নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সত্য সমাগত, মিথ্যা অপসারিত , আর মিথ্যার পতন অবিসম্ভাবী।”

Dialectic

বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

Dialectic › বিস্তারিত পোস্টঃ

“অফুরান শুকরিয়া মহান আল্লাহ তায়ালার কাছে।”

০৬ ই মে, ২০১৫ রাত ১১:২০

“অফুরান শুকরিয়া মহান আল্লাহ তায়ালার কাছে।”
কোন মানুষ মুসলীম পরিবারে জন্ম না হলে পরবর্তীতে মুসলমান হওয়া তার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। হিন্দু, বৌদ্দ, খ্রীষ্ট্রান কিংবা কোন ইহুদী মুসলমান হতে গেলে সেই সমাজ থেকে প্রচন্ড রকম বিড়ম্বনার শিকার হতে হয়। কারন সমাজ ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়া মানে সমাজ চ্যুত হওয়া। নিজ সমাজের সকল সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হওয়া। নিজ সমাজের লোকদের নিকট থেকে সার্বক্ষনিক ঘৃণার দৃষ্টিতে পরিগনিত হওয়া।

কিন্তু যারা মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা শুরুতেই মহান আল্লাহর কৃপাদৃষ্টি লাভ করেছেন। আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। তাদের উচিত আল্লাহর এই অনুগ্রহের শোকরিয়া জ্ঞাপন করা। আর এই শুকরিয়া জ্ঞাপন হতে পারে কেবলমাত্র নিরুংকুশভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে।

মুসলীম পরিবারে জন্মগ্রহণকারী কোন মুসলমান যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা না করেন, তাহলে সঙ্গত কারনেই ঐ বিধর্মীর চেয়ে তার উপর বেশী শাস্তি প্রাপ্য। কারন অনুকুল পরিবেশে ধর্মীয় বিধি পরিপালন করা যতটা সহজ, প্রতিকুল পরিবেশে ততটা নয়।

তাই আসুন, মহান রব্বুল আলামীন আমাদেরকে মুসলীম পরিবারে পছন্দ করায় আধারে প্রদীপ জালানোর যে সুযোগ সৃষ্টি করেছেন, তার শুকরিয়া এই ভাবে জ্ঞাপন করি যে, এই প্রদীপ জ্বালাতে জ্বালাতে যেন আমাদের মৃত্যু হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.