![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরুভূমিতে সবার প্রাণ যায় যায়। তৃষ্ণায় সকলের প্রাণ ওষ্ঠাগত। মজুদ সামান্য পানি নিয়ে হুলুস্থুল, খুনোখুনি হওয়ার যোগাড়। সবাই অধৈর্য হয়ে ওঠার প্রধান কারণ- সবাই জানে এখানে পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাই সেখানে সাধারণ, দেশ পালানো মানুষ, কয়েক হাজার মানুষ একসাথে, দলনেতা কিছু আগে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, ফলে এত মানুষ সামলানোর মত কোনো কামান্ড নেই। এমন সময় হঠাৎ একজন লোক হাত তুলে চিৎকার করতে থাকল- “আমি পানির সন্ধান পেয়েছি, আমি পানির সন্ধান পেয়েছি।” মুহূর্তে হুলুস্থুল থেমে গেল। একেবারে পিন পতন নীরবতা। মনে হচ্ছে এখনই ঢোক ঢোক করে কয়েক গ্লাস পানি খেয়ে সবাই উজ্জিবিত। নেতিয়ে পড়েছিল যারা, তারাও উঠে দাঁড়িয়েছে। ঐ ব্যক্তি এখন সকলের মধ্যমনি। সবাইকে এক ঘণ্টা অপেক্ষা করতে বলে দু’জনকে সাথে নিয়ে বলল- সবাই চুপচাপ অপেক্ষা করুণ, ঠিক এক ঘণ্টা পরে পানির ব্যবস্থা হবে। একথা বলে ঐ ব্যক্তি দু’জন সাথী নিয়ে সবার আড়ালে গিয়ে সাথে থাকা শেষ সিগারেটটি ধরিয়ে আকাশের দিকে চেয়ে টানতে থাকল। সাথে থাকা দু’জন জিজ্ঞেস করল, বস, পানি কোথায়? সেও ছিল সাধারণ মানুষ, কিন্তু সময়ের একটি সঠিক পদক্ষেপ তাকে বস বানিয়ে দিয়েছে। আসলেই সে বস। ব্যক্তিটি সবার মাঝে আশার সঞ্চার না করলে সামান্য মজুদ পানি নিয়ে খুনোখুনি করে, তৃষ্ণায়, হতাশায়, পানির সন্ধানে অহেতুক আরো অগ্রসর হয়ে এতক্ষণে অনেকেই মারা যেত। ওদের প্রশ্নের উত্তরে বস বলল- অপেক্ষা কর, ব্যবস্থা হচ্ছে। এক ঘণ্টার জায়গায় দুইঘণ্টা কেটে গেল। ঐ দুই ব্যক্তি অস্থির হয়ে বলল, বস, পানি কোথায়? বস বলল, আর একটু অপেক্ষা করো। কথাটি সে খুব ক্ষীণ কণ্ঠে বলতে পেরেছিল। সে নিজেই তখন জীবন সায়াহ্নে। গলা থেকে কথা বেরোচ্ছে না আর। সাথে থাকা দুইজন উত্তেজিত হয়ে জানতে চাইল, শুয়োরের বাচ্চা, পানি কই? কথা বলার শক্তি নেই তার, আকাশের দিকে তাকাল, হাত ইশারায় ওদেরও আকাশের দিকে তাকাতে বলল, একটু পরেই বৃষ্টি নামল। ওরা ফিরে গেল অপেক্ষারত মানুষগুলোর কাছে। সবাই ততক্ষণে তৃষ্ণা মিটিয়েছে। হাজার হাজার তৃষ্ণার্থ জনতা দুই ঘণ্টা অপেক্ষা করেছে নিবিঘ্নে, কারণ, ওরা বিশ্বাস করেছিল- বস পানির সন্ধান করে ফিরবে। ওরা বেঁচেছে, কিন্তু বৃষ্টির পানি পান করার আগেই বস মারা যায়।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
থার্টিন বলেছেন: বিশ্বাস ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল গল্প।