![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের আন্দোলন থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের ডাক আসার পর ‘অনিশ্চয়তার’ মধ্যে ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখা থেকে কযেক শ’ গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিচ্ছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ গণজাগরণ আন্দোলনের স্থানীয় সমর্থকরা সোমবারই এ শাখা ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।
এর আগে তারা জামায়াত নেতাকর্মীদের পরিচালিত নেত্রকোনা আইডিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আইডিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে তালা ঝুলিয়ে দেয়।
তরুণদের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে ব্যাংক খোলার আগেই হিসাব প্রত্যাহারের জন্য গ্রাহকরা শহরের ছোট বাজারের হাশেম প্লাজায় ব্যাংক কার্যালয়ে ভিড় করতে থাকেন।
সকাল ৯টায় ব্যাংকের কার্যালয় খুলতেই গ্রাহকরা তাদের হিসাব প্রত্যাহারের আবেদন শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জটলাও বাড়তে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পঁচাত্তর বছর বয়সী জুবায়েদুল ইসলাম (হিসাব নম্বর ৯১৯৩) দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় তিনি ব্যাংকে এসেছেন।
দুপুর পর্যন্ত দুই থেকে তিনশ জন হিসাব প্রত্যাহার করে টাকা তুলে নিয়ে গেছেন বলে তার ধারণা।
৯১৯২ নম্বর অ্যাকাউন্টের গ্রাহক হেনা আক্তার জানান, যে কোনো সময় ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকেই তিনি হিসাব প্রত্যাহার করে জমা টাকার পুরোটাই তুলে নিয়েছেন।
ব্যাংকের ব্যাপস্থাপকও ব্যাংক বন্ধ না হওয়ার নিশ্চয়তা দিতে না পারায় হিসাব প্রত্যাহার করেছেন বলে জানান গ্রাহক আব্দুল মোতালেব (হিসাব নম্বর ১৫৭২)। একই কথা বলেন ৪৭৯০ নম্বর হিসাবের মিনা আক্তার।
ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, সকাল থেকে বেশ কিছু গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন।
তবে ঠিক কতোজন হিসাব প্রত্যাহার করেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই ব্যাংক কর্মকর্তা।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, ব্যাংকটির নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ধন্যবাদ নেত্রকোনার মানুষদের।
সূত্র
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
দূর্ভাষী বলেছেন: K P Test Positive
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
নায়করাজ বলেছেন: যার যার ইসলামী ব্যাংকে একাউন্ট আছে, তারা দ্রুত টাকা সরান। কারণ যে কোন মুহূর্তে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। সরকার ইসলামী ব্যাংক সম্পর্কে খোঁজ নিচ্ছে।
কেবল জঙ্গী তৎপরতায় অর্থ দেয়ার অভিযোগেই এই ব্যাংকটি বন্ধ করে দেয়া যায়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
দূর্ভাষী বলেছেন: সহমত
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
ফজলুলহক কিরন বলেছেন: সরকারি ব্যাংকে এ টাকা রাখুন আর সরকারি দলের পেট মোটা তাজা করুন।ইসলামী ব্যাংক বাংলাদেশ এ নাম্বার ওয়ান ব্যাংক আমার মনে হয় ইহা একটা রিউমার ক্রিয়েট কারার চেষ্টা চাড়া আর কিছু না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
দূর্ভাষী বলেছেন: হু, কে পি টেস্ট পজিটিভ
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: নেত্রকোনার একজন সন্তান হিসেবে গর্ব বোধ করছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
দূর্ভাষী বলেছেন: Thanks to Netrokona
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
