নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

নিশি রাতে চাঁদ হাসে একা। এই মিষ্টি রাতে চাঁদময় দাওনা তুমি দেখা। (চাঁদ নিয়ে ১ম ছবি পোষ্ট)

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৭

এই বুঝি আবার ঈদের চাঁদ উঠলো। খুশির আনন্দ বয়ে যায় সবার মাঝে..



চাঁদ নয় মনে হয় গৌধুলির সূর্য



চাঁদ আর মেঘের লুকোচুরি দেখছে একাকি রাত্র জেগে থাকা পাখিটা।



চাঁদ আর মেঘের লুকোচুরির মধ্য মনে হয় চাঁদেরি জয়।



চাঁদের শুরু থেকে শেষ পর্যন্ত। এভাবেই পুরো মাসের পর মাস পার করে।



দূরের ঐ আকাশে চাঁদ তারা আছে এক সাথে।



দূরের ঐ চাঁদের মত রাত্রি জেগে বসে আছি আমি একা।



চেয়ে চেয়ে দেখা হচ্ছে কে জয়ী মেঘ নাকি চাঁদ মামা?



চাঁদের আলোয় ঝলমল করে পুরো পৃথীবি।



চাঁদ নিয়ে এল ঈদের খুশি।



চাঁদ মামা নিয়ে এটা আমার প্রথম ছবি পোষ্ট। এখানে সব ছবি আমার নিজের হাতে তোলা না। কিছু নেট থেকে আর কিছু আমার নিজের হাতের তোলা অনেক আগে। এই ছবিগুলো আমি আরো একবার নেটে ছেড়েছিলাম। কেমন লাগে জানাবেন। ধন্যবাদ

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৫

কাউসার রানা বলেছেন: চাঁদের সাথে হোক আমার বসবাস
ও প্রিয় আমার ---------------

ভাল লাগলো চাঁদের ছবিগুলো।

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৭

এম আই এইচ রাজন বলেছেন: ভালো লাগার জন্যই দেওয়া হয়েছে।
ধন্যবাদ।

২| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২১

দুরন্ত বালক বলেছেন: চমৎকার সব ছবি.++++

কি ক্যামেরা দিয়ে তুলেছেন.. আর কি লেন্স ব্যবহার করেছেন?
একটা DSLR কেনার ইচ্ছা আছে...

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৩

এম আই এইচ রাজন বলেছেন: আমার কিছু ছবি অনেক আগে একটা সনিএরিকসন ৩ মে.পি. ক্যামেরায় তোলা। অনেক ক্লিয়ার আসে।
আর আপনি এখন ভালো মানের ক্যামরা কিনতে হলে সোজা চলে যান সনিতে। সেখানে পাবেন বর্তমান মডেলের এইচ এম পি সি উন্নতমানের ক্যামেরা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬

পাহাড়ের কান্না বলেছেন: অনেক সুন্দর

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৪

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩২

মাহবু১৫৪ বলেছেন: ++++++++++++++++++

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৫

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৫

রাইসুল সাগর বলেছেন: চমৎকার ছবি++

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৫

এম আই এইচ রাজন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৪

েভােরর স্বপ্‌ন বলেছেন: নিশি রাত বাকা চাদ
হাসি মুখে প্রিয়া....

কবি হতে মুন্টায়................

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৬

এম আই এইচ রাজন বলেছেন: হয়ে যান, কেউ না করবেনা। কারন বর্তমানে অনেকে কবি হয়ে গেছে।

৭| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৪

এ.এ.এম বিপ্লব বলেছেন: Click This Link

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৪

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ দেখেছি...

৮| ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

কাউসার রুশো বলেছেন: জোশিলা হইছে +++
:)

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৫

এম আই এইচ রাজন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

শিপু ভাই বলেছেন: সুন্দর! সুন্দর!!
++

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৫

এম আই এইচ রাজন বলেছেন: আপনার ফটুকখানা আরো সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.