নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে নিজেকে উপলব্ধি করতে চাই। আমার দ্বারা যেন একটি পিপড়ারও কোন ক্ষতি না হয়। বিশ্বাস করি প্রাণই ঈশ্বর।

দুলাল মোহন্ত

আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।

দুলাল মোহন্ত › বিস্তারিত পোস্টঃ

আত্মজ্ঞান -পর্ব-০৬ (নিজেকে বুঝতে হলে জানতে হবে)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

মন যখন কোন বিষয় কামনা বা প্রত্যাশা করে তার মত করে পায় না বা কোন বাসনা পুরণ হয় না তখন ক্রোধ বা রাগের উৎপত্তি হয়। জ্ঞান ইন্দ্রিয় দ্বারা গোচরীভূত বা অনুভূত সকল বিষয় তড়িত বেগে ভ্রু-যুগলস্থিত স্থানে প্রথমে অনুভূত হয়...অতঃপর মন সিদ্ধান্ত গ্রহণ করে সে কোন প্রবৃত্তি বা রিপুকে ব্যবহার করে বিষয় ভোগ করবে। সেক্ষেত্রে কামনা বাধাগ্রস্ত হলে মন সাধারণতঃ ক্রোধ নামক রিপুর ফাদে পড়ে।

সাধারণ মানুষ ক্রোধ জয়ের জন্য কেউ মাটির দিকে তাকায় কেউ মাটিতে বসে পড়ে কেউ বা মাটিতে গড়াগড়ি দেয়। মুলতঃ মন যেখান হতে রিপুর ফাদে পড়ার উপক্রমিত হয় ঠিক সেখানেই রয়েছে নিবৃত্তি শক্তি...ক্রোধ উৎপন্ন হচ্ছে এমন বুঝার সাথে সাথে যদি জোরে শ্বাস নিয়ে নাভিতে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে ছাড়া যায় এবং শ্বাস ছাড়ার সময় যদি ভ্রু-যুগলের ভিতর মনকে রাখা যায়..তবে নিমিষেই ক্রোধ দমন হয়ে যাবে। ক্রোধ পঞ্চ-শক্তির কাছে পরাজিত হবে। এ্ই সব প্রতিনিয়ত শরীরে হচ্ছে ..শুধু প্রাণের দিকে ..অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের গতি ধীর করে মনকে ভ্রু-যুগলের মধ্যে রাখতে পারলেই ষড়রিপুকেই দমন করে রাখা সম্ভব। (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.