![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিকানা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ । যাদের এই পৃথিবীতে কোনো ঠিকানা নেই তাদের বেচেঁ থাকার কোনো অধিকার কি আছে?? যাদের জন্ম থেকে এখনও পর্যন্ত শুধু কষ্ট করে যেতে হচ্ছে, বেচেঁ থাকার চেষ্টা,ভালো থাকার চেষ্টা,ভালো খাবার চেষ্টা, তাদের কি বেচেঁ থাকার কোনো অধিকার আছে?? অবশ্যই আছে । খুঁজলে পাওয়া যাবে বেচেঁ থাকার সহস্র কারণ, যার সামনে এই কষ্ট গুলো কিছুই না, হাসি মুখে মেনে নেওয়া যায় এমন লাখো কষ্ট । তাদের মধ্যে একটি হলো সম্পর্ক । যা মানুষকে বেধে রাখে এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে । আর সম্পর্ক বেচেঁ থাকে ভালোবাসায় । ভালোবাসা যায় খুব সহজে । কিন্তু তা টিকিয়ে রাখা টা তেমনি কঠিন । অক্লান্ত পরিশ্রম দিতে হয় এর পেছনে ।
অনেকেরই ধারণা ভালোবাসায় আবার পরিশ্রম কেনো দিতে হবে?? এটা তো মনের সম্পর্ক,বিশ্বাসের সম্পর্ক,আস্থার ভরসার সম্পর্ক... এতে শ্রম না দিলেও টিকে থাকবে__যা টিকবে না তা কখনও ভালোবাসা ছিলই না...।
না, আমি বলবো, "না" । ভালোবাসায় দিতে হয় জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম,সময়,চেষ্টা, দিতে হয় ভালোবাসার মানুষটিকে সবচেয়ে বেশি গুরুত্ব,মাঝে মাঝে হঠাৎ করেই বলে দিতে পারেন আজ তোমাকে খুব সুন্দর লাগছে, সে হয়তো এলো চুলে নানা কাজে ব্যাস্ত__হঠাৎ করেই বলে দিতে পারেন এভাবে চুল বেধে আজ তোমায় দারুন লাগছে__দেখবেন তার চোখ দুটি তারার মত জ্বলজ্বল করছে খুশিতে । এই ছোট ছোট বাক্য গুলো ব্যয় করলে কি আপনার খুব ক্ষতি হবে?? অসুস্থ অবস্থায় পাশে থাকতে হবে,মনে থেকে না আসলেও সে সময় দেখাতে হয় অশেষ মায়া, কারণ অসুস্থতায় শরীর মন দুটোই খুব দূর্বল থাকে । এসবে হয়তো আপনার অন্তরের অন্তঃস্থলে অবস্থিত পুরুষত্ব আপনাকে বাধা দিবে । কিন্তু বিশ্বাস করুন আপনি বিন্দু মাত্র ছোট হয়ে যাবেন না । বরং অনেক সন্মান বাড়বে আপনার । ভালোবাসা বাড়বে দ্বিগুণ ।
তাকে পেয়ে গেছেন বলে তার আর মূল্য থাকতে নেই?? যা খুশি বলবেন যা ইচ্ছা করবেন যেমন খুশি আচরণ করে যাবেন দিনের পর দিন...কেনো?? সেও মাঝে মাঝে প্রতিবাদ করে তাও সেটা হয় আকুতি রুপী... কেনো??
ওই যে শুরু তেই বললাম, "ঠিকানা" । তার যে যাবার কোনো জায়গা নেই । আপনি ছাড়া বেচেঁ থাকার কোনো উপায় নেই । হায়...কি সে ভাগ্য হঠাৎ করেই একদিন জানা গেলো মনে মনে তাকে ছেড়ে দেবার ইচ্ছা পোষণ করা হচ্ছে__তার এত বছরের সংসার,ভালোবাসা,শ্রম সব যেনো নিমিষেই ধূলিসাৎ হয়ে গেলো... তারপরও আকড়ে ধরে আছে, হাসিমুখে, ভয়ে ভয়ে আছে এই বুঝি আমাকে ছেড়ে চলে গেলো, প্রতিদিন তার খুশির জন্য সব নিঃশেষ করতে থাকে । নিজেকে প্রতিনিয়ত স্বামীর পছন্দের রূপে রূপান্তরিত করতে থাকে, হারাতে থাকে নিজের সত্তা নিজের পরিচয়....কেনো?? সে কি পারে না সব ছেড়ে নতুন করে বাঁচতে?? চেষ্টা করতে?? না,,, সে ভয় পায়, এই পৃথিবী, পৃথিবীর মানুষ, সব কিছু কেনোনা সে তো ঘরকুনে হয়ে ছিল সারাটা জীবন, স্বামী আর সংসারটাই তার পৃথিবী । বাহ্যিক জগৎ এর কিছুই তার হিসেবে নেই । এখন তার প্রতিদিনের কাজের প্রধান কাজ থাকে সব ভালো রাখার চেষ্টা, এই না বুঝি আমায় ছেড়ে দিলো, এই বুঝি আমাকে বলেই দিলো সম্পর্কটা শেষ করতে চাই । ভয়ে ভয়ে কাটে তার প্রতিটা দিন মাস বছর ।
এত ভয় কেনো??
___ওই যে শুরু তেই বললাম, "ঠিকানা" । তার যে যাবার কোনো জায়গা নেই ।
নেই এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো আশ্রয় ।
©somewhere in net ltd.