নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক

দ্বিত্ব শুভ্রা

কাঁদে অমরত্ম, কাঁদে জীবনের দাস, অমরত্ম ও জীবনের মাঝে কাঁদে বিভ্রান্তি…

দ্বিত্ব শুভ্রা › বিস্তারিত পোস্টঃ

আমাদের নাম দিয়েছি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আছি : আমাদের ছেড়ে দেয়া হয়েছে বাগানে, জমিনের ওপর গড়াগড়ি খেয়ে
বেড়েছি, পরিচর্যা করেছি নিজেরাই নিজেদের, হয়েছি সৌরভ ।

আমরা চেয়েছি সবুজে সবুজে ছড়িয়ে যেতে এবং হঠাৎই আমাদের ছেটে দেয়া হয়
ডালে ডালে পরস্পরকে জড়িয়ে থাকতে এগিয়েছি এবং আমাদের ভেঙে দেয়া হয়
আমরা আলোর দিকে যাই আর ঢেকে দেয়া হয় ছায়াতে
জ্বালিয়ে রাখা হয় আগুন – উনুন – ফুটন্ত পানির পাত্র
পড়ে থাকি ছাকুনির উপর, নির্যাস চুয়ে পড়ে টপ টপ ।
তুমি একাই ! করো পান !

আমাদের গর্তে ফেলা হয়, আমরা উঠে আসি, উঠে আসি হারিকেনের কুন্ডল হতে,
আগ্নেয়গিরি আমাদের ঘর, জ্বালামুখ জানালা
আমরা তাকালেই দেখি খুব কাছে শুধু ঝড়, শুধু ঝড়
প্রতিটা টর্নেডোর শেষ প্রান্তে তোমার চোখ আর আমরা
একেকটা ধবংসস্তূপ

তুমি আমাদের যে নামই দাও, আমরা আমাদের নাম দিয়েছি সংস্কার ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমাদের গর্তে ফেলা হয়, আমরা উঠে আসি, উঠে আসি হারিকেনের কুন্ডল হতে,
আগ্নেয়গিরি আমাদের ঘর, জ্বালামুখ জানালা
আমরা তাকালেই দেখি খুব কাছে শুধু ঝড়, শুধু ঝড়
প্রতিটা টর্নেডোর শেষ প্রান্তে তোমার চোখ আর আমরা
একেকটা ধবংসস্তূপ


বাহ্।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লেখা, অনেক অনেক ভাল লাগল।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: লেখাটা আমার ভালো লেগেছে। আপনার জন্য রইলো শুভেচ্ছা।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১

রুদ্র জাহেদ বলেছেন: আমাদের গর্তে ফেলা হয়, আমরা উঠে আসি, উঠে আসি হারিকেনের কুন্ডল হতে,
আগ্নেয়গিরি আমাদের ঘর, জ্বালামুখ জানালা
আমরা তাকালেই দেখি খুব কাছে শুধু ঝড়, শুধু ঝড়
প্রতিটা টর্নেডোর শেষ প্রান্তে তোমার চোখ আর আমরা
একেকটা ধবংসস্তূপ

তুমি আমাদের যে নামই দাও, আমরা আমাদের নাম দিয়েছি সংস্কার ।

দারুণ লাগল
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.