নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভক্তি চাই না

দেখা হবে ব্লগে.....।

চেতনায় তুমি

লেখতে লেখতে বলব.....

চেতনায় তুমি › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্দ্বতা নাকি আমাদের সংস্সকৄতি ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

যথাসময়ে সুরভী নিজের মনের মাধুরী মিশিয়ে সাজুগুজু করে পাত্র পক্ষের সামনে আসলো।

ভয়ে কলিজা ধড়পড় করছে।কি হতে কি জিজ্ঞেস করে আল্লাহ্‌ জানেন।তারপরেও

যথেষ্ট কনফিডেন্স নিয়ে পাত্র পক্ষের সামনে আসলো।সুরভীর আগেই পাত্র তাকে

সালাম দিলো।পাত্রকে একনজর দেখে কোনমতে নিজের আসনে বসলো।



যাক বাবা মানুষটাকে দেখে অন্তত হুজুর টাইপের মনে হয়নি যদিও মুখে খোঁচা খোঁচা

দাড়ি আছে।সেই কিছু হবেনা আজকালকার ছেলেরাতো স্টাইল করেই মুখে খোঁচা দাড়ি রাখে।

পাত্রের প্রথম কথা



—কেমন আছেন—শব্দটা ভালই লাগলো।

পরের কথাটাই সুরভীর মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারলো।সাধারণত ছেলে মেয়েকে দেখতে

আসলে—

আপনার কোন রং বেশি প্রিয়,কি করতে বেশি ভালবাসেন হ্যানত্যান জিজ্ঞেস করে।

অদ্ভুত লোকটা বলে কিনা আপনি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারেন !!

এটা কোন প্রশ্ন হল।আমি তো সেই ছোট্টবেলায় যে কোরআন পড়েছি আর তো কোনদিন

ধরেই দেখিনি।বাসায় মনে হয় একটা কোরআন শরীফ আছে তাও ধুলোয় কভারটা এতদিনে

হয়ত অন্য রং ধারণ করেছে।



তারপরের প্রশ্নটা তো আরও খ্যাঁত।নিয়মিত নামায পড়ি কিনা !!আরে এই গুলো কি জিজ্ঞেস

করে।লোকটাকে দেখে তো হুজুর টুজুরের মত লাগেনা তাহলে এই গুলো জিজ্ঞেস করে কেন!!

আমি সুন্দরী,শিক্ষিতা,আধুনিক এই কি তার জন্যে যথেষ্ট নয় !!



শেষ কথাটায় সুরভীর আত্মঅহংকার ভেঙ্গে চুরমার হয়ে গেল।টলমল করে দু চোখ ধরে

অহংকার টুকরো টুকরো কণার মত বৃষ্টির ধারা হয়ে গড়িয়ে পড়লো।আমাকে লোকটার

পছন্দ হয়নি তাও সরাসরি উত্তর!! একি বিশ্বাস করা যায় !!



কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে পায়ে ফোস্কা ফেলেছে আর এই কিনা বলে—



দুঃখিত আপনাকে আমার পছন্দ হয়নি !!



অনেক গুলো প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো।আমার এত রুপ যৌবন লোকটার পছন্দ হলনা

তাহলে কোন গুণ গুলো থাকেল লোকটা আমাকে পছন্দ করতো!! সুরভী লোকটার জিজ্ঞাসিত

প্রশ্ন গুলো মনে মনে আরেকবার পড়ে নিল –



আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন ??

নিয়মিত নামায পড়েন??



সুরভী যেন আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে উঠলো। বুকটা চিনচিনতে ব্যথায় কেমন যেন কুঁকড়ে উড়ছে। আস্তে আস্তে সুরভী নিজের রুমে গেল। অনেকদিন লাগেজে পড়ে থাকা জায়নামাযটা নিয়ে সেজদায় লুটিয়ে পড়লো।অনেক দিন না মনে হয় অনেক বছর পর সুরভী

ঢুঁকরে কাঁদতে পারলো। উপরওয়ালার কাছে একটাই আকুতি—



আমাকে তুমি হেদায়েত দাও !!

বিদায় নেয়া লোকটার মত আমার জন্য একজন

জীবনসঙ্গী কবুল করো !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

সোহানী বলেছেন: বিয়ে করবে ফরেজগার নামাজী বোরকাধারী আর প্রেম করবে আধুনিক মেয়ে... এটাইতো নিয়ম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.