| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রণয়ের তীর্থ তুমি হৃদয় মন্দিরে
ইফতেখার তানভীর
সকল মানবে ভাবি প্রেম জাগে মনে
তোমায় পূজিবে সবে সান্তোস গোপনে।
মুখে কিছু নাইকোক মনে মনে রবে
তোমার অঞ্জলী দুই হাত পেতে লবে।
হৃদয়ে ঝংকার তোলে মরমে এসে লাগে
হাসিলে মুক্ত লহরী থরে থরে ঝরে
বলনে তেমনি ওগো মধু মায়া করে
চলনে তোমার যেন চারুলতা জাগে।।
চাহিলে চঞ্চল কায়া হিমেল বাতাসে
মন মাঝে প্রাণ মাঝে একি সুর সাজে
শান্ত নিলাম্বরি ঢাকা পুষ্পের খরজে
তোমারে আপন করে হারায়ে উদাসে।।
©somewhere in net ltd.