুভ সকাল ভাই।
২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০২
ঢুকিচেপা বলেছেন: কোন সমস্যা নাই। দেরী হলেও শেষ পর্যন্ত সুন্দর মন্তব্য নিয়ে হাজির হয়েছেন তাতেই ভীষণ খুশি।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
সুন্দর মন্তব্য এবং লাইকে আপনার জন্য শুভ দুপুরে বাদল দিনের শুভেচ্ছা রইল।
২৯| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , করেছেন কি ?
একেবারে ফাটিয়ে দিয়েছেন। সবগুলি ছবিই অসাধারন সাথে সাথে আমাদের যাপিত জীবনেরই ছবি ।তার জন্য পোস্টে+++।
তবে ভাই একখান কথা!! যাদের পরিবার পরিকল্পনা (মানুষের) করার কথা তারাই করেনা তবে মুরগা পরিবার থেকে এ আশা করা ঠিক না । আর যদি সত্যি সত্যি মুরগা পরিবারে পরিকল্পনার ছাপ লাগে তয় মনুষ্যপ্রজাতি আমিষের অভাবে পড়ে নিরামিষ হয়ে যাবে। কাজেই মুরগা পরিবারকে না শিক্ষিত করা যাবে আর না পরিবার পরিকল্পনার কথা বলা যাবে - তা মানব জাতির কল্যাণেরই জন্য।
২৩ শে জুন, ২০২১ রাত ১০:২১
ঢুকিচেপা বলেছেন: হা হা হা ঠিক বলেছেন।
মনুষ্যপ্রজাতির আমিষের অভাব যেন না হয় সেদিকে খেয়াল রেখে আরো ছানাপোনা হোক সেই আশীর্বাদ করে যাবেন।
আপনার সুন্দর মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
৩০| ২৩ শে জুন, ২০২১ রাত ৮:২৫
শায়মা বলেছেন: হায় হায় আমি তো ছবি এঁকে এঁকে তারপর তুলি।
আচ্ছা যাই ছবি আঁকি আগে......
২৩ শে জুন, ২০২১ রাত ১০:২৪
ঢুকিচেপা বলেছেন: ঠিক আছে আগে ছবি আঁকবেন তারপর ওটার ছবি তুলবেন, তাহলেই হয়ে গেল।
শুনলাম আপনি নাকি মাননীয় বিচারক ?
তবে সত্যি আপনার ছবি ব্লগের অপেক্ষায় ছিলাম।
৩১| ২৩ শে জুন, ২০২১ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: আমি তো আনি মানি জানিনা
পরের লোক মানিনা !!!!!!!
২৩ শে জুন, ২০২১ রাত ১০:৪১
ঢুকিচেপা বলেছেন: আনি মানি না জানলে কে জানবে ?
পরের লোক বলে কেউ নেই সব আপনার কোয়াল!!!
৩২| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:২০
শায়মা বলেছেন: হা হা হা কোয়ালের লিখন না যায় খন্ডন.......
