নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে নিজেকে উপলব্ধি করতে চাই। আমার দ্বারা যেন একটি পিপড়ারও কোন ক্ষতি না হয়। বিশ্বাস করি প্রাণই ঈশ্বর।

দুলাল মোহন্ত

আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।

দুলাল মোহন্ত › বিস্তারিত পোস্টঃ

আত্মজ্ঞান- পর্ব-০৮ (নিজেকে বুঝতে হলে জানতে হবে)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

দেহে সাতটি প্রধান বায়ু প্রবাহিত হয়....এই সাত বায়ু 49 বায়ু রুপে মানব দেহে বিভিন্নকার্য সম্পুর্ণ করে। প্রধান সাতটি বায়ু হচ্ছে- প্রাণ বায়ু, অপান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু, সমান বায়ু, পরিবহ বায়ু ও পরাবহ বায়ু।
ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম এবং মন, বুদ্ধি, অহংকার ইহা প্রকৃতির গুণ এবং ইহাদের দ্বারাই কার্য সকল সম্পাদিত হয়, অর্থাৎ রক্ত মাংসে বায়ু গিয়ে তেজের দ্বারা প্রাণ ও অপান বায়ুর কার্য সম্পাদন হয়ে থাকে। প্রকৃতির এই গুণের সাথে ইন্দ্রিয়সমূহ যুক্ত থেকে অপরাপর কার্য সকল সম্পন্ন করছে।
তেজ প্রকৃতি চক্ষুতে আছে, তার দ্বারা দর্শন কার্য , বায়ু অfছে কানে, তার দ্বারা শ্রবণ কার্য , জল আছে জিহ্বায়, জিহ্বা দ্বারা আস্বাদন কার্য, ক্ষিতি আছে নাসিকায়, নাসিকা দ্বারা ঘ্রাণ কার্য, এই রুপে প্রকৃতির গুণ ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম সকল সর্ব্বতোভাবে সম্পাদিত হচ্ছে। (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.