নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ শয়ন

প্রতিনিয়ত বুনে চলেছি স্বপ্নের বীজ,,,,,

স্বপ্নবাজ শয়ন › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি তো পারিনা,,,টুকটাক মোবাইলগ্রাফি করি,,,ভাবছি কিছুদিন সেগুলোই পোষ্ট করবো,,,,প্রতিদিন সবার লেখা পড়ে পড়ে নিজেকে রিিনি রিিনি লাগে,,,!

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

ছবিটা তুলেছি পাবনার খাস চর থেকে । গত পরশু দিন আমারা কয়েকজন বন্ধু গিয়েছিলাম ঘুরতে । খোকসা ,আমলাবাড়ি (কুষ্টিয়া) থেকে নৈাকাযোগে যেতে ১০/১৫ মিনিট লাগে । অসম্ভব সুন্দর এলাকা । যদিও এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই । চারিদিকে পানি, মাঝখানে তাদের বসবাস । নদীর মধো ছোট ছোট দ্বিপ এর মত । আমাদের নৈাকার মাঝি ভাই বললো,,এখানে নাকি এক সময় সন্ত্রাসীদের ঘাটি ছিলো,,এখন নেই,,,তারা এদিক দিয়ে বেশ ভালোই আছে....একদিকে পাবনা অন্যদিকে কুষ্টিয়া । তারা পাবনার মধ্যো হলেও আমলাবাড়ি তাদের কাছে হওয়ায় নিত্যপ্রয়োজনীয় কাজে আমলাবড়ি, গোপগ্রামেই যায় ।



ছবিতে কিশোর কিশোরিরা নিজেরাই নৈাকা নিয়ে এসে ফসলের মাঠ থেকে জ্বালনী সংগ্রহ করে বাড়ি ফিরছে ।













মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: আর ছবি কই? এটুকুর কোন মানে হয়?

তাড়াতাড়ি আরও ছবি দেন, তা না হলে কেইস করব। কত সুন্দর ছবি হয়েছে জানেন আপনি?
লাইক দিলাম।

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:১৯

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ভাই বেশ কিছু ছবি দিতে চেয়েছিলাম,,,কিন্তু একটা ছবি দেবার পর নেট সমস্যার কারনে আর দিতে পারিনি,,,,,অবশেষে একটা ছবি দিয়েই শেষ করেছি,,,,যাহোক অনেক ধন্যবাদ ভাই,,,,কেইস কইরেন না,,,,ফুলিস রে ডরাই,,,,

২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্ষমতা থাকলে এওয়ার্ড ঘোষনা করতাম
স্বপ্নবাজের মোবাইলবাজীতে চমকিত এবং পুলকিত

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২১

স্বপ্নবাজ শয়ন বলেছেন: হে হে ......সুন্দর একটা কমেন্ট করেছেন,,মহাখুশি,,,,উতসাহিত হলাম অনেক,,,,অনেক ধন্যবাদ ভাই,,,,

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৩

আলী আকবার লিটন বলেছেন: কে বলল লিখতে পারেন না? কত সুন্দর লেখার সুচনা করেছেন আপনি জানেন ? আর ছবিটা এক কথায় অসাম!! সামনে আরও লেখা সহ ছবি দেখার আশায় রইলাম... :)

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২৪

স্বপ্নবাজ শয়ন বলেছেন: না ভাই,,,যতটুকু লিখেছি খুব কষ্টে :)
অনেক ধন্যবাদ আপনাকে...আর লেখা না থাকলেও ছবি পাবেন ,,,,আজ আমাদের গড়াই পারের কিছু ছবি পোষ্ট দিয়েছি,,,দেখার আমন্ত্রন রইলো,,,,

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২০

সুমন কর বলেছেন: মাত্র একটি!!! আরো দেবার প্রয়োজন ছিল।

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২৬

স্বপ্নবাজ শয়ন বলেছেন: দিতে তো চেয়েছিলাম ,,,নেট এর গতি অনেক কম থাকার কারনে দিতে পারিনি,,,কোনরকম একটা ছবি দিয়েই শেষ করেছি,,,,,আজ আমাদের এলাকার পাশের গড়াই নদির কিছু ছবি পোষ্ট দিয়েছি,,,আামন্ত্রন রইলো দেখার,,,, ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.