নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সত্য সমাগত, মিথ্যা অপসারিত , আর মিথ্যার পতন অবিসম্ভাবী।”

Dialectic

বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

Dialectic › বিস্তারিত পোস্টঃ

“দৌড়াও আল্লাহর দিকে”

১৬ ই মে, ২০১৫ রাত ৮:১৩

“Race one another in hastening towards forgiveness from your Allah and towards paradicse. ”(সূরা হাদীদ-21)

অথ্যার্ৎ দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও যমীনের মত ৷ তা প্রস্তুত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে ৷ এটা আল্লাহর অনুগ্রহ ৷ যাকে ইচ্ছা তিনি তা দান করেন ৷ আল্লাহ বড়ই অনুগ্রহশীল ৷
মানুষ দৌড়ায় তিনটি কারনেঃ
ক) জরুরী গুরুত্বপূর্ণ জিনিস যাতে ছুটে না যায়।
খ) সময় না থাকার কারনে এবং তা দ্রুত শেষ করার জ্য দৌড়ায়।
গ) নিদের্শ পালনের ক্ষেত্রে একশত ভাগ আনুগত্য কার জন্য জন্য দৌড়ায়।

আল্লাহর দিকে দৌড়াতে হবে তিনটি কারনেঃ
ক) আল্লাহর হুকুম পালনের জন্য;
খ) যে কোন সময় মৃত্যু এসে যেতে পারে, কাজ করার সময় না পাওয়ার আশংখ্যায়;
গ) প্রবল আকর্ষণ ও আগ্রহের জন্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু দূর্ভাগ্য - আমরা অধিকাংশই দৌড়াচ্ছি- পৃথিবীর জন্য!
ভোগ বিলাস বাড়ী গাড়ী সম্পদের জন্য! অথচ মৃত্যুর পর কানাকড়িও সাথে দেয়না যার!
শিক্ষার নামে সনদের জন্য- যার কাগজ মূল্যও নেই ঐ পারে-
এই পারেই সব ভেবে কু-যুক্তি দিয়ে যারা ভোগ আর পূজির দাস বানাচ্ছে, হচ্ছে- তারাও জানে মৃত্যুর চেয়ে সত্য আর কিছূ নেই!

তাই তাকে ভোলাতেই ভোগের যত চাকচিক্য আয়োজন!
পূজির যত লোভনিয় সব অফার!

মানুষও ছুটছে তার পিছু- যতক্ষননা মৃত্যুর ফেরেশতা এসে হাজির হচ্ছে!

সূরা তাকাসূরে সুন্দর বলছে এ কথা-

"সম্পদের আসক্তি তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে
যতক্ষন না তোমরা কবরে এস উপস্থিত হচ্ছো!
আমি বলছি এ ঠিক নয়-
আবারো বলছি এ ঠিক নয়-
নিশ্চয়ই তোমাদের কর্মফল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।"

আল্লাহ আমাদের সত্য পথ চেনার, অনুসরণ করার যোগ্যতা দিন।


২| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:৫৮

Dialectic বলেছেন: সত্য কথা বলার জন্য
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.