নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনাম

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ

এম এনামুল হক

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। শুভ ব্লগিং । ভালো থাকুন সবসময়।

এম এনামুল হক › বিস্তারিত পোস্টঃ

মারচেন্ডাইজিং হচ্ছে কাপড় কেটে সেলাই করা !!!

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

প্রাইভেট ইউনিভারসিটি পড়ুয়া কিছু ছাত্রের কাছে জানতে চাইলাম



"বলতো মারচেন্ডাইজিং কি? এখানে কি করে? এই পেশার মানুষদের জীবনটা কেমন?"

প্রথমজন উত্তর দিলো........



"মারচেন্ডাইজিং হচ্ছে কাপড় কেটে সেলাই করা !!!!!!!"



খুবই অবাক করে দেয়ার মত। একজন বলল “কি আর করবে কাপড় নিয়ে কাজ করবে।কাটাকাটি আর সেলাই! এছাড়া কিছু করার আছে নাকি?আর জীবন সম্পর্কে I don’t know!” আর একজন বলল "এ সম্পর্কে আমি কিছু জানি না” এই ধরনের কথা নতুন নয়। মানুষের কাছে এর সম্পর্কে বিষদ কোনও ধারণা না ছিল আর না আছে।



তার মানে আসলে মারচেন্ডাইজিং কি?কাপড় সেলাই ? কাপড় বানানো?অথবা গার্মেন্টস এ কাজ করা? হ্যাঁ, অবশ্যই গার্মেন্টস এ কাজ করা।কিন্তু এই কাজটা কোনও অংশেই ফেলনা নয়।বর্তমানে আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের পোশাক শিল্পের প্রতি তেমন কোন আগ্রহ নেই। কারণ খুবই সোজা আমরাই দায়ী ! আমরাই আমাদের এত বড় সেক্টরকে মানুষের সামনে তুচ্ছ করে ফেলছি।



বাংলাদেশ এর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গার্মেন্টস ও মারচেন্ডাইজাররা বড় একটি ভূমিকা পালন করছে। যা আমাদের সংবাদ মাধ্যম ও আমাদের দেশের মানুষ কখনই অনুভব করতে পারছে না।এটি খুবই দুঃখজনক। বিশ্বের মধ্যে বাংলাদেশ অনেকগুলো কারণে দৃষ্টি কাড়ে। এ গুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গার্মেন্টস,ক্রিকেট,সুন্দরবন,রয়েল বেঙ্গল টাইগার এবং আরও অনেক কিছু। তবে এ সব কিছুর মধ্যে বর্তমানে গার্মেন্টস এর জন্যে বাংলাদেশ খুবই জনপ্রিয় ও সুপরিচিত । বাংলাদেশ এই কাজের ক্ষেত্রে অনেক পারদর্শী। আমাদের কাজের মান অনেক ভালো। অন্যান্য দেশ যখন গার্মেন্টস এর জন্যে আমাদের এত সম্মান করে থাকে সেখানে আমাদের দেশের মানুষের কোন সম্মান সূচক ধারণা নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সাইলেন্স বলেছেন: চরম সত্য বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গার্মেন্টসে চাকরি কে অবহেলার চোখে দেখে। যোগ্য মার্চেন্ডাইজারের অভাবে অনেক গারমেন্ট মালিক ভারত, পাকিস্তান কিংবা শ্রীলংকান মার্চেন্ডাইজারদের ডলারে বেতন দিয়ে রাখতে বাধ্য হচ্ছে।

পোশাক খাতে আয়কৃত রেমিটেন্সের একটা অংশ কিন্ত এভাবে দেশের বাইরে চলে যাচ্ছে যোগ্য লোকের অভাবে অথচ আমরা বেকারত্ব নিয়ে চিৎকার করছি।

২| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সাইলেন্স বলেছেন: Definition of Merchandiser:
The man who collect order from customer sourcing raw materials, shipped on time and ensure better quality called merchandiser.

৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

ভারসাম্য বলেছেন: তার মানে আসলে মারচেন্ডাইজিং কি?কাপড় সেলাই ? কাপড় বানানো?অথবা গার্মেন্টস এ কাজ করা? হ্যাঁ, অবশ্যই গার্মেন্টস এ কাজ করা

মার্চেন্ডাইজিং মানে শুধুই গার্মেন্টস এ কাজ করা নয়। যে কোন কাজই হতে পার যার সংজ্ঞা উপরের কমেন্টেই দিয়েছেন 'সাইলেন্স' । :P

৪| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:০২

আরহাসান বলেছেন: "প্রাইভেট ইউনিভারসিটি" ছাত্ররা জানেনা, পাবলিকের সবাই জানে !!! একটা জরিপ করেন তো।

৫| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

কামু ভাই বলেছেন: কামারের দোকানে কোরআন পড়ে যেমন কোন লাভ নাই, তেমন কিছু প্রাইভেট ইউনিভারসিটির ছাত্র আছে যাদের বাবার নাম বললে বলবে দাদার নাম। যার বাংলা ১২ মাসের নাম সঠিক ভাবে বলতে পারে না তাদের কাছে জিজ্ঞাসা করলেন, মারচেন্ডাইজিং কি? হা হা হা

Merchandiser is a key person of RMG sector.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.