নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমদাদুল হক তুহিন

অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।

এমদাদুল হক তুহিন(ধ্রুব)

অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।

এমদাদুল হক তুহিন(ধ্রুব) › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

বিপ্লব, বিপ্লবী প্রেমিক চাই

দিকভ্রান্ত সমাজের জন্যে বিপ্লব চাই

হিংসার বদলে অহিংস বিপ্লব চাই

ফসলের মাঠে শস্যের বিপ্লব চাই।



আমি বিপ্লব চাইতে চাইতে অ-বিপ্লবী

অথচ বিপ্লবী মন আছে

নষ্ট সমাজের নষ্টামির চিত্র আঙ্গুল ধরে

দেখিয়ে দেওয়ার মত প্রমাণ আছে!



অথচ আমি অতি বিপ্লবী হয়ে

দিকভ্রান্ত, মননের সাথে বিপ্লব চাই

প্রেমে প্রেমিকের চুম্বনের বিপ্লব চাই

কিন্তু কোন বিপ্লবেই আমি নাই!



কিন্তু কেন? এমন কি হওয়ার কথা ছিল?

না, আমাকে সমাজই বদলে দিয়েছে

আঙুল ঘুরিয়ে বলেছে তুমি নষ্ট

তোমার মনে শত বছরের কষ্ট

তুমি বিপ্লবী হতে পারো না

ঘরে দু বেলার অন্ন না থাকলে বিপ্লব হয় না!

অথচ বিপ্লব আমার মনে

খুধার জ্বালায় কাউকে মরতে দিব না

রক্তের অভাবে অকালে জীবন যাবে না

যৌন তৃষ্ণায় বৌ পরকীয়া করবে না

চুম্বনের অভাবে চুম্বন পেতে আক্ষেপ করবে না

অথচ সেই বিপ্লবী হওয়া কি যায় !!



নষ্ট এ সমাজে বিপ্লব মানায় না

শস্য ফলানো রেখে দাম বৃদ্ধির জন্যে আন্দোলন

নিজের ঘরে আলো না জ্বালিয়ে আলোর আন্দোলন

অশিক্ষিত হয়ে শিক্ষার আন্দোলন

যাযাবরহয়ে যাপিত জীবনের আন্দোলন

বড়ই বেমানান! অভিশপ্ত এ সব আন্দোলন!





চাই সচেতনতার আন্দোলন, দাবী নয়

সচেতন হয়ে সোনার বাংলায়

১৬ কোটি মানুষের সচেতনতা চাই

ধর্ম নামে অধর্মের শিক্ষা

নাস্তিক হয়ে বলতে হবে না...

ভুল সব তোমাদের ধর্মের ঐ দীক্ষা

চাই নি এ সমাজ

চেয়েছি মানুষে মানুষে সমতা!

বিপ্লব চাই মানুষের সমতার বিল্পব।



কবিতা- বিপ্লব



রাত- ৩:০০, তাং- ১/৯/১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: অই মিয়াহ এইডা কি লিখছেন এইডা কিছু হইল ? আন্নে পরিবেশ বন্ধুর কাছে যান । হের থিকা কবিতা শিকছুইন ।; বুঝছুইন ? :P ;) ;) ;)


লিখা চালিয়ে যান । ভাল লাগল কবিতা ।
ভাল থাকুন ভাই । শুভকামনা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৭

এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: আনহে কিতা ময়মংসিংহা ? পরিবেশ বন্ধুরে তো চিনি না।


ধন্যবাদ ও ভালবাসা জানুন। শুভ কামনা রইল আপনার জন্যেও।


আর প্রথম কমেন্টের জন্যে ল্যাব ইউ। :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.