নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

ডাঃ সাইফুল

ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।

ডাঃ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ভিশন ফিজিওথেরাপি সেন্টার

০৬ ই মার্চ, ২০১৮ রাত ২:০৩

ভিশন ফিজিওথেরাপি সেন্টার শুধু নাম নয়, এর সাথে অনেক স্বপ্ন, ঘাম ও রক্ত জড়িত। আমার বন্ধুদের সীমাহীন অবদান জড়িত। বিশেষ করে Shah Kamal Md Abu Sadat Mohin Khan Asifur Rahman ও চৌধুরীসহ আরও অনেকে আছে ।

দীর্ঘ সাড়ে ৪ বৎসর অনেক উথান পতনে ভেসেছি । তবু হাল ছাড়ি নি! ভিশন ফিজিওথেরাপি সেন্টারে বর্তমানে ২০ জন স্টাফ কাজ করে! ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া ৫জন জব করে একাউন্ট, রিসিপশনিস্ট, আইটি তে । এটা ভাবতেই ভাল লাগে । ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন শেষ করে আমি নিজেও ৬ মাস বেকার ছিলাম। কত হাসপাতাল, সেন্টারে যে গিয়েছি জবের জন্য। কোথাও কিছু পাই নাই!! সব জায়গায় খাঁ খাঁ শূন্যতা, নিজেদেরই চলে না, অন্যদের কি জব দেবে। মনে পড়লে কিছুটা খারাপ লাগে, এই ভেবে যে আমার মত নতুন অনেকের ক্ষেত্রেই একই অবস্থা হচ্ছে ।

বর্তমানে ভিশন ফিজিওথেরাপি সেন্টার অন্যতম সেন্টার , এত স্টাফ কোন ফিজিওথেরাপি সেন্টারে কাজ করে না । সেন্টারে এখন আমি না থাকলেও এখন কোন সমস্যা হয় না। সবাই নিজের মত করে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নেয়। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ প্রত্যেকেই আন্তরিক, নিজের মনে করে কাজ করে।এটাই আমার বড় অর্জন। যারা জব ছেড়ে চলে গেছে বিভিন্ন প্রয়োজনে কিংবা উচ্চশিক্ষার জন্য। তাদের অবদানও ছিল সীমাহীন।


ভিশনের শুরুর দিকে একজন রোগীর জন্য কি পরিমান কষ্ঠ করেছি তার শেষ নেই। এখনও করি। তবে এখন চাইলে আমি আমি সারাদিনই রোগী দেখতে পারব, আশা করি রোগীর অভাব হবে না! ইচ্ছে করে কমিয়ে দিয়েছি, অনেক রোগী দেখলে সার্ভিস মেইনন্টেন করা যায় না এবং অন্যদের সুযোগ তৈরির চেষ্টা করছি। ফিজিওথেরাপি প্রফেশন এই দেশে অনেক সম্ভাবনাময়ই প্রফেশন। শুধু প্রয়োজন দক্ষ প্রফেশনাল, সঠিক গাইড লাইন এবং রোগীদেরকে আন্তরিকভাবে চিকিৎসা দেখা ।

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর
ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা, ঢাকা
www.facebook.com/physio.Drsaiful

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৩২

starit বলেছেন: We Providing professional nursing service in your home
healthcare , medical equipment, rehabilitation, nursing home, nursing
care services to support all populations in the community, including
seniors and vulnerable individuals. With compassion we deliver the highest
standard of quality care to over 25,00 patients across in Dhaka http://www.isratnursingcarebd.com/

২| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

সুমন কর বলেছেন: শুভ কামনা..........

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

৩| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: গুড।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ডাঃ সাইফুল বলেছেন: ধন্যবাদ ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশা করছি ভালো করতে পারবেন

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন অবস্হায় রোগী পাঠালে ভাল হয়
একটু বর্ননা দিবেন ।

...................................................................................................
আমি এপর্যন্ত বহুস্হানে ফিজিওথেরাপি নিয়েছি
এখন দেশের মানুষকে বুঝাতে চাই
যারা এ বিষয়ে এখনো তেমন কিছুই জানে না
ফলে এর উপকারটুকু বোঝে না ।
..................................................................................................
ফিজিওথেরাপি খরচ বর্ননা অনুগ্রহ করে দেবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.