| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাকে ছোঁব
ইফতেখার তানভীর।
বুকের বা'পাশে ধ্রুপদী শূন্যতা নিয়ে
দিয়েছি ছুট তুমুল দিগন্তের পানে
আমি অলক্ষ ছোঁব আমি অলক্ষ ছোঁব।
দূর্বীনিত যৌবনেরে দূর্বার সুখের নীড়ে এলিয়ে দেব।
হঠাৎ-সুপ্ত হৃদয়ের গুপ্ত আবেগ-
আনমনে প্রকম্পিত হল চরম
এক সুবর্না রমণী-
চোখের কসম,দু'দন্ড অবাক হয়ে চেয়ে দেখি এযে দেবি।
কংক্রিটৈ বাঁধা হৃদয় আমার উল্টে দিলো পাল্টে দিল
সব মোহ তার লজ্জা ভেঙ্গে আমায় ছুঁল-
আমি শুধু তাকে ছোঁব,অলক্ষ না ছুঁয়ে তাকে ছোঁব।
©somewhere in net ltd.