![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কযেক বছর আগেও সন্ধ্যায় বাসায় ফেরার সময় চপ অথবা সিঙ্গারা কিনে না নিয়ে আসলে কেদে বুক ভাসাতো,,,তার এখন নিজের ২ বছরের মেয়ে সামলাতে হয় । সত্যিই অবাক লাগে । আমার একমাত্র ছোট বোনের কথা বলছি । ওর নাম স্নিগ্ধা ।
আজ ওর জন্মদিন । কততম এখন ঠিক মনে পড়ছেনা , তবে ২১ অথবা ২২ হবে । একই শহরে থাকি আমরা । অথচ মাসে একবার অথাব দুই বার দেখা হয় আমাদের । আমি ধানমন্ডি ও মিরপুর থাকে । ছোট একটা বাসা নিয়ে ওদের ছোট সংসার ।নিজে পছন্দ করে বিয়ে করেছে ।ছেলেটা ভালো । এড ফার্মে চাকরি করে । নিজের অতিরিক্ত জেদ এর কারনে ছোট ছোট ঝামেলা বাদ দিলে আমার মনে হয় সুখেই আছে ।ওর মেয়ের নাম ছোয়া । আমি নাম দিয়েছি এনজেল । ২০১০ এর ২৯ জুন ওর জন্ম । এনজেল কে দেখলে ছোট্ট স্মিগ্ধার মুখয়ব চোখের সামনে চলে আসে । মনে পড়ে স্নিগ্ধার যেদিন জন্ম হয়,,,আমি আর আমার চাচতো মামা নানা বাড়ি উঠানে খেলা করছিলাম। মামারা নতুন টিভি কিনেছিলো । টিভিতে তখন রোমানা পেইন্ট এর এড দিতো । এড এর মেইন ভুমিকাই ছিলো একটা জোকার । জোকারটা কিভাবে নাচে, কি বলে সেগুলো মামা আমাকে করে দেখাচ্ছিলো । হঠাত আমার ছোট আন্টি এসে বললো তোর বোন হয়েছে । তোর থেকে ফর্সা । তার পর কি হয়েছিলো ভুলে গ্যাছি ।
এখন ওর বাসায় গেলে ও আমাকে খেতে দিয়ে সামনে বসে থাকে । নিজে হাতে রান্না করে । সংসারের সব কাজ একাই করে । খুব অবাক লাগে । যে মেয়ে নিজে হাতে ভাত বেড়ে খেতো না, প্রয়োজনে না খেয়ে থাকতো । সেই স্নিগ্ধা এখন কত্ত কাজ করে । আব্বু দেখে যেতে পারলো না । ছোট্টবেলায় ওর আর আমার খুব মারামারি হতো । মনে পড়ে একদিন ওকে কি কারনে যেনো মেরেছিলাম । রাতে আব্বু আসলে ও আব্বুকে বলে দেয় । আব্বু সেদিন আমাকে অনেক মেরেছিলো । বলেছিলো, আর কোনদিন যেনো আমি ওর গায়ে হাত না দিই । ও মারবে আর আমি শুধু মাইর খাবো । এরপর থেকে এই নিতী অনুসরণ করতাম । এর পর ওকে আর কোনদিন মারিনি । আব্বু ওকে অনেক বেশি ভালোবাসতো । আব্বুর মৃত্যুর সময় আমি আর আমার বোন দুজনের কেউ তার পাশে থাকতে পারিনি । শুধু আম্মু ছিলো । এখন আব্বুকে খুব বলতে ইচ্ছে করে...আব্বু তোমার মেয়ের একটা মেয়ে হয়েছে,...তুমি নানা হয়েছো । তোমার মেয়ে তোমার নাতনিকে মারে,,,এখন তুমি কিছু বলবেনা ?
আমার স্কুল জীবনে আমি আর আমার বন্ধুরা সবাই অপেক্ষা করতাম স্নিগ্ধার জন্মদিনের । কারন ওর জন্মদিন মানেই নাচ গান আনন্দ । জন্মদিনের সন্ধ্যায় হইতো কেক কাটা,,কেককাটা শেষ হলেই লটারি । ওর বান্ধবি আর আমার বন্ধুদের মধ্যে হতো প্রতিযোগিতা । নাজ গান কৈাতুক ।
এখন শুধু আমি না ,,আমার বন্ধুরাও সে দিনগুলো অনেক মিস করে ।
কাল ওর বাসায় যবো । পকেটের অবস্থা খুবই খারাপ । মেসের কারো কাছ থেকে যাওয়ার ভাড়া লোন নিয়ে যাবো । ছোট বোনের জন্মদিনে গিফটা না দিলে মানসম্মান এর উপর কোন প্রভাব পড়ে না । জানি আসার সময় প্রতিবারের মত হাতে কিছু টাকা দিয়ে বলবে রেখে দে । আমিও নির্লজ্জের মত নিয়ে নিবো । আমি ওকে বলেছি একদিন ওর সব টাকা শোধ করে দিবো । ও নাকি সেদিনের অপেক্ষায় আছে । আমিও ।
আপনারা আমার ছোট বোনের জন্য দোয়া করবেন,,,,শুধু আমার না পৃথিবীর সব ছোটবোনদের জন্য দোয়া করবেন,,,
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৭
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
২| ৩০ শে জুলাই, ২০১২ রাত ২:৪৭
মিজভী বাপ্পা বলেছেন: ছোটবোনের প্রতি আদর রইল।সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা রইল।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫১
স্বপ্নবাজ শয়ন বলেছেন: বাপ্পা ভাই,,ধন্যবাদ ,,,
৩| ৩০ শে জুলাই, ২০১২ রাত ২:৫৪
মাসুদুর রহমান০০৭ বলেছেন: আমার কোন ছোট বোন নাই।
আমি সবসময় ভাবি আমার যদি ছোট বোন থাকতো............।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫২
স্বপ্নবাজ শয়ন বলেছেন: তবে আপনারই সবার থেকে বেশি বোন ....ভাবনা কিসের ।
ধন্যবাদ ..
