নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইরন ইরন

ইরন ইরন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ উন্মাদনা + ব্রাজিল- আর্জেন্টিনার পতাকা

১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩৩

রাস্তায় বের হলে এখন কি চোখে পড়ে?? সবাই এক বাক্যে স্বীকার করবেন চারিদিকে বিশ্বকাপ উন্মাদনা আর পতাকার ছড়াছড়ি। পাড়া-মহল্লায়, বাড়ির ছাদ, জানালার কার্নিশ, গাড়ি, রিক্সা, গায়ের জামা, কাধের ব্যাগ যেখানেই তাকান না কেন শুধু পতাকা আর পতাকা। তবে বাংলাদেশের নয় অন্য দেশের, বাংলাদেশের পতাকা হলে হয়তো এই লিখাটা লিখতাম না(কারো কারো বাড়িতে অবশ্য বাংলাদেশের পতাকা টানানো হয়েছে)। বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী ৩২ টি দেশের পতাকাই কম বেশি বাংলাদেশের বাড়ি গুলোতে উড়ছে তবে তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকাই সবচেয়ে বেশি চোখে পড়ে। বাংলাদেশের মানুষ তাদের আবেগ দিয়ে প্রিয় দলের পতাকা টানাচ্ছেন, হৈ-হুল্লোড় করছেন; ব্যাপারটা খারাপ না কিন্তু মনের মাধুরী মিশিয়ে তারা কত ভুল রকমের পতাকা যে বানাচ্ছেন তা হয়তো তারা নিজেরাও জানেন না। আমার আজকের লেখার বিষয়টা এই পতাকা নিয়েই। কোন দেশের পতাকা কেমন এসব নিয়ে অনেক তথ্যই আপনি নেটে পাবেন কিন্তু আমরা হুজুগে বাঙ্গালী, আমাদের এসব দেখার সময় কই। আমি ১০০% নিশ্চিত বাংলাদেশে যারা ব্রাজিলের সমর্থক আছেন তাদের ৮০%ই ব্রাজিলের পতাকা সম্পর্কে পূর্ণ ধারনা রাখেন না। এদিক থেকে আর্জেন্টিনার সমর্থকরা আবার সৌভাগ্যবান, আর্জেন্টিনার পতাকাটা তুলনামূলক ভাবে অনেক সহজ। তারপরও অনেকে আছেন যারা ঠিকমতো আর্জেন্টিনার পতাকা সম্পর্কে জানেন না। সে যাই হোক, আসুন আমরা ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দেশের পতাকা সম্পর্কে একটু জেনে নিই। (আশা করি এই লেখাটা পড়ার পর আপনারা এই দুই দেশের পতাকা নিয়ে নেটে আরো বিস্তারিত দেখে নিবেন)।



ব্রাজিলের পতাকা সম্পর্কিত তথ্যঃ (ছবিটি ভালোভাবে লক্ষ্য করবেন)

সবুজ জমিনে হলুদাকৃতির একটি রম্বস বা Diamond Shape ও বলতে পারেন, তার মাঝে একটি নীল রঙের বৃত্ত যার মাঝে ২৭ টি বিভিন্ন আকৃতির তারকা রয়েছে ( এই ২৭ টি তারকা দিয়ে ব্রাজিলের ২৭ টি প্রদেশ কে বুঝায়, যদি প্রদেশ বেড়ে যায় তখন তারকাও বেড়ে যাবে; এই তথ্যটিই অনেকে জানেন না)। আর এই নীল রঙ্গা বৃত্তের মাঝেই একটু বাকা ভাবে সাদা জমিনের উপর লেখা “ORDEM E PROGRESSO” (সবগুলো অক্ষর বড় হাতের এবং “E” অক্ষরটি একটু ছোট করে লেখা), যার ইংরেজী অর্থ “Order and Progress”.

(ব্রাজিলিয়ান সমর্থকগণ আশা করি আপনারা নেটে সার্চ দিয়ে ব্রাজিলের পতাকা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিবেন)



আর্জেন্টিনার পতাকা সম্পর্কিত তথ্যঃ (ছবিটি ভালোভাবে লক্ষ্য করবেন)

আর্জেন্টিনার পতাকায় জটিলতা কম। হালকা নীল বা আকাশী আর সাদা রঙের মাঝখানে একটি সোনালী বর্ণের সূর্য। তবে যেনতেন সূর্য নয় (এই সূর্যটিকে Sun of May বলা হয়), সূর্যটির মাঝে মানুষের মুখাকৃতি অংকন করা আছে আর মোট ৩২ টি রশ্মি রয়েছে যার ১৬ টি সোজা এবং ১৬ টি বাকা। তবে অনেক সময় সূর্যটিকে বাদ দেয়া হয়। তাতেও সেটা আর্জেন্টিনার পতাকাই থাকে ( উরুগুয়ের পতাকাতেও Sun of May ব্যবহার করা হয় তবে সেটার অংকন ভিন্ন)

(আর্জেন্টিনার সমর্থকগণ আশা করি আপনারা নেটে সার্চ দিয়ে আর্জেন্টিনার পতাকা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিবেন)।



***(ব্লগে এটা আমার প্রথম লেখা আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)***



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.