নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

একটি তথ্য পেয়ে রীতিমত আঁতকে উঠলাম। ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভর্তি করে ৫০০০ বা তার কিছু কম বেশি শিক্ষার্থী। কীভাবে সম্ভব? কোন অবকাঠামো ছাড়া বছরে ৫০০০০ শিক্ষার্থীকে তারা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড বজায় রেখে শিক্ষা দেয় কীভাবে? ফার্মগেটের অনেক কোচিং সেন্টার অবশ্য তিন মাসে পড়ায় ত্রিশ হাজার বা তারও বেশি, সে হিসেবে ঠিক আছে। এক্ষেত্রে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে কী হবে, যদি কড়াকড়ি শর্তারোপ করা না যায়? একটা জিনিস সন্দেহ করি- সম্ভবত সরকারের মধ্য থেকেই কোনো বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী ৭.৫% ভ্যাট কার্যকর নিয়েছে, যাতে মূল এজেন্ডাগুলো চাপা পড়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর কড়াকড়ি শর্তারোপ প্রয়োজন, তারা কতজন শিক্ষর্থী প্রতি সেমিস্টারে ভর্তি করতে পারবে, শিক্ষার্থী অনুপাতে কতজন স্থায়ী শিক্ষক তাদের থাকতে হবে, রিসার্স সুবিধা তারা কীভাবে নিশ্চিত করবে, বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়গুলো পড়ানোর মত ল্যাব তাদের আছে কিনা, ক্যাম্পাস আছে কিনা ইত্যাদি বিষয়গুলোতে সরকারের নজর দেওয়া দরকার। ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে দায় সারাটা ভয়ঙ্কর ব্যাপার।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

প্রামানিক বলেছেন: আপনার সাথে সহমত।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সুপ্ত আহমেদ বলেছেন: হ ভাই আপনি আসছেন এখন কাটা ঘায়ে লবন ছিটাইতে !

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: কাটা ঘা টা কি?

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

ফাহাদ মুরতাযা বলেছেন: @ দিব্যেন্দু দ্বীপ , বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের মান নিয়ে আপনার অতীত পোস্টের লিঙ্ক দেন।

যদি না থাকে, তাইলে ধরতে পারি আপনি 'সম্প্রতি' বিষয়টা নিয়ে চিন্তা করছেন, সেইক্ষেত্রে বলতে, হঠাৎ এতো চিন্তিত হছেন কেন? এতদিন কই ছিল " স্ট্যান্ডার্ড " নিয়া চিন্তা??

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: আপনার সাথে আমার লেখালেখির বা আমার কত দিনের পরিচয়?

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

জারাহ বলেছেন: পেট্রোল ইন ফায়ার

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

থিওরি বলেছেন: আমিও আতকে উঠেছি!
এটা আরো অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই কমন চিত্র।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: বিষয়টি আঁতকে ওঠার মত।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মাসূদ রানা বলেছেন: দুদিন যাবত তোমার প্রয়াস দেখে ক্লান্ত হয়ে গেলুম।

আমরা যখন ঢাবিতে পড়ার সুজোগ পেয়েছিলাম, তখন এতো প্রতিযোগিতা ছিল না। যারা পড়ালেখা করতে আসতেন স্বপ্রনোদিত হয়েই আসতেন। তাদের মেচ্যুরিটির সাথে তোমাদের মত ফার্ম টাইপ পাবলিকারদের আকাশ পাতাল তফাত হবে ।

ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে গর্ববোধ করলেও সাথে এটাও স্বীকার করি, ঢাবি তার প্রায় ১০০ বছরের ইতিহাসে ভাষা আন্দোলনের মত একটা পলিটিকাল উইন ছাড়া শিক্ষা ক্ষেত্রে জাতিকে আর কিছুই দিতে পারে নি । অথচ, জনগনের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ধার্যকৃত বাজেটের সিংহভাগই যায় এই বিশ্ববিদ্যালয়টির পকেটে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাবির সার্টিফিকেটের তাহলে পার্থক্য কোথায় বলতো বাছা ?

