![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
পাচটি জ্ঞান ইন্দ্রিয়ের 05টি গুণ আছে। পাচটি গুণ হচ্ছে- শব্দ, স্পর্শ, রুপ, রস ও গন্ধ। কান দ্বারা শব্দ, ত্বক দ্বারা স্পর্শ, চোখ দ্বারা রুপ, জিহ্বা দ্বারা রস ও নাক দ্বারা গন্ধ। এই পাচটি জ্ঞান ইন্দ্রিয়ের পাচটি গুণ সমষ্টি দিয়ে বুদ্ধির দ্বারা মন প্রবৃত্তি নির্বাচন করে। নির্বাচিত প্রবৃত্তি অনুযায়ী কর্ম ইন্দ্রিয় সমূহকে নির্দেশ প্রদান করে। কর্ম ইন্দ্রিয় সমূহ সেভাবে কর্মে প্রবৃত্ত হয়।
জ্ঞান ইন্দ্রিয়ের গুণ সমূহের দ্বারা মনে যখন প্রবৃত্তি নির্বাচিত হয় তখন মনে 06টি প্রধান প্রবৃত্তি বা রিপু বা শত্রু উৎপন্ন হয়। 06 রিপু হচ্ছে- কাম বা কামনা করা >প্রত্যাশা করা>, ক্রোধ বা রাগ, লোভ, মোহ, ও মোৎসর্য। এই ছয় রিপুর ফাদে পড়ে মন ব্যতিবস্ত থাকে সারাক্ষণ। এই ছয় প্রকারের প্রবৃত্তি নিয়েই মেতে থাকতে চায় সর্বক্ষণ।
প্রত্যেক ইন্দ্রিয়েরই স্ব-স্ব বিষয়ে (অনুকুলে) অনুরাগ ও (প্রতিকুলে) দ্বেষ ভাব বিদ্যমান। যার যেটা কাজ সেটা তা করতে না পারলেই মনে বিরুদ্ধ ভাব উৎপন্ন করে। সৃষ্টি হয় সংঘাত। সংঘাতে উপরোক্ত রিপু সমূহের সৃষ্টি হয়। মনকে বিমোহিত বা আচ্ছন্ন করে রাখে। মনের গতি তাতে অধোপতিত হয়। মানুষ ক্রমান্বয়ে বিষয়ের ফাদে পড়তে থাকে। সে নিজের আত্ম-উপলব্ধি ভুলে যায়। হয়ে যায় ইন্দ্রিয়ের গুণ সমূহের দাস। (চলবে)
©somewhere in net ltd.