নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হায় রে ভাই!

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২

ছোটবেলা থেকেই নিজ পরিবারেই (বেশির ভাগ পরিবারের ক্ষেত্রে) ভাই/ বোনের মধ্যে বৈষম্য তৈরি করা হয়! ছেলের জন্য মাছের মাথা কিংবা মুরগির রানটা মায়েরা তুলে রাখে, হাত খরচের টাকাটাও কেউ কেউ ছেলেকে বেশি দেয় তো মেয়েকে দেই-ই না! এর-ই মধ্যেই অনেক ভাই-বোনের সম্পর্ক অটুট থাকে আজীবন আবার অনেকের মধ্যে ভাঙ্গন ধরে! ভাই- বোনের চমৎকার সম্পর্কটা সবাই উপভোগ করে, ভালবাসে! কিন্তু এই অটুট আর চমৎকার সম্পর্কের মাঝে এক সময় সম্পদ ফাটল হয়ে দাঁড়ায় ! যখন বোনেরা বাবা’র সম্পদে ভাগ চায়! যেটা তাদের ন্যায্য পাওনা! বেশ কিছু ঘটনা থেকে এবং অনেকের ক্ষেত্রে ঘটিত ঘটনা শুনে যা দেখলাম- ৯৯% ভাইয়েরা স্বেচ্ছায় বোনের সম্পত্তিটি ( যেটা বাবা মারা যাওয়ার পর বা বাবা বেঁচে থাকতেই বাটোয়ারার সময় পায়) দিতে নারায !

>> আমার দাদীকে এক সময় তার ভাইয়েরা বঞ্চিত করেছিল- যদিও এখন তারা দিচ্ছে কিছু!

>> আবার আমার ফুফুরা যে সম্পত্তি পাবে তা আমার বাবা দিতে রাজী হলেও অন্য ৪ ভাইরা টাল-বাহানা শুরু করেছে!

>>> আমার পরিচিত বেশ কয়েকজনের কাছে এমনটা শোনা সত্ত্বেও

নিজেদের পরিবারের-ই দুটো ঘটনা তুলে ধরলাম, অন্য কারোটা না বলে! (যদিও দাদীর কথা এর আগে লিখেছিলাম)

>>> হায় রে ভাই, হায় রে সম্পদ!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই হল আমাদের নৈতিকতার শিক্ষার অভাব।

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু নৈতিকতার অভাব তো অবশ্যই কিন্তু মানসিকতার ও পরিবর্তন নাই! বোনেরা কিন্তু অল্পই পায়... তবুও ভাইয়েরা যেন...

২| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

ডার্ক ম্যান বলেছেন: এটি প্রায় প্রতিটি ঘরে হয়ে থাকে।তবে আমার মতে যার যা প্রাপ্য তাই দেওয়া উচিত!

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! প্রতিটি ঘরেই হচ্ছে! যার যা প্রাপ্য তা দিয়ে দেয়া উচিৎ কিন্তু আমরা করি কি? আমরা অন্যদের টা কিভাবে মেরে খাবো সেই চিন্তা করি!

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! প্রতিটি ঘরেই হচ্ছে! যার যা প্রাপ্য তা দিয়ে দেয়া উচিৎ কিন্তু আমরা করি কি? আমরা অন্যদের টা কিভাবে মেরে খাবো সেই চিন্তা করি!

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট লোভী নৈতিকতাবিহীন অশিক্ষিত জাতি হলুম আমরা মানে বাংলাদিশীরা! আপন বোনকে ঠকায়!

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আপন বোনকে ঠকাতেও যাদের খারাপ লাগে না!

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১

AlaminMeh বলেছেন: একমত!!!!

বেশিরভাগ মায়েরাই মনে করতো যে ছেলে পড়া লিখা করে বড় হয়ে টাকা রোজগার করে বাবা মা কে খাওয়াবে তাই মাছের মাথা হাত খরচের টাকা তাকেই দেওয়া উচিৎ আর মেয়েকে বিয়ে দেওয়ার পর তো স্বামীর ঘরে চলে যাবে। আসলে এই ধরনের কাজ করা ঠিক না।

তবে বর্তমানে মাছের মাথা, হাত খরচের টাকা শুধু ছেলেকে দেয়না উভয়কেই দেয়, এই বৈষম্য পরিবর্তন হলেও সম্পত্তি ভাগাভাগির বেপারে এখনও বৈষম্য টা রয়ে গেছে।

অনেক পরিবারে দেখা যায় বোনের সম্পত্তি ভাই দিতে নারাজ সত্তেও যদি বোনে রাগারাগী করে ভাগ করে নিয়ে যায় তখন তো ভাই-বোনের সম্পর্কটা বেশীরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদে পরিনত হয়।

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কিছুটা পরিবর্তন হয়েছে- খাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পদের কথা ঊঠলেই সম্পর্ক শেষ !

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

আবু শাকিল বলেছেন: পরিবারে বইন নাই।ভাই বইন এর বৈষম্য এক্টু কম বুঝি।
কিন্তু ভাই ভাই বৈষম্য সে ত নারীর কারন।
তারে বাপের সম্পত্তি তে ঠকানো উচিৎ।

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু! সব বৈষম্য মেয়েদের দ্বারা হয় না! যে ভাইয়েরা নিজেরা ঠিক থাকতে পারে না তারা ভাই-ই না! বউ এর কারনে যারা সম্পর্ক নষ্ট করে তাদের সম্পর্ক আদৌ ও অটুট ছিল বলে মনে হয় না!

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। এটা মানুষ কখনোই বুঝে না। এই সম্পদের জন্যই আজকাল ঘটছে সম্পর্কের ফাটল।

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! দু’দিনের দুনিয়ায় আমরা এই সম্পদ নিয়েই কামড়াকামড়ি করি- যা আমাদের সাথে যাবে না...।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

হেডস্যার বলেছেন:
আমার মা খালাদের ও আমার মামারা সম্পদের ভাগ দিতে নারাজ।
যদিও মামাদের অঢেল রয়েছে....আফসোস।

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এ রকম-ই হয়! তবে আমার মামা’রা আমার মা ও খালাকে তাদের ভাগ দিবে বলেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.