দুদিন যাবৎ তোমার আচরণে হতাশ হয়ে কথাগুলো বললাম, কিছু মনে করো না। আশা করব আর যাই হও তুমি ঢাবির ছাত্র নও।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: তুমি মামু, এত হতাশ হইলে কেন কওতো? যুক্তি খণ্ডন না কইরা এইসব কী কইতাছো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টিউসন ফি’র বিরুদ্ধে আন্দোলনে নামে না কেন, মামু কওতো? তারা ক্যাম্পাসের জন্য আন্দোলনে নামে না কেন? তুমি মামু এত বোঝো, আর এই সহজ জিনিস বুইঝো না? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছো, এটা জানাইয়া পাট নিতে চাইছো নেও। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রােইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনা করতে যাইও না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া উত্তম। খোঁজ নিয়ে দেখো সরকারির চাকরির এখন বড় একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা দখল করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখনো সার্টিফিকেট কেনা বোঁচার মধ্যে সীমাবদ্ধ। যাইহোক, ভালো থাকো। সুখী হও। সত্য শুনতে তিতা লাগে, কিন্তু দেশ ও দশের ভালোর জন্য সত্য বলতে হবে, আশাকরি কিছু শিক্ষা পাইছো। দিস ইজ কলড্ টিট ফর ট্যট।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

মাসূদ রানা বলেছেন: তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছো, এটা জানাইয়া পাট নিতে চাইছো নেও।

কস কি ! তুমিই তো বাবা দুইদিন যাবৎ রং বেরংগের পোস্ট লেইখা লেইখা পেচাইয়া পেচাইয়া নিজেরে পাবলিকের বাল ছাল জাহির করার জন্য উইঠা পইড়া লাগছ । আমি তো যা কইলাম সোজাসুজিই কইলাম ।

তা তুমি কোন পাবলিকের বাল ছাল একটু কও তো বাছা ? পরিচয় পাইয়া ধইন্য হই

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: পোস্ট না লেখলে এইহানে এসে কাম কি? ব্যক্তিগত পর্যায়ে ঝগড়া করার সুযোগ নেই। তুমি আমার বন্ধুও নও, শত্রুও নও, এমনকি পরিচিত কেউও না। পারলে যুক্তিতর্কে আসো, না হলে এই ধরনের ঝগড়ায় মন দেওয়া সময় কারো থাকার কথা নয়। এতে কারো লাভ হবে না। অপরিচিত মানুষের সাথে শালীনতা বজায় রেখে কথা বলতেই আমি পছন্দ করি। আপনার ফাঁদে পা দিয়েছিলাম। দুঃখিত অন্যদের কাছে।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: এতো ছাত্র-ছাত্রী কি আসলেই ভর্তি হয় !!

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

আমি তুমি আমরা বলেছেন: বলেন কি? বুয়েটে সব ব্যাচ মিলায়ে মোট ছাত্রছাত্রী পাঁচ হাজার!

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

অবেলার পানকৌড়ি বলেছেন: এটাই শেষ সীজন, প্রাইভেটে আর কাউকে ভর্তি করানো হবেনা।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: বিস্মকরই তো! প্রতি সেমিস্টারে পাঁচ হাজার .।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

ঢাকাবাসী বলেছেন: আজ থেকে বছর পন্চাশেক আগে সাবজেক্ট ছিল হাতে গোনা আর ছাত্রছাত্রীও ছিল গোনা, সারা পুর্ব পাকিস্তানে পাঁচহাজার পোলাপান ভার্সিটিতে পড়তো বলে মনে হয়না। আর এখন একা সবুর খানই ভর্তি করায় পাঁচহাজার! খাইসে। মাস্টার কয়টা?

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: যাইহোকম, প্রাইভেট বিশ্ববিদ্যা্লয় নিয়ে আন্দোলনের একটি ক্ষেত্র তৈরি হওয়ায় ভালই হয়েচে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: একেই বলে বাণিজ্যকরন

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: সরকার কিন্তু বাণ্যিজ্য রুখতে চাইছে না, কারণ, সরকারের অনেকেই এই বাণিজ্যের সাথে যুক্ত। ৭।৫% ভ্যাট ধার্য করে কেএফসি বা ম্যাকডোনাল্ডেনের মত ব্যবসা করার লা্েসেন্স দিয়ে দিতে চাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.