নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>মেয়েদের পোশাক আর নগ্নতা নিয়ে বহু লেখা-লেখি হয়, অস্বীকার করবো না কিছু মেয়েদের পোশাকের কারনে আমাদেরকে চরম বিব্রত হতে হয় এবং লজ্জায় পড়তে হয়! কিন্তু পর্দা কি শুধু মেয়েদের জন্য? তাহলে একটা ছেলে রাস্তায় যেখানে সেখানে কেন দাঁড়িয়ে গিয়ে পানির ট্যাপ খুলে দেয়? সেটা দেখে কি আমরা বিব্রত হই না?
>> রাস্তা দিয়ে হাটতে গেলেই দেখা যায় কেউ না কেউ রাস্তায় দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, বাসে করে লং রুটে কোথাও যাবো, দেখা যায়- বাস থামিয়ে তিনারা ঠিক পাশেই বসে বা দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিল, ভেবে দেখার প্রয়োজন বোধ করে না, এতে মেয়েরা বিব্রত হতে পারে!
>>আসলে চোখের ও মনের পর্দা ছেলে/মেয়ে উভয়কে করতে হবে, সংযত হয়ে ছেলে/মেয়ে উভয়কেই চলতে হবে কিন্তু আমরা তা করি না! মনে রাখতে হবে একটা মেয়ের পোশাকের কারনে যদি কোন ছেলে উত্তেজিত হয় বা নিজেকে কন্ট্রোল করতে না পারে তাহলে একটা ছেলেকে খালি গায়ে দেখলে একটা মেয়েরও সেরকম বোধ আসতে পারে!
>>কাজেই পোশাক বা চাল-চলনে ছেলে/মেয়ে উভয়কেই শালীনতা বজায় রেখে চলতে হবে আর বাকিটা নিজের মানসিকতা, রুচি আর ঈমানের উপর নির্ভর করে!
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা + চাই না ভাই, বুঝতে হবে ব্যাপারটা আমাদের সবাইকে! ধন্যবাদ!
২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: পারফেক্ট বিশ্লেষণ। দারুন লিখেছেন।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ব্যাপারটা সবাই বুঝলেই সার্থকতা হবে লেখাটার !
৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: পারফেক্ট বিশ্লেষণ। দারুন লিখেছেন।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬
এক মুসাফির বলেছেন: পর্দার মাহাথ্য বুঝার জন্য ধন্যবাদ।
শালীনতা বিষয়টা সবার কাছেই কাম্য।এখানে মেয়ে ছেলে পার্থক্য করা বোকামি।
আল্লাহর রাসুল সাঃ বলেন-লজ্জা ঈমানের অন্গ।
সুতারাং লজ্জার বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।
ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পার্থক্যটা আমার তৈরি নয় ভাই! এটা এই সমাজের মানুষেরাই তৈরি করেছে! অবশ্যই লজ্জার ব্যাপারে ছেলে/মেয়ে উভয়কেই সচেতন হতে হবে! ধন্যবাদ।
৫| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪০
পাউডার বলেছেন:
রাগু কেইস দেকচি!
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি বোঝাতে চাইলেন ভাই?
৬| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলেই ছেলেদেরকেও শালীন হতে হবে।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছেলে/মেয়ে উভয়কেই শালীনতা বজায় রেখে চলতে হবে।
৭| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিকই বলছেন।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৮| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
জাহিদ গাছবাড়ী বলেছেন: ুঝলাম না।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না বোঝার কি আছে ভাই?
৯| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫
স্বর্গ বলেছেন: আপনার বিশ্লেষন প্রশংসার দাবিদার।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহা প্রশংসার থেকে আমাদের মধ্যে বুঝ টা এলেই যথেষ্ট ভাই! ধন্যবাদ!
১০| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭
মদন বলেছেন: ++++++++++++
যারা করে তারা আসলেই নোংরা মনের লোক।
একান্তই বিপদে পড়লে সে না হয় আলাদা
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত্তগুলা + ! ধন্যবাদ ভাই! হু অবশ্যই এ ধরনের কাজ নোংরামির শামিল! একান্ত বিপদে পড়লেও সঠিক জায়গা খুঁজে নেয়া যায় কিন্তু তারা তা করে না।।!
১১| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০০
নীলতিমি বলেছেন: কথা সত্যি! ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হু ধন্যবাদ !
