নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সত্য সমাগত, মিথ্যা অপসারিত , আর মিথ্যার পতন অবিসম্ভাবী।”

Dialectic

বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

Dialectic › বিস্তারিত পোস্টঃ

আসছে রমজান , আসুন প্রস্তুতি নিই। (পর্ব-১)

০৩ রা মে, ২০১৫ দুপুর ২:২১

*‘‘যে ব্যক্তি রমাদান মাস
পেলো অথচ তার
গুনাহ মাফ করাতে পারল
না সে ধ্বংস হোক’’
[শারহুস সুন্নাহ : ৬৮৯]।

তাক্কওয়া সৃষ্টি করার জন্য রোযা, ক্কিয়ামুল লাইল এবং কুরআন মাজিদের তিলাওয়াতের চেয়ে অধিক কার্যকর কর্মসূচী তৈরী করা অসম্ভব, আর এই কর্মসূচী বাস্তবায়নের জন্য পবিত্র রমাদ্বান মাসই সবচেয়ে মোক্ষম সময়। দিনে রোযা রাখা এবং রাতে দাঁড়িয়ে কুরআনের তিলাওয়াত শোনা, উভয় কাজকে রমাদ্বান মাসে একত্রিত করে আল্লাহ্ তা‘আলা প্রকৃতপক্ষে এই তাক্কওয়া অর্জনের পথ আমাদের জন্য খুলে দিয়েছেন।

আমরা রোযা রাখলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দিনের বেলা ক্ষুধা-পিপাসাসহ শরীরের অপরাপর বৈধ চাহিদা থেকে বিরত থাকি। তাঁর কাছ থেকে বিনিময় ও পুরষ্কার পাবার জন্য নিজেদের বৈধ চাহিদাগুলোকে কুরবান করে দেই, রাত এলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর কালাম শ্রবণ করি,আর সারা মাসে কমপক্ষে একবার পুরো কিতাবের তিলাওয়াত শুনে নেই। আমাদের দুর্ভাগ্য যে, ভাষা না জানার কারণে এবং পরিশ্রম না করার কারণে আমাদের পাল্লায় কিছুই পড়েনা, কেননা আল্লাহ্ তা‘আলা আমাদেরকে কি বললেন আর আমরা কি শুনলাম, কিছুই বুঝা গেলনা। কিন্তু আল্লাহ্ তা‘আলার উদ্দেশ্য একেবারেই সুস্পষ্ট, তিনি চান এমাসের মধ্যে পুরো হেদায়েত গ্রন্থ থেকে আমরা যেন আলোকিত হই, যা তিনি পবিত্র কুরআন মজিদের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। যার উপর আমল করা এবং যার দিকে অন্যদেরকে আহ্বান করা আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। পবিত্র কুরআন মজিদের তিলাওয়াতের মাধ্যমে জ্ঞান ও ঈমান লাভ হয় এবং রোযার মাধ্যমে আমলের শক্তি আর্জিত হয়।

রোযার মধ্যে আল্লাহ্ তা‘আলার হুকুম হলে আমরা খাই, তাঁর হুকুমে আমরা খাওয়া থেকে বিরত হয়ে যাই। অথচ খাওয়াও হরাম নয়, পান করাও হারাম নয়, কিন্তু রোযার মধ্যে আমরা এই মৌলিক প্রয়োজনগুলোকেও আল্লাহ্ তা‘আলার আনুগত্যের কারণে আমাদের উপর হারাম বানিয়ে নেই, যা অন্য সময় পুরন করা শুধু বৈধই নয়, বরং অবশ্য কর্তব্যও বটে। এর মাধ্যমে আমরা এমন শক্তি অর্জন করি, যে শক্তির ফলে আমরা প্রয়োজন যতই কঠিন হোক না কেন এবং তা যতই সঠিক ও বৈধ মনে হোক না কেন, আল্লাহ্ তা‘আলা নিষেধ করেছেন, তাই আমরা সে সব কাজ থেতে বিরত হয়ে যাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.