৪| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৩:০০
পাতিকাক বলেছেন: অনেক দোয়া রইল ছোট বোনটার জন্য।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৪
স্বপ্নবাজ শয়ন বলেছেন: অনেক ধন্যবাদ পাতিকাক ভাইজান ।
৫| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৩:০৩
ফুরব বলেছেন: শুভ জন্মদিন, পৃথিবীর সব ছোট বোনদের উদ্দেশ্যে।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৫
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ফুরব ভাইজান....ধন্যবাদ ।
৬| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৩:১৯
শ।মসীর বলেছেন: শুভ জন্মদিন ছোট বোনকে......।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৬
স্বপ্নবাজ শয়ন বলেছেন: শ ।মসীর ভাই ....ধন্যবাদ...
৭| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৯
তারকিস বলেছেন: অনেক ভালো লাগল আর আমার ছোট বোনের কথা মনে পরে গেল। অনেক দিন হল দেখিনা।
জন্ম দিনের শুভেচ্ছা স্নিগ্ধা কে। ভালো থেকো।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৮
স্বপ্নবাজ শয়ন বলেছেন: পাভেল ভাইয়া্ । অনেক ভালো লাগলো ,,,অনেক বেশি । ধন্যবাদ ভাইয়া ।
৮| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ৯:১৮
মনে নাই বলেছেন: অনেক অনেক দোয়া থাকলো।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৫:০০
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
৯| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ৯:১৮
সমানুপাতিক বলেছেন: অনেক ভাল লাগলো । জন্মদিনের শুভেচ্ছা আপনার ছোট বোনের জন্য ।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৯
স্বপ্নবাজ শয়ন বলেছেন: তাই !!ধন্যবাদ ভাইজান ।
১০| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৯
মুক্তকণ্ঠ বলেছেন: বোনের জন্যে ভালবাসা।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫৯
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
১১| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পৃথিবীর সকল বোনেরা ভালো থাকুক, শুভ জন্মদিনের শুভকামনা রইলো
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫০
স্বপ্নবাজ শয়ন বলেছেন: গুনি মানুষের মন্তব্য ....সত্যিই আনন্দিত ।
১২| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫১
ইনফাইনাইট বলেছেন: জন্মদিনের শুভকামনা রইলো ছোট বোনের জন্য। খোকসার পোলাপান আজ কাল ব্লগ লেখে দেখে অনেক ভাল লাগলো ।
৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৯
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান । ভাইজানরে তো চিনলাম না ।
১৩| ৩১ শে জুলাই, ২০১২ ভোর ৫:২৬
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
স্নিগ্ধা আপুর জন্য রইল অনেক অনেক আদর আর ভালোবাসা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবেন আশা করছি।
আমারও এরকম মাত্র তিনখানা কলিজার টুকরো আছে। যাদের বিন্দুমাত্র সমস্যা হলে আমার পুরো পৃথিবীই কেমন জানি এলোমেলো হয়ে যায়!!
পৃথিবীর সব ছোট-বড় বোনদের জন্য দোয়া রইল।
১৪| ৩১ শে জুলাই, ২০১২ ভোর ৫:৩১
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
স্নিগ্ধা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবেন আশা করছি।
আমারও এরকম মাত্র তিনখানা কলিজার টুকরো আছে। যাদের বিন্দুমাত্র সমস্যা হলে আমার পুরো পৃথিবীই কেমন জানি এলোমেলো হয়ে যায়!!
পৃথিবীর সব ছোট-বড় বোনদের জন্য দোয়া রইল।
১৫| ৩১ শে জুলাই, ২০১২ ভোর ৫:৪৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
বুঝলাম না!!! আমার প্রথম মন্তব্যটা সাবমিট করে দেখি সাবমিটে সমস্যা হল। তাই পেজ রিফ্রেশ করে আবারো মন্তব্য লিখলাম। এখন দেখি দুইটাই এসেছে!!!
সামুর বাগ নাকি??!!
যাইহোক, যেকোন একটা মন্তব্য মুছে দিয়েন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১২ রাত ২:৪১
বোকা০০৭ বলেছেন: পৃথিবীর সব ছোট-বড় বোনদের জন্য দোয়া রইল
বোনকে জন্মদিনের শুভেচ্ছা