![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
মানব অনুভুতিতে উভয়মূখি স্বভাবজাত কিছু শক্তি রয়েছে- সেগুলো হচ্ছে---
ভয়, জেদ, ইচ্ছা, ধৈর্য, আনুগত্য, ত্যাগ,উদারতা, ক্ষমা, ও বিশ্বাস।
এই শক্তি গুলো ভাল ও মন্দ উভয় পক্ষেই কাজ করে। প্রবৃত্তি সমূহকে যুদ্ধ দ্বারা পরাজিত করতে পারলে...ধীরে ধীরে তারা মন্দের পক্ষ ত্যাগ করে ভালোর পক্ষ অবলম্বন করে। এক সময় মনও ভালোর দিকেই তার প্রবৃত্তিসমূহকে চালিত করে। শুরু হয় আত্ম রাজ্য স্থাপনের কাজ।
উপরে বর্ণিত সকল শক্তির প্রধান শক্তি হচ্ছে প্রাণ। প্রাণই সকল কিছুর কেন্দ্রবিন্দু। প্রাণ নেই তো কোন শক্তিই কোন কাজে আসবে না। প্রাণটাই চঞ্চল হয়ে মন উপাধি ধারণ করেছে। আর শ্বাস-প্রশ্বাস রুপে প্রাণ মহাকালের দিকে প্রবাহিত হচ্ছে। (চলবে)
©somewhere in net ltd.