![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যেখানে দ্রোহের সমার্থ মৃত্যুই সেখানে শেষ কথা নয়
কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভক্ত জনদের ঘরের বাহিরে যেতে নিষেধ করেছেন। কবিগুরুকে একঅর্থে বর্ষাকালীন কবি বলা যেতে পারে। বর্ষা ঋতু নিয়ে তিনি যত গান-কবিতা লিখেছেন অন্য ঋতু নিয়ে এতোটা লিখেন নি। কিন্তু কবিগুরু বর্ষার দুর্ভোগ নিয়ে কিছুই লেখেন নি। যদি লিখতেন তাহলে আমাদের সদ্য নির্বাচিত(!) ঢাকার মেয়র দ্বয় নির্ঘাত কবিগুরুকে গালাগাল করে একহাত নিতেন। ভাগ্যিস কবিগুরু বর্ষা নিয়ে তেমন নেতিবাচক কিছু লিখেন নি তাই তিনি মুখরা আওয়ামি দলীয় মেয়রদের থেকে বেঁচে গেলেন। তবে কবিগুরুতো বাঙালি ছিলেন তাই তিনি তাঁর অন্তর্নিহিত ক্ষমতা দিয়ে আগেই বুঝেছিলেন আজকের ঢাকা নগরীর অবস্থা তিনি শুধু বাইরে যেতে নিষেধ করেছেন।
বর্ষাকালকে বলা হয় 'সিজন অব রোমানটিসিজম' কিন্তু ঢাকাবাসীর জন্য বর্ষা হলো 'সিজন অব সাফারিং'। এই নগরীর মানুষগুলো যখন রাস্তা-ঘাট, বাড়ী-ঘর, বিপনীবিতান সব ডুবে যাওয়ায় পড়েছে অন্তহীন দুর্ভোগে তখন নিশ্চয়ই ঢাকার দুই মেয়র নাকে তেল দিয়ে ঘুমুচ্ছেন । কারণ তারাতো আর নির্বাচিত জনপ্রতিনিধি নন তাই জনগণের দুর্ভোগ নিয়ে কোন মাথা ব্যথাও নেই। চাইলেই অবৈধভাবে ভোট ডাকাতি করে মেয়র হওয়া যায় অবৈধভাবে বিনাভোটে ক্ষমতায় বসা যায় বন্দুকের নল ঠেকিয়ে জনগণকে জিম্মি করা যায় কিন্তু মানুষের গ্র্র্রহণযোগ্যতা পাওয়া যায়না।
এরা যত অবৈধভাবে ক্ষমতায় থাকুক তবুও নাকি সোনামুখ করে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী! মাননীয় মেয়র! হুহ অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ!
এবার দেখুন দুই অবৈধ মেয়র কি অবস্থা করেছে আমাদের এ প্রিয় নগরীর ডুবে যাওয়া জাতীয় সংসদ ভবন যেন দেশের গণতন্ত্রহীনতারই প্রতীকী রূপ। দৃশ্যপট মানিক মিয়া এভিনিউ।
বাহ দারুন তো আইডিয়াটা! ড্রয়িংরুমে বসে টিভি দেখা আর গোসল করা।
রিক্সাওয়ালা বেচারা আসলেই জানেনা সামনে গুলিস্থান না কবরস্থান।
এ রিক্সাওয়ালা পথ খুঁজে পেলেও বিপদে পড়েছে স্কুলগামী সোনামনিরা।
ছাতাহাতে লোকটি সড়ক বিভাজকের উপর দাঁড়িয়ে থাকলেও বোঝার উপায় নাই সেটা নদী না রাস্তা।
ভাই মোটর বাইক কি পানির যান না স্থলের?
পানিবাহী বাস
একদা এখানে একটি সড়ক ছিলো।
এটা আমাদের ফাইভ স্টার হোটেল 'প্যান প্যাসিফিক সোনার গাঁ!'
ডুবন্ত জাতীয় সংসদ। ন্যাম ভবনের সামনে থেকে তোলা ছবি
প্রতিযোগিতা চলছে কে আগে যেতে পারে।
চলেন যাই ঈদের কেনাকাটায় সাথে নৌকা ভ্রমণটাও হবে।
বিলবোর্ড দেখুন, উন্নয়নের জোয়ারে তলিয়ে যাচ্ছে দেশ!
ও কিছুনা, রাস্তায় সামান্য পানি
দেশেতো এখন নৌকার শাসন চলছে তাই রাস্তায় নৌকা চলছে
রাস্তাঘাট থৈ থৈ
ডিজিটাল বাংলাদেশ!
নিউমার্কেটর ভিতরের অবস্থা ।
কি আর বলবো , ছবিতেই পড়ে নিন।
আপু স্কুলে যাচ্ছেন গোসল করে যান।
গাড়িগুলো সাঁতার শিখছে।
রিক্সাওলা ভাই পানি দেখে রাগ কইরেন না, এটা নদীমাতৃক দেশ।
আসুন ঢাকা নগরীকে নদী মাতৃক শহর বানাই।
এটা কোন হাওরের ছবি নয় এটা ঢাকার বিত্তশালীদের এলাকা ধানমন্ডির ৮ নম্বর সড়কের দৃশ্য।
পানি ডুবে থাকুক ঢাকা নগরী আর আরামেই থাকুক ঢাকার অবৈধ দুই মেয়র।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
বেরসিক কথক বলেছেন: Thanks Mr. Pramanik
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
কাবিল বলেছেন: ঈদ মোবারক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
বেরসিক কথক বলেছেন: Eid Mubarak!
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: ভালো লাগলো। ক্যারি অন!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
বেরসিক কথক বলেছেন: Thanks!
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: চমৎকার সংগ্রহ....
১ম লাইক...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
বেরসিক কথক বলেছেন: Thanks for reading & like the blog
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০
প্রামানিক বলেছেন: হে হে চিত্রগুলো দারুণ।