![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যেখানে দ্রোহের সমার্থ মৃত্যুই সেখানে শেষ কথা নয়
সালাউদ্দিন কাদের চৌধুরীর আজকেই আর কিছুক্ষণ ফাঁসি হয়ে যাবে। চট্রগ্রামের এ সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের এ বিখ্যাত রাজনীতিক আজ দুনিয়া থেকে এক অন্যায় বিচারের দ্বারা বিদায় নিচ্ছেন। এ বিখ্যাত রাজনীতিকের জন্য সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি। আজকে তার বিভিন্ন সময়ে বলা কিছু সংগৃহীত উক্তি-
.. ২০১০ সালে সংসদ অধিবেশন চলাকালে যখন স্পিকার ছিলো আব্দুল হামি, তিনি স্পিকারের উদ্দেশ্যে বললেন মাননীয় স্পিকার এই সংসদে উপস্থিত সাংসদদের মধ্য থেকে কাউকে কি চোর বলা যাবে? জবাবে স্পিকার আব্দুল বললেন "না" তখন সালাউদ্দীন কাদের চৌধুরী বললেন " তাহলে আমি আর শেখ সেলিমকে চোর বললাম না!"
• "পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনাডা খালি লাল হইয়া গেছে।"
.
• "আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু!"
.
• "আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami League থেকে বাল (BAL)."
.
• "সুশীল আবার কি? সু মানে সুন্দর আর শীল মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত।"
.
• "আমার নাম যদি সাকা চৌধুরী হয়, তাহলে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নাম শেমু রহমান।"
.
• "তত্ত্বাবধায়ক নিয়ে কিসের সংলাপ? এটা তো গর্ভবতী মহিলার মত, সময় হলেই প্রসব করবে।"
.
• তিনি একবার সংসদে বলেন মাননীয় স্পীকার দেশে আজব এক্কান মেশিন আইছে।
তখন স্পীকার কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, "কি সেই আজব মেশিন?"
-"মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামিলীগ যার একদিকে যুদ্ধপরাধী ইনপুট দিলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাহির হইয়া অসে।"
.
• চট্টগ্রামে এক সমাবেশে তৎকালীন আওয়ামী সরকারের সবকিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন খুজে পাওয়াকে কটাক্ষ করে সাকা বলেন, "বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার স্বপ্নদোষ (!!!) আছিল।"
.
• শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছেন এমন অপবাদ দেওয়ায় সাকা বলেন,
"আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।"
.
• এক কনফারেন্সে একজন সাংবাদিক সালাউদ্দিন কাদের চৌধুরী ডাক দিলেন প্রশ্ন করার জন্য, "সাকা ভাই..."
প্রশ্ন শেষ করার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তর দিলেন, "এ্যাই শেমুর লোকদের মত কথা বল কেন? সাকা আবার কি? বল সালাউদ্দিন কাদের।"
সাংবাদিক ভদ্রলোক বলিলেন, সরি! কিন্তু "শেমু" টা আবার কে?
সালাউদ্দিন কাদের চৌধুরী হাসি হাসি মুখ নিয়া বললেন, "শেমু মানে শেখ মুজিব।"
.
• তারেকের কর্মকান্ডে খালেদার নিরব সমর্থনে ব্যাপারে, "আগে কুকুর লেজ নাড়াত, এখন লেজ কুকুরকে নাড়ায়।"
.
• যুদ্ধপরাধীদের বিচার সম্পর্কে, "মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না, গ্যালারিতে বসে যারা হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।"
.
• হাসিনাকে উদ্দেশ্য করে বলা, "আংগুল দেখাবেন না, ওই আংগুলে রিং পরানোর কথা ছিল।"
.
• জেলে সেবকের সাথে যৌন সম্পর্ক প্রসঙ্গে বলেন, "আগে জানতাম জেলে জানের নিরাপত্তা নেই, এখন দেখি ইজ্জতেরও নিরাপত্তা নেই।"
.
• স্বর্ণ চোরাচালান মামলায় তাকে আসামী করার পর, "হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার
সোনা নিয়ে এতো টানাটানি কেন?"
.
• সংসদে এক পর্যায়ে বলেছিলেন, "মাননীয় স্পিকার, আমিতো চোদনা হয়ে গেলাম।"
স্পিকার এমন অশ্লিল কথা না বলার অনুরোধ করলে সে জবাব দেয়, "আমি আবারও চোদনা হয়ে গেলাম।"
.
• গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা নির্ভার কিভাবে আছেন গত অক্টোবরে এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে, "ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়।"
.
.
• • বোনাস-
যুদ্ধাপরাধের মামলার রায় শুনতে এসে তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমার বাবারে তো সাকা বানাইছেন, আমারে আবার হুকা বানাইয়েন না।"
(বাপকা বেটা! পাগলরে কয় সাকো নাড়াইস না।)
.
• উল্লেখ্য, সাকার মেয়ের নাম আবার ফারজিন কাদের চৌধুরী।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
বেরসিক কথক বলেছেন: হুম ঠিক বলেছেন, যেমন আগাছা টাইপের ব্লগার হইছেন আপনি। এখন আপনার চুলায় যাওয়ার দৃশ্য দেখার অপেক্ষা!
২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: • • বোনাস-
যুদ্ধাপরাধের মামলার রায় শুনতে এসে তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমার বাবারে তো সাকা বানাইছেন, আমারে আবার হুকা বানাইয়েন না।"
(বাপকা বেটা! পাগলরে কয় সাকো নাড়াইস না।)
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
অন্ধ বিচারক বলেছেন: কার কখন মৃত্যু আসবে কেউ জানে নারে ও মনরে ।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৯
বেরসিক কথক বলেছেন: ঠিক বলেছেন, এইদিন দিন নয় আরো দিন আছে! আজকে যারা ক্ষমতায় বসে আছে তাদেরও ফাঁসি দেখার অপেক্ষায় থাকলাম।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
বাংলার ফেসবুক বলেছেন: "আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami League থেকে বাল (BAL)."
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
আগাছা জন্মে, বড় হয়, চুলায় চলে যায়।