| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা তোমাদের কাছে ঋণী
মো: ইফতেখার তানভীর
আমার স্বাধীনতা আজ লজ্জায় সুসজ্জিত
যেন সৃষ্টির সকল কলঙ্ক সারা অঙ্গে বিস্তৃত।
আপাদমস্তক বস্ত্রহীন, অসভ্য নেংটা-
উল্লুক আর ভল্লুক,কেড়ে নিয়েছে তার ঘোমটা।
কি!হে মিয়া স্বাধীনতা মাড়াও?মাড়াও বানি
তিরিশ লক্ষ শহীদ,নেড়ি কুত্তাদের কাছে ঋণী।
দুই লক্ষ মাবোনের সম্ভ্রম,যোগায় মদ-
শুকুনেরে দেয় তৃপ্তি।চামচা,আমলা,পেট,গদ।
উন্মাদ বড্ড উন্মাদ হয়ে খেলছো রক্তের হোলি
বুকে পারা দিয়ে পিষে,ফেরাবে চৈতন্য এ বাঙালি।
পবিত্র রক্ত প্রবাহ টগবগিয়ে বইছে-
শরীরে শিরায় তীব্র,তীক্ষ্ণ,দুর্বার স্রোত খেলছে।
©somewhere in net ltd.