নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ শয়ন

প্রতিনিয়ত বুনে চলেছি স্বপ্নের বীজ,,,,,

স্বপ্নবাজ শয়ন › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ক্যামেরাই নিজের তোলা কিছু পাখির ছবি,,,

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৯



আামার বাড়ির উঠোন থেকে তোলা ছবিটা । সিপাহী বুলবুলি । নামে যেমন ঢঙ খাবার বেলাতেও তেমন আভিজাত্য।
এদের প্রিয় খাবার ফল ।



জোড়া ঘুঘু । ছবিটা নিয়েছিলাম আামার বাড়ির বারান্দা থেকে । দুইটার কি হইছে আল্লাহ ই জানে ,,,,একটা কাদছে....আরেকটা মুখ ঘোরায়ে বসে আছে.,,,,,




পরিচিত কিছু পাখি ছাড়া খুব একটা পাখি চিনিনা,,তবে পাখির ছবি তুলতে অনেক ভালো লাগে,,,,খুব সম্ভবত এটা কোকিল পাখি,,,ঠিকতো?
কোথেকে নেশা টেশা কইরা চোখ লাল কইরা বসে ঝিমাইতেছিল.....বেয়াদব ।




আরেক টা ঘুঘু,,, এত বড় ঘুঘু আমি দেখিনি আগে,,,,দেবদারু গাছের মাথায় বসে ছিলো । অনেক জুম করে ছবিটা নেয়া,,এজন্য খুব একটা ভালো আসেনি ছবিটা । এই ছবিটাও আামার বাড়ির মধ্য থেকেই নিয়েছিলাম ।
হালায় খাইয়া খাইয়া স্বাস্থ্য মাশাআল্লাহ বানাইছে,,,হালাই মনে হই ঘুষ খাই,,,,,,ঘুষখোর ঘুঘু,,,




এটা কি পাখি আমি নিজেও বুঝিনা,,,অনেক দিন আগে ছবিটা নিয়েছিলাম পাকশি পদ্মার পাড় থেকে,,,তবে আমার মনে হয় এটা ফিঙে পাখি,,,।
ছ্যাকা খাইয়া নদীর ধারে বসে কাদতাছিলো,,,





আমাদের খোকসা বাসস্ট্যন্ড থেকে তোলা ছবিটা । শীতকাল এলেই চড়ই পাখিগুলো এই গাছে এভাবে জমায়েত হয় । কিচিরমিচর শব্দে আশপাশ মুখরিত হয়ে থাকে ।
চারিদিক অমানুষেরা যেমনে গাছ কাটতাছে...আর কয়দিন পর থাকুম কয়,,,,এই নিয়েই মিটিং চলতাছিল ,,,,




এই ছবিটাও খোকসা বাসস্ট্যন্ড খেকে নেয়া । মন খারাপ কবুতর । অনেক সময় মন খারাপ করে বসে ছিলো,,,ছবি তুলে দিলাম,,হাসতে হাসতে চলে গেল । :)





ঝুলন্ত বাবুরা,,,,,পাখির পোষ্ট এ বাবুদের ছবি দেয়া কি ঠিক হল? অদ্বুত এক পাখি বাদুর !! যাহোক এই ছবিটাও আমার বাড়ির উঠান থেকে নেয়া,,বাড়ির পাশের দেবদারু গাছ থেকে ।





মেঘলা দিনের অভিমান । আহারে!! :) পোষ্টের বেশির ভাগ ছবি আমার বাড়ি থেকে তোলা ,,,এই ছবিটাও দেবদারু গাছ থেকে নেয়া,,,,


ক্যামেরাটা নষ্ট হয়ে এ বছর আর পাখির ছবি তোলা হইনি ।এগুলো সব পুরাতন ছবি । এ বছর ফোন দিয়েই ছবি তুলি । তবে ফোন দিয়ে পাখির ছবি তো তোলা যায়না । যাহোক ,,,,ভালো থাকাবেন,,,,খাচায় বন্দি করে পাখিকে ভালো না বেসে উন্মুক্ত পাখিকে ভালোবাসুন,,,,,দয়া করে পাখি মারবেন না,,,,,,ধন্যবাদ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবারো বলছি স্বপ্নবাজের ক্যামেরাবাজীতে মন্ত্রমুগ্ধ
১ম এবং সর্বশেষ দুটোই মাস্টারপিস
সাব্বাস মামুর বেটা

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

স্বপ্নবাজ শয়ন বলেছেন: হে হে হে..কমেন্ট টা ভাল্লাগছে ,,,,,,,,ধন্যবাদ ভাইজান ।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


খুবই সুন্দর

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

স্বপ্নবাজ শয়ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকবেন,,,,

৩| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

হাসান রাজু বলেছেন: অসাধারন ছবি, অসাধারণ বর্ণনা /ক্যাপশন। শেষের ছবিতার তুলনা হয় না ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:০১

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ভাই কি ক্যাপশন দিবো ভেবে পাইনা বলে ছবি আপ দিতে ইচ্ছে করেনা,,,,আর আপনার ক্যাপশন ভালো লাগলো,,,!! সত্যিই অনেক অনুপ্রানিত হলাম ভাই...অনেক ধন্যবাদ ভাই..অনেক,,,ভালো থাকবেন ,,,,

৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো আলোকচিত্রী আপনি!!!

অনেক ভালো লাগলো প্রতিটি ছবি!!

মেঘলা দিনের অভিমান । মুগ্ধতা!!!

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৬| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন!
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.