নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সত্য সমাগত, মিথ্যা অপসারিত , আর মিথ্যার পতন অবিসম্ভাবী।”

Dialectic

বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

Dialectic › বিস্তারিত পোস্টঃ

ইসলাম একটি বাস্তবসম্মত দ্বীনি ব্যবস্থার নাম।

১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০১

ইসলাম হলো একটি বৃক্ষের ন্যায়। এর আছে বিভিন্ন শাখা -প্রশাখা। আপনাকে জানতে হবে যে, কোন শাখা -প্রশাখাই মূল বৃক্ষকে অস্বীকার করে তার অস্তিৃত্ব টিকে থাকতে পারেনা। শাখা প্রশাখা গুলি সমান তালে বৃদ্ধিও পায়না। বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তার উপযোগী আলো-বাতাস-খাদ্য ও পরিবেশ পেতে হয়। ঠিক অনুরুপ পুরো মুসলিম উম্মাহ মূল বৃক্ষকে আকঁড়ে ধরে কাজ করবে। মূলবৃক্ষ থেকে যে রস সিক্ত হয়ে শাখা-প্রশাখায় সঞ্চালিত করে, সেই শাখা প্রশাখা বিস্তার করবে তার নিজস্ব পরিমন্ডল অনুসারে (ভৌগোলিক সীমারেখার মধ্যে)। ইসলাম একটি বাস্তবসম্মত দ্বীনি ব্যবস্থার নাম। আন্তর্জাতিক শৃংখলা মেনে প্রত্যেকটি পরিবেশে খাপ খাওয়ানোর মতো একদল মর্দে মুজাহিদ তৈরি হবে অবস্থানে। এই জন্য মুমিনের তাকওয়া, আমল ও নির্ভেযাল ইসলামে প্রবেশ অপরিহার্য।

আল্লাহ বিভিন্ন গোত্র, ভাষা, রং, চেহারা দিয়ে মানুষকে সৃষ্টি করে একজন থেকে অন্যজনকে চেনার জন্য আলাদা করেছেন, সৃষ্টি করেছেন বিভিন্ন সীমরেখা, তেমনি সেই সব সীমারেখা থাকা সত্ত্বেও মুসলামানদেরকে ইসলামের রজ্জুকে শক্ত করে ধরতে বলেছেন। কাজেই সর্বশক্তিমান আল্লাহর আসমান ও জমীনে তার কথা বলার জন্য তাগুতের ভয়ে নিভৃতি একাকী কাজ করার সুযোগ নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৩১

মুখ ও মুখোস বলেছেন: মুসলিমদের পড়াশোনা করতে বলেন। মুসলিমরা অস্তিত্ব সংকটে আছে। সারাদিন এই সব নিয়ে পড়ে থাকলে কোন উন্নতি হবে না। মানবজাতি কোন আলকেমি, ইবনেসিনাকে পাবে না লাদেন আর আইএসএসই পাবে।

আপনি নিজে পড়াশোনা করেন তো? ব্লগিং কি জানেন? নাকি শুধু ব্লগার হবার জন্যই নাম লেখাইছেন?

১৯ শে মে, ২০১৫ সকাল ৯:২৯

Dialectic বলেছেন: #উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ। অনেকে তো এখন এটাও দেয়না। যাইহোক, ব্লগিং কি তা জানিনা। অবশ্য জানার চেষ্টাও করিনা। এমনকি প্রয়োজনও মনে করিনা। কারন ব্লগিং দ্বারা অন্তত ইবনে সিনা, আল কেমি কিংবা ইমাম গাজ্জালী হওয়া যাবেনা। এরপর বিনয়ের সাথে বলছি যে, আপনি যাকে অস্তিৃত্বের সংকট বলছেন , সেটি মোটেও সঠিক নয় বরং মুসলমানেরা বিশ্বব্যাপী স্ব মহিমায় উদ্ভাসিত হওয়ার ইসলাম বিরোধী শক্তি ভয় পেয়ে আস্ফালন করছে। এক লাদেনই তার উদাহরণ । যার ভয়ে পুরো ইহুদী -খ্রিষ্ট্রান মুসরিকেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল।

এরপর দেশ কিংবা বিশ্ব উন্নয়নের জন্য আপনার মতো বিশেষজ্ঞ লোক থাকতে আর চিন্তা কিসের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.