নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ শয়ন

প্রতিনিয়ত বুনে চলেছি স্বপ্নের বীজ,,,,,

স্বপ্নবাজ শয়ন › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রানের শহর খোকসার(কুষ্টিয়া) প্রান গড়াই এর কিছু ছবি । পর্ব ০১

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৫



রক্তিম সাজে সন্ধ্যা গড়াই,,,,,






গড়াই পারের রাজা,,,,, :)






খোকসার হিন্দু ধর্মালম্বিদের দূর্গাপূজা বিসর্জন উতসব গড়াই পাড়ে ।





ভয়ংকর সুন্দর গড়াই এর পেটে চলে গ্যাছে অনেক সবুজ,,অনেক বাড়ি,,অনেক জীবন,,,,





গড়াই এর দু:সময়,,কৃষক এর সুসময়,,,,,





গোধুলি গড়াই,,,,





বৃষ্টিতেও জেলেদের মাছ ধরা থেমে থাকেনা,,,,গড়াই এমন অনেক মানুষের দৈনন্দিন জীবিকার উতস ।





জেলের জাল ফেলে মাছ ধরা,,,গড়াই পারের নিয়মিত চিত্র ।




খোকসা বাধ থেকে নেয়া ছবিটা,,,,সেদিনের সন্ধ্যাটা সত্যিই চমতকার ছিলো,,,,

















মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার গড়াই পাড়ের ছবি। ধন্যবাদ

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৮

স্বপ্নবাজ শয়ন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই,,,,,

২| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: অদ্ভুৎ মায়াময় ছবিগুলো। ভালোলাগা রইল, আর +,

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ শয়ন বলেছেন: সত্যিই অনেক মায়াময় গড়াই!
ধন্যবাদ ভাই :) ভালো থাকবেন,,,,,

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো সুন্দর, তবে নদীর দুঃসময় হলে কৃষকের সুময় হতে পারেনা, নদী মারা গেলে এক সময় মানুষও মারা পড়বে।

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ শয়ন বলেছেন: আসলে ছবিটাতে বোঝাতে চেয়েছি নদী শুকিয়ে গেলে চরে কৃষকেরা ফসল ফলাই,,,,
আপনার কথার সাথে আমিও একমত অবশ্যই,,,,,ধন্যবাদ ভাই :

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

আদম_ বলেছেন: লগইন করিয়ে ছাড়লেন। অসাধারণ।

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৬

স্বপ্নবাজ শয়ন বলেছেন: তাই! অসংখ্য ধন্যবাদ ভাইজান :)

৫| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর।

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৭

স্বপ্নবাজ শয়ন বলেছেন: অনেক ধন্যবাদ,,,ভালো থাকবেন সুমন ভাই

৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

ঘুমখোর বলেছেন: কুমারখালিতে আমিও হেঁটে নদী পাড়ি দিয়েছি।

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৮

স্বপ্নবাজ শয়ন বলেছেন: তাই । আপনার বাড়ি কুষ্টিয়া ?

৭| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার সব ছবি ।

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫০

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান,,,উতসাহিত হলাম অনেক,,,দোয়া করবেন,,,আরো ভালো ছবি যেনো তুলতে পারি,,আপনাদের সাথে যেনো সেয়ার করতে পারি,,,,ভাালো থাকবেন ।

৮| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম আর শেষ ছবিটা দারুন। ভালোলাগা রইলো ভাই। :)

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫১

স্বপ্নবাজ শয়ন বলেছেন: হুম....সন্ধ্যায় মাঝে মাঝে ভয়ংকর সুন্দন রুপ নেই,,,,। ধন্যবাদ ভাইজান,,,ভালো থাকবেন ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । ভালো থাকবেন ।

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

হামিদ আহসান বলেছেন: সুন্দর ... ++

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই । ভালো থাকবেন ।

১১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

সাইলেন্স বলেছেন: রেনউইক বাধ গড়াই (কুষ্টিয়া শহর সংলগ্ন)।

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৪

স্বপ্নবাজ শয়ন বলেছেন: রেনউইক বাধ এর বেশ কিছু ছবি আছে,,,,,অনেক দিন যাওয়া হয়না,,,
আপনার বাড়ি কুষ্টিয়া?
ধন্যবাদ । ভালো থাকবেন ।

১২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

বোকামানুষ বলেছেন: সুন্দর কিছু ছবি +++++

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৫

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ধন্যবাদ ভাইজান,,,,

১৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সুন্দর

১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৫

স্বপ্নবাজ শয়ন বলেছেন: : ধন্যবাদ ভাইজান,,,,ভালো থাকবেন ।

১৪| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব গড়াই পাড়ের ছবির সাথে বর্ণনা উপভোগ করলাম খুব।


ধন্যবাদ আপনাকে। :)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

স্বপ্নবাজ শয়ন বলেছেন: উতসাহিত হলাম । আপনাকেও ধন্যবাদ ভাইজান,,,,,ভালো থাকবেন ।

১৫| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

বৃতি বলেছেন: চমৎকার সব ছবি। ভাল লেগেছে।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

স্বপ্নবাজ শয়ন বলেছেন: উতসাহিত হলাম । অনেক ধন্যবাদ ,,,,ভালো থাকবেন ।

১৬| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

হাসান রাজু বলেছেন: বন্ধু গিয়েছে ঢাকা থেকে। আমাদের শহরের পাশ ঘেঁসে যে নদী ছুটে গিয়েছে তার তীর ধরে হাঁটছি আর গল্প করছি - এই শান্ত দেখতে নদীটা কত ভয়ংকর হয়ে উঠে বিভিন্ন সময় । পানি বেড়ে গেলে পুরো শহরবাসী আর নদী পারের মানুষগুলো কতটা উৎকণ্ঠায় থাকি । এই নদী কত উত্তাল, রাগি, প্রচণ্ড স্রোত আরও কত শত ভয়ের গল্প । হটাত বন্ধুর চোখে পড়ল কয়টা গরু নদী পার হচ্ছে পায়ে হেটেই । তারপর তাকে আর ঠেকায় কে? সে কি ঝাড়ি- এই তোর উত্তাল নদী, এই তোর তিব্র স্রোতের নদী গরুও ডুবেনা । আরও কত কি .... । ক্যামনে বুঝাই নদী এখন শুকিয়ে গেছে । তার কথা একটাই " শুকাইছে বইলা কি এতই শুকায়া যাইব যে গরুও পাত্তা দিব না । "
সত্যি নদী গুলো মরে যাচ্ছে, সম্পদ কমে আসছে । কিছু করা উচিৎ এখনি ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

স্বপ্নবাজ শয়ন বলেছেন: বলেছেন: রাজু ভাই,,,,ভাবাইলেন,,,,,সত্যিই তাই,,,কিছু করা উচিত,,

১৭| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ জায়গা তো!

১৮| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: হুম,,,,অনেক সুন্দর,,,আমন্ত্রন রইলো,,,,,

১৯| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাই আমিও কুষ্টিয়ার মানুষ B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.