![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবনযাত্রা এত বেশি যান্ত্রিক হয়ে গেছে যে সেখানে অবসর বলতে কিছু নেই! নেই বিনোদনের জন্য কোন সময়, যার প্রভাবটা পড়ছে শিশুদের ওপর ! একদিকে রাশি রাশি দালানকোঠায় খেলার বা বিনোদনের জায়গা নেই অন্যদিকে বাবা- মা’ও হয়ত সময় দিতে পারছে না তাদেরকে! সেক্ষেত্রে ছোটবেলা থেকেই যদি শিশুদের কোন একটি বিশেষ শখের প্রতি আগ্রহী করে তোলা যায় তাহলে হয়ত শিশুরা একাকীত্ব থেকে কিছুটা মুক্তি পেতে পারে! যেমন- আমার বাবা-মা দুজনেই চাকুরীজীবী ছিলেন। চাকরির সুবাদে আমাদের অনেক জায়গায় যেতে হয়েছে, মানিয়ে নিতে হয়েছে সেই বন্দি এবং একাকী জীবন! কিন্তু আমরা নিজেদের কখনোই বন্দি বা একাকী মনে করিনি! তার কারন আমাদের বাবা-মা সেই ছোটবেলা থেকেই আমাদের একটি বিশেষ শখের প্রতি আগ্রহী করে তুলেছিলেন! আর সেটা হল- নিজেদের পছন্দের ছোট ছোট জিনিস সংগ্রহ করা এন তা দিয়ে একটি ছোট্ট সংগ্রহশালা গড়ে তোলা ! এভাবে সেই ছোটবেলা থেকে আমি আমার সমস্ত খেলার জিনিস সহ আরও অনেক কিছু পছন্দের জিনিস সংগ্রহ করেছি, যা দিয়ে আমার বাবা-মা আমাদের একটি খেলারঘর বানিয়ে দেন! আর সেই খেলাঘর নিয়ে আমাদের দুবোনের সময় কেটে যায়! যখন যেখানে গিয়েছি সেখানেই তারা আমাদের জন্য একটি খেলাঘর বানিয়ে দিয়েছেন! ঘর না থাকলে বেলকনিতে করে দিয়েছেন! এক সময় এটা আমার প্রিয় শখ এন বিনোদনের জায়গা হয়েছে! এই যে এত বড় হয়েছি এখনো সেই খেলাঘরের জিনিস আগলে রেখেছি- যত্ন করে যা অবসরে আমাকে আনন্দ দেয়! এখন এটা আমার- Reading room, Relax room n my dream world! কেউ কেউ সেই খেলাঘর দেখে বলত- এটা একটা জাদুঘর!
এভাবে প্রত্যেক বাবা- মাই যদি শিশুদের জন্য ঘরের এক কোনে কিংবা বেলকনিতে বিনোদনের বা খেলার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে দেন কিংবা শিশুদের যদি একটি বিশেষ শখের প্রতি আগ্রহী করে তোলেন তাহলে দেখা যাবে- অনেক শিশুই বর্তমানের এই বন্দি জীবন ও একাকীত্ব থেকে মুক্তি পাবে! এবং সেই বিশেষ শখটিকে ঘিরে তার সময় কেটে যাবে। এজন্য প্রয়োজন শুধু বাবা-মায়ের সচেতনতা। শিশুর মানসিকতাকে বোঝা। শিশুর কোন বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে সেদিকে খেয়াল রেখে বিচক্ষনতার সাথে তাকে পরিচালিত করা।
আসুন আমরা একটি সুস্থ, সুন্দর পরিবেশে শিশুদের গড়ে তুলি!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া আমি শিশু না তো ! আমি ইমো দিতে পারছি না না হলে কান্নার ইমো দিতাম!
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি সরি সরি !!! হাহাহাহাহাহা , বিরাট প্রিন্টিং মিস্টেক ! শিশু প্রেমিক হবে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার পোস্ট ।
একজন শিশু হিসেবে আপনার চিন্তা ধারা আমার ভাল লেগেছে ।