২৩ শে জুন, ২০২১ রাত ১১:২৪
ঢুকিচেপা বলেছেন: ৬ পর্যন্ত পড়া হয়েছে তবে ৩ এ মন্তব্য করেছি আরগুলো পরে করবো।
সময় পাই না, কি আর করি, সব আমার কোয়াল।
৩৩| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:৪৫
করুণাধারা বলেছেন: অতি চমৎকার ছবি ব্লগ! মুগ্ধ হলাম দেখে, জানাতে দেরি করে ফেললাম যদিও।
শিরোনামগুলোও ভালো হয়েছে। শুভকামনা রইল।
২৩ শে জুন, ২০২১ রাত ১১:৫৫
ঢুকিচেপা বলেছেন: আপনার এক মন্তব্যে দেখলাম ছেলের এ্যাকসিডেন্ট জনিত সমস্যায় আছে। করোনাকালে এমন পরিস্থিতি ভীষণ কষ্টের ব্যাপার। এতোকিছুর মাঝেও আপনি এসেছেন তাতেই আমি আনন্দিত, দেরি কোন ব্যাপার না।
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
সুন্দর মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
৩৪| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন: প্রেম যমুনার ঘাট টা সব থেকে চমৎকার লাগলো ।
সেই সথে মুরগির ছানার ছবি ।
২৪ শে জুন, ২০২১ রাত ১০:৩৫
ঢুকিচেপা বলেছেন: অপু ভাই আপনাকে স্বাগত।
ছবিতে যতদুর দেখা যায় পুরোটাই নদী। যখন ছবি তুলেছি সে সময় শুধু বালু, মূল নদী চলে গেছে আরো দূরে।
আপনার মন্তব এবং লাইকে ভীষণ আনন্দিত।
৩৫| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতিযোগিতার একজন মহামান্য বিচারক আপনার ফার্স্ট হওয়ার আশা পোষণ করেছেন। আপনার ফার্স্ট হওয়া এখন সময়ের ব্যাপার। অভিনন্দন।
২৪ শে জুন, ২০২১ রাত ১০:৫২
ঢুকিচেপা বলেছেন: আপনার মুখেও ফুল চন্দন পড়ুক।
ফার্ষ্ট হওয়া তো দূরের কথা শান্তনা পুরষ্কারের ১ কিলো রেডিয়াসের মধ্যেও নাই।
তবে আমি যদি ফাষ্ট হই তাহলে কি হবে বলি, রেজাল্ট ঘোষণার পরের সকালে প্রতিটা প্রতিযোগির বাসার সামনে তাদের মোবাইল এবং দামী দামী ক্যামেরা রাস্তায় পড়ে থাকতে দেখা যাবে। রাগে মাথার চুল ছেঁড়াও অস্বাভাবিক না।
৩৬| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩৬
িসজার বলেছেন: সবগুলো ছবি অসাধারন। আমি মনে করি সেরা হওয়ার তালিকায় আপনি ভালো মতো আছেন। শুভকামনা।
২৫ শে জুন, ২০২১ রাত ১২:৪৯
ঢুকিচেপা বলেছেন: সিজার ভাই আপনাকে স্বাগত।
আপনার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ।
সেরার তালিকায় যদি আমি থাকি তাহলে প্রফেশনালদের কি হবে ?
আমি শখ করে কয়েকটা ছবি তুলেছিলাম বিভিন্ন সময়ে সেগুলো দিয়েই এই পোস্ট।
৩৭| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩২
মলাসইলমুইনা বলেছেন: ঢেঁকির ফটো খুব নস্টালজিক । সুন্দর হয়েছে ব্লগ ।
২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৩
ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
শখ করে ছবি তোলা এবং পোস্ট দেয়া, আপনি নস্টালজিক হয়েছেন তাতেই শান্তি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩৮| ২৮ শে জুন, ২০২১ রাত ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটি দিয়েই এবারের ছবি ব্লগ প্রতিযোগিতা'র পোস্টগুলো পড়া শুরু করলাম। শুরুটা হলো অবশ্যই চমৎকার একটি পোস্ট দিয়ে। পুরস্কার পান বা না পান, 'যাপিত জীবনের ছবি' দিয়ে সাজানো গোছানো চমৎকার একটি পরিচ্ছন্ন পোস্ট দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিনন্দন!
