![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
সত্ত্ব, রজঃ এবং তমঃ এই তিন গুণ প্রাণ হতে উৎপন্ন; মুলাধার হতে নাভির নীচে পর্যন্ত তমোগুণের স্থান; নাভি হতে কণ্ঠের নীচে পর্যন্ত রজোগুণের স্থান; এবং কণ্ঠ হতে আজ্ঞাচক্র পর্যন্ত সত্ত্বগুণের স্থান।
প্রাণের চঞ্চল অবস্থারুপ মন, যখন যে গুণের স্থানে থাকে, তখন জীবের তদানুযায়ী ভাব হয়। মন যখন সত্ত্ব গুণের স্থানে থাকে, তখন সাত্ত্বিক ভাবাপন্ন হয়; যখন রজস্তমো গুণের স্থানে থাকে, তখন রাজসিক ও তামসিক ভাবাপন্ন হয় এবং উক্ত ভাবানুযায়ী শম, দম, হর্ষ, দর্প, শোক, মোহ ইত্যাদি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ মন যখন তামসিক ভাবাপন্ন থাকে তভন শোকমোহাদির জ্বালা ভোগ করে; যখন রজোগুণের স্থানে রাজসিকভাবে থাকে, তখন হর্ষ ও দর্পাদিতে অভিভূত থাকে এবং যখন সত্ত্বগুণের স্থানে থাকে, তখন শম (অন্তঃকরণের স্থিরতা); দম (দমন করা-ইন্দ্রিয় সংযম শক্তি) ইত্যাদি সাত্ত্বিকভাবে থাকে।
শুভ হোক রাত্রি...স্রষ্টা সবার সর্বাঙ্গীণ কল্যাণ করুক।
©somewhere in net ltd.