নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পারিবারিক নির্যাতন !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

পুরুষতান্ত্রিক এই সমাজব্যবস্থায় নারী তার শিশুকাল থেকেই নির্যাতনের শিকার। এবং এর শুরুটা অনেক সময় পরিবার থেকেই হয়! পারিবারিক পর্যায়ে শারীরিক, মানসিক, অর্থনৈতিক কিংবা যৌন নির্যাতনের কথা নারী কাউকে বলতে পারে না, আলোচনা করতে পারে না, পারে না প্রতিরোধের জন্য কোন সাহসী ভুমিকা রাখতে! জাতীয়ভাবে নারী নির্যাতনের জন্য কিছু ব্যবস্থা নেয়া হলেও পারিবারিক নির্যাতন সমুহ প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসছে না! বিষয়টি সত্যি ভাবার মত। বংশের প্রদীপ জ্বালানোর জন্য যদি দুটি কন্যা সন্তান থাকে, নারীকে পুত্র সন্তান জন্মদানের জন্য বার বার সন্তান নিতে বাধ্য করা হয় ! দুর্ভাগ্যক্রমে সেই সন্তানগুলো যদি আবার কন্যা হয় তাহলে মা সহ সেই কন্যা সন্তানের উপর নেমে আসে নানা নির্যাতন এমন কি মেরেও ফেলা হয়! খাওয়া থেকে শুরু করে প্রতিটি বিষয়-এ ভাই- বোনের মধ্যে বৈষম্য সৃষ্টি করে দেয়া হয় এই পরিবার থেকেই! বেকার ছেলেকে বসিয়ে সারাজীবন খাওয়ানো যায় কিন্তু একটা বেকার মেয়েকে বা বিবাহযোগ্য মেয়েকে ( যার বিয়ে হয়নি বা হচ্ছে না) কথা শোনাতে কেউ ছাড়ে না, পারে না সেই বেকার ছেলেটার মত অসহায় বেকার মেয়েটার পাশে দাঁড়াতে ! যে ছেলেটার বিয়ে হয়নি সে পরিবারে থাকতে পারে কিন্তু যে মেয়েটার বিয়ে হয়নি বা হচ্ছে না সে পরিবারের কাছে বোঝা হয়ে যায়! সংসারকে টিকিয়ে রাখার জন্য একজন নারী পুরুষের বহু নির্যাতন সহ্য করে! চাকরি করেও একজন নারী তার ইচ্ছেমত খরচ করতে পারে না! পরিবারের মধ্যে ঘটে যাওয়া নারীর উপর এইসব নির্যাতন এর প্রতিকার হওয়া দরকার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

নষ্ট কাক বলেছেন: কথা গুলি কেমন জানি ঘোলাটে লাগল :|

এখনও এই রকম হয় নাকি ?

এখনও অনেকে আদিম{পড়ুন'বন্য'} চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছে জানি।
ছেলে বাচ্চার জন্য অনেকেরি আগ্রহ প্রবল সেইটাও জানতাম । কিন্তু বার বার মেয়ে বাচ্চা হলে যে মা-মেয়েকে মেরে ফেলা হয় তা জানা ছিল না । :|| :||

জনসচেতনার খাতিরে 'মিনা কার্টুন' আবার শুরু করা হোক !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমরা মনে করি অবস্থার অনেক খানি পরিবর্তন হয়েছে কিন্তু আসলেই কি তাই? এখনো ছেলে- মেয়ের বৈষম্যই দূর হয়নি পরিবার থেকে সেভাবে-- !

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

খাটাস বলেছেন: যা লিখেছেন, তা আসলেই এখন ও অনেকাংশেই সত্যি, যদি ও হত্যার ব্যাপার টা কমলে ও অনেক নির্যাতন আড়ালে থেকে যায়। আপনি নারী পুরুষের বিভেদ নিয়ে পরিবারের যে প্রথার কথা বললেন, তা সামাজিক দৃষ্টিভঙ্গির কারনে। সামাজিক দৃষ্টিভঙ্গি কিছুটা আধুনিক হলে ও পরিবর্তিত হয় নি। ব্যাপক শিক্ষা, আর সচেতনতার প্রচারনা চালিয়ে যেতে হবে - এই সামাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তনের জন্য।
পোস্ট নিয়ে একটা অভিযোগ আছে। যেহেতু ব্লগের পোস্ট , আর একটা গুরুত্ত পূর্ণ বিষয় নিয়ে লিখেছেন, তাই আর এক টু গুছিয়ে লিখলে ভাল হত।
শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! হু! আরও একটু গুছিয়ে লিখা দরকার ছিল। এন ব্যাপক শিক্ষা, আর সচেতনতা প্রচারনা চালিয়ে যেতে হবে এই অসংগতি দূর করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.