বিষয়ভিত্তিক ছবি চয়ন ভালো হয়েছে, ছবির শিরোনামগুলোও। নিঃসঙ্গতা, উষ্ণতা, উদ্যত ঢেঁকি (কালের সাক্ষী), প্রেম যমুনার ঘাট, রঙের দুনিয়া, ছানাপোনাসহ মা (কোল জুড়ে ছানাপোনা) ছবিগুলো ভাল লেগেছে।
অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্য ভালো লেগেছে, সেগুলোতে + দিয়ে গেলাম, পোস্টেও। + +
২৮ শে জুন, ২০২১ রাত ১০:২২
ঢুকিচেপা বলেছেন: আমার পোস্ট দিয়ে প্রতিযোগিতা'র পোস্ট পড়া শুরু এবং সেই সঙ্গে অভিনন্দন জানানোর জন্য নিজেকে গর্বিত অনুভব করছি সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাধারণ মোবাইল ইউজার যেমন ছবি তোলে আমিও অদক্ষ হাতে কিছু ছবি তুলেছিলাম বিভিন্ন সময়ে তবে একটু অন্যরকমগুলো আলাদা করে রাখতাম, এগুলো সেই কালেকশন থেকেই দেয়া।
বিভিন্ন প্রতিযোগীর ছবি এতটাই সুন্দর এবং ইউনিক যে মুখ থেকে এমনিতেই বেরিয়ে যায় “বাহ্ চমৎকার”।
ছবি এবং শিরোনাম পছন্দ হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো।
চমৎকার মন্তব্য এবং সব ধরনের লাইকের জন্য অনুপ্রাণিত।
৩৯| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:২৬
অপু তানভীর বলেছেন: ছবি ব্লগে পোস্টকৃত কিছু ছবি নিয়ে একটা পোস্ট দিয়েছি যেখানে আপনার তোলা একটি ছবি নিয়েছি। ছবি ব্লগে আপনার ছবিটি ব্যবহার করার জন্য আশা করি আপত্তি করবেন না। এটা আমার কেবল আমার ভাললাগা প্রকাশের জন্যই করা। তারপরেও যদি আপত্তি থাকে দয়া করে জানাবেন। পোস্ট টি দেখে আসার অনুরোধ রইলো।
০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:৪৪
ঢুকিচেপা বলেছেন: দেখেছি আপনার পোস্ট, আমার একটা ছবি স্থান পেয়েছে দেখে খুব খুশি হয়েছিI আমার কম্পিউটার নষ্ট তাই আপনার পোস্টে গিয়ে একটা লাইক দিয়ে সম্মতি জানিয়ে আসছিl
আপনার এমন কষ্টসাধ্য পোস্টের জন্য সাধুবাদ জানাইl
৪০| ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: বারবার অভিনন্দন।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৩
ঢুকিচেপা বলেছেন: ফুল চন্দনে কাজ হয়েছে মনে হচ্ছেl প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে এটাই আমার পুরস্কারl অভিনন্দন জানানোর জন্য আমি ভীষণ খুশিl
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৪১| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:২২
শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন।
ভাল লাগল
০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৯
ঢুকিচেপা বলেছেন: তপন ভাই আপনি অংশগ্রহণ করেননি বলে মাঝ দিয়ে বের হয়ে গেছিl এত সুন্দর সুন্দর ছবির মাঝে আমার ছবি স্থান পেয়েছে এটাই আমার পুরস্কারl অভিনন্দন জানানোর জন্য আমি ভীষণ খুশিl
আপনাকে অনেক অনেক ধন্যবাদl
৪২| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনে ইটভাটার গুরুত্ব অপরিসীম
.............................................................
ছবিটার ঐতিহাসিক গভীরতা আসে ।
অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ ।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৮
ঢুকিচেপা বলেছেন: আপনাকে কিছুদিন ধরে অনিয়মিত দেখছি। ছবি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেননি।
সময় করে এসে মুল্যবান মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪৩| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১০
মিরোরডডল বলেছেন:
Congratulations!
