![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার..!!
ক দিয়ে কক্সবাজারের শুরু হলেও এখানে 'ক' এর অস্তিত্ব নেই বললেই চলে, 'ক' এর অস্তিত্ব 'হ' তে গিয়ে বিলীন হয়েছে।
কক্সবাজার কে হক্সবাজার...!!
টেকনাফ কে টেহ্নাফ...!!
কালুর দোকান কে হালুর দোকান...!!
কলাতলী কে হলাতলী...!!
বাংলা ভাষার করুন দশা যে কয়টা স্থানে শেষ পীঠে গিয়ে ঠেকেছে কক্সবাজার তার মধ্যে অন্যতম।
কম্পারেটিভলী হক্সবাজারের চেয়ে টেহ্নাফ কিছুটা ক্রিটিক্যাল
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
বাকপ্রবাস বলেছেন: যেমন ক্রিটিক্যাল বুঝতে পারলে তেমন মজা।
মধু হই হই বিষ হাওয়াইলা গানটার মতো মজা
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২
মাহমুদুর রহমান বলেছেন: হাসলাম কতক্ষন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
নজসু বলেছেন: ভাই এটা তো অঞ্চলের দোষ। আঞ্চলিক ভাষা বলে একটা কথা আছে। এলাকা বিশেষে উচ্চারণের তারতম্য রয়েছে।
লেখার সময় নিশ্চয়ই তারা সঠিকটাই লিখে থাকেন।
আমাদের দেশের গ্রামে গঞ্জে ক'জনই বা শুদ্ধ ভাষায় কথা বলেন।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ধ্বনির ফুল
ফুটে বাধায় এবং নিস্তব্ধতায়
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
কে ত ন বলেছেন: কক্সবাজারের আলাদা কোন ভাষা নেই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের ভাষা একদম একই রকম। বুঝা যায়, কিন্তু বলা যায়না।
আন্নে হই জায়গুর? আর বারি হালুরহাট, মেজাইন্না হালে আইউন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শুনে ছি কক্সবাজার
প্রথমে বুঝতেই পারি নাই, অন্য একজনের সাহায্যে বুঝলাম কি বলছে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভাষাগত তারতম্য বা সমস্যা যুগে যুগে চলে আসছে, আরো বিবর্তন হবে
কিন্ত কোন দিন সারা বিশ্বে একক ভাষা প্রচলন হবে না ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বাগত আপনার ভাষার তরে আকুতি দেখে