![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপারে ওসমানপুর ইউনিয়ন,,,ওই পারে খোকসা থানা শহর । প্রতিদিন এভাবে কয়েক হাজার মানুষ দৈনন্দিন কাজে এপার ওপার যাতায়াত করে ।
বালুচরে ফুটবল খেলছেন কখনো,,,আমি খেলেছি,,, ছোটবেলা গোসল করতে নদীতে যাবার সময় বল সাথে করে নিয়ে যেতাম । ঘন্টার পর ঘন্টা বালুখেলা,বল খেলা,লাফ ঝাপ গোসল শেষে বাড়ি ফিরতাম চোখ লাল করে ।
গড়াই পারের অাবহমান জীবন ।
কুষ্টিয়া- রাজবাড়ি মহাসড়ক পথে মীর মোসারফ হোসেন সড়কসেতু ও গড়াই রেল সেতু পাশাপাশি । খোকসা থেকে কুষ্টিয়া রেই্নকউইক বাধে নৈাকাভ্রমনে যাাবার সময় ছবিটা নিয়েছিলাম ।
গড়াই পারে গোসল এর আগে দুই বালিকা ।
গড়াই পারের রাজা এবং রাজকুমার ।
খোকসার হিজলাবট গ্রাম থেকে ছবিটা নিয়েছিলাম। ভাঙনে হিজলাবট গ্রামের খুব সম্বভত ৫০% এর বেশি এখন গড়াই এর দখলে ।
২| ১০ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১২
গোধুলী রঙ বলেছেন: অনেক সুন্দর।
কিন্তু আফসোস বাঙাল প্রকৃতির মর্যাদা বোঝেনা, ঘুরতে গেলেই চিপসের প্যাকেট আর কোকের বোতল সাগরে নদীতে বনে বাদাড়ে ফেলে আসে।
৩| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০
নিজাম বলেছেন: সুন্দর
৪| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১
সুমন কর বলেছেন: আগেরটির মতোই সুন্দর।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
অদ্ভুত সুন্দর