০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৭
ঢুকিচেপা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি খাওয়ার আয়োজন করুন আমি কাঁটা চামচ নিয়ে আসি।
৪৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: নিঃসঙ্গতা, উষ্ণতা, প্রেম যমুনার ঘাট রঙের দুনিয়া বেশি ভাল লেগেছে ।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৮
ঢুকিচেপা বলেছেন: আমার তোলা কয়েকটা ছবি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দিত।
এই ১২টা ছবির মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে “কালের সাক্ষী” (ঢেঁকি)।
আপনার ভাল লাগা জানিয়ে মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত।
শুভকামনা রইল।
৪৫| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: দেখেছি কালের সাক্ষী নির্বাচিত হয়েছে । ছবিটি সুন্দর ।
০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:০৮
ঢুকিচেপা বলেছেন: আমার তোলা ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবে এটা আশাই করিনি। তারপরও ১টা ছবি নির্বাচিত হয়েছে আমি তাতেই খুশি।
ফিরতি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪৬| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: "প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে “কালের সাক্ষী” (ঢেঁকি)" - এ অর্জনের জন্য বিলম্বিত অভিনন্দন জানিয়ে গেলাম। পরের দিকে আর প্রতিযোগিতার ফলাফল ফলো করতে পারিনি, তাই সময়মত অভিনন্দনও জানাতে পারিনি।
ছবি কত কথা বলে, কত কথা মনে করিয়ে দেয়! আপনার এ ছবিটা দেখে আমার ছোটবেলায় গ্রাম্যবালাদের তালে তালে ঢেঁকিতে পাড় দিয়ে ধান ছাঁটাই এর দৃশ্যের কথা মনে পড়ে যায়। আর সেই সাথে সেই গানঃ "ও ধান ভানিরে, ঢেকিতে পাড় দিয়া" https://www.youtube.com/watch?v=ZMUz_pRdYE0
"প্রেম যমুনার ঘাট" ছবিটা দেখে ছোটবেলায় দেখা একই রকমের একটা দৃশ্যের কথা মনে পড়ে। স্কুলের বার্ষিক পরীক্ষার পর আমরা সপরিবারে "দ্রুতযান এক্সপ্রেস" ট্রেনযোগে দাদাবাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে দেওয়ানগঞ্জ বাজার নামক স্টেশনে ট্রেনটি থামলে জানালা দিয়ে ঠিক ঐ রকমের একটা মানুষকে দেখেছিলাম, ঘাড়ে তার ঠিক ঐ জিনিসটাই ছিল। দূরে দেখা যাচ্ছিল যমুনা নদী। ঐ লোকটাকে দেখে আমার ছোট বোন তখন তার সদ্য শেখা "বাবুরাম সাপুড়ে" কবিতাটি আওড়াচ্ছিল, কারণ তার পাঠ্যবইয়ে কবিতাটির পাশে ঠিক ঐ রকম একটা লোকের ছবি ছিল।
আপনি মনে হয় ব্লগে একটু অনিয়মিত হয়ে পড়েছেন। আশাকরি, ভাল আছেন?
২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫২
ঢুকিচেপা বলেছেন: শেষ থেকেই শুরু করি, আমি ভাল আছি তবে মনটা যেমন খারাপ ছিল তেমনি ছিল আতঙ্কিত।
আপনার মন্তব্য আগেই দেখেছি কিন্তু উত্তর দেয়ার জন্য যে মানসিকতা দরকার সেটা ছিল না।
প্রথমে আমার বড় ভাইয়ের করোনা হলো, ভাই যখন ভাল হলো তখন হলো আমার খালাতো বোনের, এরপর আমার ভাগ্নি শেষ পর্যন্ত এই ৩ জনের মধ্যে খালাতো বোনকে হারাতে হলো।
যাইহোক দেরীতে উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ব্লগে ছবি আপু, জলদস্যু ভাই দারুণ ছবি তোলেন তাই উনাদের সাথে প্রতিযোগিতা করার চেয়ে ফান হিসাবে অংশগ্রহণ করেছিলাম। “কালের সাক্ষী” (ঢেঁকি)" প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল তাতেই আমি দারুণ খুশি। তবে পুরষ্কার পাওয়ার চেয়ে আপনার/আপনাদের আন্তরিক মন্তব্যে আমি বেশী গর্বিত।
