নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঠোপথ২৩

মেঠোপথ২৩ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন নাহিদ ইসলাম

২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২৪



জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল নাহিদ ইসলাম।তোমরা এই জেন-যি প্রজন্ম সবাই আমার সন্তানের বয়সি বলে তুমি হিসাবে সম্বোধন করে এই পোস্ট লিখছি। রাজপথের মিটিং মিছিল থেকে জুলাই গণঅভ্যুত্থানে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের জনগণের মনে চিরকাল অমলিন থাকবে। জুলাই মাসের শুরুর দিকে যখন তোমরা কয়েকজন মিলে বৈষম্যবিরোধি আন্দোলন শুরু করেছিলে, তখন কেন যেন এই আন্দোলনকে অন্য যে কোন সময়ের চাইতে বেশ সুসংগঠিত মনে হয়েছিল। এরপরে যা হল তাতো ইতিহাস। শুরু থেকেই তোমার ধীর স্থির ও স্বান্ত স্বভাব দেখেই মনে হয়েছিল যে, এ পারবে আন্দোলনকারীদের মাঝে ঐক্য ধরে রাখতে। অনৈক্য ধরানোর হাজারো অপচেষ্টা, ষঢ়যন্ত্র সফলতার মুখ দেখেনি কেবল তোমার দৃঢ় নেতৃত্বের কারনে। আওয়ামিলীগের মত একটা ভয়াবহ মাফিয়া রেজিমের বিরুদ্ধে দাড়ানোটাই যেখানে অসম্ভব বলে মনে হয়েছিল একটা সময় সেখানে তোমাদের মত কিছু তরুন জীবনের মায়া তুচ্ছ করে যেভাবে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গেছ দুর্বার সাহসের সাথে , তা এদেশের মানুষের কল্পনার বাইরে ছিল।



উপড়ের ছবিটা যখন ফেসবুকে ভাইরাল হয় , তখন গুমের শিকার হয়ে কোনমতে প্রান নিয়ে ফিরে এসেছ । ততদিনে রাজপথে রক্ত দিয়েছে কয়েকশত তরুন। আসিফ গুম হবার পরে তার বাবাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছ। ছবিগুলো দেখতে দেখতে ভাবতাম এই ছেলেগুলো কিসের তৈরী? এদের কি ভয় ডর বলে কিছুই নাই? অনলাইনে আমরা যারা দীর্ঘদিন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লেখালেখি করতাম , তখন এক লাইন লিখি, আবার ডিলিট করি অবস্থা। ভয়কে জয় করতে পারিনি আমরা। কিন্তু তোমরা পেরেছ। আর পেরেছ বলেই আজ এই দেশের মানুষ মুক্তি পেয়েছে এক ভয়াবহ স্বৈরাচারের কবল থেকে।



জনগনের পাহাড়সম প্রত্যাশা পুরন করতে নতুন দল তৈরী করে নেতৃত্বে এসেছ তোমরা। অনেক পথ পারি দিতে হবে সামনে। এই দেশের বিপুল সংখ্যক মানুষ অপরাজনীতিতে অভ্যস্ত। দলবাজি করে অবৈ্ধ উপায়ে টাকা রোজগার করতে চায় তারা। তাদের চক্ষুশূ্লে পরিনত হয়েছ রাজনীতি করতে নেমে। হাজারো ফাঁদ পাতা হয়েছে তোমাদের ব্যর্থ করার অভিপ্রায়ে। তবে ডক্টর ইউনুস তোমাদের পথ প্রদর্শক। তার অনুসারিত পথে চললে একদিন এই দেশের ভাগ্য পরিবর্তন হবে বলেই আমাদের সবার প্রত্যাশা। হাসনাত আজ প্রধানমন্ত্রী সম্বোধন করে যে পোস্ট দিয়েছে , এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের সাফল্যের অন্যতম প্রধান একটা ধাপ। এই দেশে যেন, যে কেউ প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারে। এটাই প্রকৃত গনতন্ত্র। পরিবারতন্ত্র নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক।

অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪১

আমি নই বলেছেন: শুভ জন্মদিন। ছেলেটাকে আমার বেশ ভাল লাগে। আশা করি অবহেলিত জনগনের উন্নয়নে যুগোপযোগী কাজ করবে।

২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৭

মেঠোপথ২৩ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।

২| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৪

সৈয়দ কুতুব বলেছেন: শুভ জন্মদিন নাহিদ।

২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২২

মেঠোপথ২৩ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৬

যামিনী সুধা বলেছেন:



আমেরিকার ভাড়াটে জল্লাদেরা কিছু সময় আনন্দ করুক।

২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৪

মেঠোপথ২৩ বলেছেন: আফসোস লীগদের তীব্র জ্বালা ধরে এদের দেখলে।

৪| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কিছু দিন আগে, নাহিদ সিলেটে কেন গিয়েছিলেন জানেন কি?

শুভ জন্মদিন, নাহিদ ইসলাম।

৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ২:০৮

যামিনী সুধা বলেছেন:



জামাতের সব আমীরের ফাঁসি কিংবা জেল হয়েছে; এদেরও হবে।

৬| ২৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:১৬

কু-ক-রা বলেছেন: উহা (যামিনী সুধা) পাঁদগাজী। উহা বৃদ্ধ শকুনের মত অভিশাপ দিয়া যাইতেছে। তবে উহা সম্ভবত জানে না যে শকুনের দোয়ায় গরু মরে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.