সবার প্রিয় বলেছেন: ঠিকি আছে........ ইসলামের নামে ব্যবসা করে এরা আবার বড় বড় লেকচার মারে........।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
দূর্ভাষী বলেছেন: ইসলামী ব্যাংক নিলে মুনাফা আর অন্যরা নিলে সুদ।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
আমিনুর রহমান বলেছেন: দারুন খবর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
দূর্ভাষী বলেছেন: সহমত
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
জানা বলেছেন:
বিষয়টির ব্যাপক প্রচার দরকার। সবাইকে এখনই সচেতন হতে হবে। এদের সাথে লেনদেন বন্ধ করতে সবাই ব্যাপক প্রচারণা চালিয়ে যান। এদেশের ধর্মপ্রাণ নিরিহ মানুষগুলোকে এই হারমখোরদের হাত থেকে বাঁচাতে পারলে ইহকাল পরকাল মহাকাল সবটাই মঙ্গলময় হবে।
সবাই নিরাপদ থাকুন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
দূর্ভাষী বলেছেন: ধন্যবাদ জানা আপু, দীর্ঘদিন পরে আমার বাড়িতে আপনার পায়র ধুলি পড়ল।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ক্ষুদ্র মানব বলেছেন: মিথ্যা বলা মহাপা্প। ৯১৯২,৯১৯৩ সহ সবগুলো একাউন্ট সচল এখনও। মিথ্যা প্রপোগান্ডা না চালিয়ে ভাল কাজে সময় দে ছাগল কোথাকার।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেশের অর্থনীতির জন্য মোটেই সুখকর হবে না --
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
ক্ষুদ্র মানব বলেছেন: মিথ্যা বলা মহাপা্প। ৯১৯২,৯১৯৩ সহ সবগুলো একাউন্ট সচল এখনও। মিথ্যা প্রপোগান্ডা না চালিয়ে ভাল কাজে সময় দে ছাগল কোথাকার। সাথে 9192 এর ব্যাংক স্টেটমেন্ট দিলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
দূর্ভাষী বলেছেন: মিথ্যা বলা মহাপাপ, কিন্তু মিথ্যা তথ্য প্রমান হাজির করা তার থেকেও বড় পাপ।
যে স্টেমেন্ট এর কপি আপনি দিলেন সেটাতে ২০-১২-২০১২ এর পর কোন লেনদেন নেই। এবং শেষ মাসে এক সংগে দুটি কিস্তি দেয়া হয়েছে। এমন একটা তথ্য না দিলে ও পারতেন, আর আপনি 9192 হিসাবে যে স্টেটমেন্ট দিয়েছেন তা আসলে 919218 নং একাউন্টের।
----------------------
কেপি টেস্ট পজিটিভ।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
গধযনঁন বলেছেন: াহাহাহাহা
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ক্ষুদ্র মানব বলেছেন: লেখক সাহেব না জেনে আরেক জনের গোয়ায় আংগুল দেয়া ঠিকনা। আরে বেটা সেতো 20/12/12 এর পর আর তার ইনস্টলমেন্ট দেয়নি। ব্যাংকিং না বুঝে গাধার মত কথা বলস কেন? আরে 17 ডিজিটের পুরা একাউন্ট নং কী সবাই মনে রাখে নাকি বেসিক ডিজিট মনে রাখে। 9192 এর পর তার ব্রাঞ্চের কোড আছে, বুঝলি গাধা। ইসলামী ব্যাংক তো তোকে গোয়া মারে নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
দূর্ভাষী বলেছেন: আমি গাধা হই সমস্যা নেই, কিন্তু কোন একাউন্টের সংক্ষিপ্ত রুপ হয় তার শেষের ছয় ডিজিট। এর আগে ব্রাঞ্চ কোড বা অন্যান্য কোড বসে।এখানে দেখছি ব্রাঞ্চকোড শেষে বসালি তুই। আর, আমারে ব্যাংকিং বুঝাস না। ব্লক খেয়ে বসে থাক ছাগুর বাচ্চা।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ক্ষুদ্র মানব বলেছেন: এক সংগে কোন ডিপিএস এর একের অধিক কিস্তি তো যে কোন ব্যাংকেই দেয়া যায় যদি বাকি থাকে কিংবা অগ্রিম দিতে হয়।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুদের জন্য অশনিসংকেত-
http://imgur.com/XvFX1Vo
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
সান্টু বলেছেন: মনে হয় খুবই ভালো কাজ হয়েছে? সরকারী ব্যাংক অনেক আছে তাদের লেনদেন আর ইসলামী ব্যাংকের লেনদেন আকাশ পাতাল পার্থক্য। আসলে দেশে একটা অরাজগতা সৃষ্টির জন্য কিছু লোক পায়তারা করছে। ইসলামী ব্যাংক বন্ধ হলে আমাদের দেশেরই ক্ষতি।