দাদাবাড়ীতে ঢেঁকি ছিল এবং শৈশবে দেখেছি মহিলারা পাড় দিতেন আর গুনগুন করে গান গাইতেন। আপনার দেয়া ভিডিও গানটা দেখলাম, গানের কথাগুলো চমৎকার, নিজেদের জীবনের সাথে মিলে যায়।
হারিয়ে গেছে/যাচ্ছে এমন কিছু ছবি দিলামঃ
ট্রেনে করে যেতে হয় এমন আত্মীয় আমাদের ছিল না। ট্রেনে চড়েছি তবে খুব বেশি না। ছোটবেলায় দেখতাম দাদাবাড়ী থেকে লোকজন আসতো বাসায় দুটো উদ্দেশ্য নিয়ে ১. ট্রেন দেখা, ২. সিনেমা দেখা, তাতেই ভীষণ খুশি।
সারিয়াকান্দি গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে। "প্রেম যমুনার ঘাট"-এ যখন ছবি তুলছিলাম তখন হঠাৎ দেখি ভার নিয়ে লোকটা আসছে তখন ২/১ ছবি তুলেছি।
আপনি পরিবারসহ (এর মধ্যে আপনার নাতিও আছে) ভাল থাকবেন এই কামনা করছি।
৪৭| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনার সবগুলো পোস্টে আমার মন্তব্য করা শেষ। এখন নতুন পোস্টের অপেক্ষায় আছি।
২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৫
ঢুকিচেপা বলেছেন: এই কাজ আপনার পক্ষেই সম্ভব। আমি আসলে কোন লেখক না তারপরেও আপনি আগ্রহভরে সবগুলো লেখা পড়ে অনুপ্রেরণামূলক মন্তব্যে উৎসাহিত করেছেন তাই আন্তরিকভাবে কৃতজ্ঞ।
নতুন পোস্ট দেয়ার চেষ্টা করবো, কয়েক দিনের মধ্যে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৮
ইন্দ্রনীলা বলেছেন: আপনি তো ভালোই প্রত্নতত্ত্ব গবেষক মনে হচ্ছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫
ঢুকিচেপা বলেছেন: আমি কোন প্রত্নতত্ত্ব গবেষক নই, তবে টাইটেল যখন দিয়ে দিলেন তাই নিয়ে নিলুম.........
আপনি যখন বুড়ি হবেন তখন খবর দিয়েন সুন্দর করে একখানা ফটোক তুলে রাখবো, এবার খুশি ?
৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭
ইন্দ্রনীলা বলেছেন: আমার ফটো?
এখনই বুড়ি কিনা কেমনে শিওর হলেন?
এখুনি তুলে দেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩
ঢুকিচেপা বলেছেন: হুম আপনার ফটোক।
শিওর হলাম এই কারণে যে বুড়ি হলে মেয়ের ঘরের, ছেলের ঘরের প্যাঁ পুঁ বা প্যাঁ পুঁ’র ঘরের প্যাঁ পুঁ সামলাতে হতো।
বয়স হোক তুলে দেব।
৫০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: সুন্দর ছবিগুলো +
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭
ঢুকিচেপা বলেছেন: বাপরে এত বড় বৈজ্ঞানিক আমার পোস্টে তাও আবার বাংলায় লিখছেন ? নাকি গুগল থেকে বাংলা কপি পেস্ট ?
যাইহোক আপনাকে স্বাগত।
“করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। জীবন হোক আনন্দময়।”
৫১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৫৭
সোহানী বলেছেন: সব ঠিক আছে কিন্তু শেষের এ মিস্টির ছবি দেয়ার জন্য আমার তরফ থেকে মাইনাস।
এখানে মিস্টি পাওয়া যায় ঠিকই কিন্তু কোনভাবেই স্বাদে গন্ধে দেশের আশে পাশেও নেই। কিনি ঠিকই তবে দু:খ সহকারে খাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১১
ঢুকিচেপা বলেছেন: যত মাইনাস আছে দিতে পারেন, উহা আশীর্বাদ হিসাবেই আমার উপর পড়িবে।
এই দোকানের গরম গরম সন্দেস দারুণ লাগে। সন্দেস হওয়ার আগে কড়াইয়ের মধ্যে যে লিকুইড হয় সেটা দিয়ে আমি মাঝে মধ্যে পরোটা অথবা পুরি খাই। আপনি দেশে আসেন খাওয়াবো।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:৪৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! প্রতিটি ছবি সুন্দর