১২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৯
বদিউজ্জামান মিলন বলেছেন: হুম। বড়ই ভালো কথা.....
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু ভাল কথা বললেই হবে, বুঝতে হবে ভাইয়া! ধন্যবাদ !
১৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১০
কেন্দ্রের বৃত্ত বলেছেন: ঠিক বলেছেন ! রাস্তায় বেরোলেই এরকম দুয়েকটা ঘটনা দেখা যায় । বিশেষ করে বাবা মা সাথে থাকলে খুব বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় :/
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... শুধু বিব্রত না চরম বিব্রত হতে হয়!
১৪| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১২
হামিদ আহসান বলেছেন: ঠিকই বলেছেন। ছেলে মেয়ে সবাইকে শালিনতা মেনে চলতে হবে। এটা কেবল মেয়েদের মানার বিষয় না। আর ঐ ট্যাপ খুলে দিতে দেখলে আমারও কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তাহলে মেয়েদের কাছে কেমন লাগে বুঝতে পারছি।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা বুঝতে পারার জন্য ধন্যবাদ ভাইয়া! কিছু ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে লজ্জা বা বিব্রতও বুঝি মুখ লুকায়! আমি তো সিম্পল ভাবে বলেছি- ঘটনা গুলা যদি এক একটা তুলে ধরতাম তাহলে লজ্জা লুকানোর জায়গা আমাদের থাকতো না!
১৫| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫
কসমিক- ট্রাভেলার বলেছেন:
+++++++
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা এত্ত + ভাই! ধন্যবাদ !
১৬| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪
rakibmbstu বলেছেন: আপনাগো না করছে কেডা? দেন আপনারাও...........
তবে হ্যা আপনার কথা ঠিক এতে বিব্রত পরিস্থিতির সৃষ্টি হয়....... তবে মুষ্টিমেয় কিছু লোক করলে মেনে নিতেই হবে......... এ অবস্থা হতে বেরোতে সচেতনতা জরুরি......
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মোটেও আমি সেই অধিকার চাই না...! হু সচেতনতা জরুরী!
১৭| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
ডরোথী সুমী বলেছেন: পথে-ঘাটে যখন এমন ঘটে সেটা যেমন অস্বস্তির তেমনই নোংরা একটা পরিবেশ সৃষ্টি হয়। হলি ক্রস কলেজের সামনে একসময় এমন নোংরা পরিবেশ ছিল, সেটা পার হয়ে কলেজে যাওয়া....ভয়ঙ্কর ছিল। এখন অবশ্য তেমনটি নেই। শুভ কামনা।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... নোংরা পরিবেশ না হয় সয়ে নেয়া যায় কিন্তু বিব্রত বা লজ্জাটা মেনে নেয়া যায় না! শুভ কামনা !
১৮| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬
গান পাগলা বলেছেন: খোলা বাতাসে ট্যাপ ছাড়ার মজাই আলাদা.......
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?
১৯| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪
রাহুল বলেছেন: মনে রাখতে হবে একটা মেয়ের পোশাকের কারনে যদি কোন ছেলে উত্তেজিত হয় বা নিজেকে কন্ট্রোল করতে না পারে তাহলে একটা ছেলেকে খালি গায়ে দেখলে একটা মেয়েরও সেরকম বোধ আসতে পারে!
সহমত!!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... ধন্যবাদ ভাইয়া!
২০| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
rakibmbstu বলেছেন: মনে রাখতে হবে একটা মেয়ের পোশাকের কারনে যদি কোন ছেলে উত্তেজিত হয় বা নিজেকে কন্ট্রোল করতে না পারে তাহলে একটা ছেলেকে খালি গায়ে দেখলে একটা মেয়েরও সেরকম বোধ আসতে পারে!
এতে আমার সন্দেহ আছে। সত্যিটা তারাই বলতে পারবে....
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা নিয়ে সন্দেহ না করে... মুল বিষয়টা নিয়ে ভাবাটাই কি যুক্তিসঙ্গত নয়?
২১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১৮
খান সাব বলেছেন: Agree with you.
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সৃষ্টিকর্তার ইচ্ছা না হলে আপনারও সেই লাইনেই আসতেন
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যেহেতু আসিনি তাই তো বিব্রত হই! আপনাদের ও তো হওয়ার কথা? তাই না?
২৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮
bakta বলেছেন: ট্যাপ খুলে দাঁড়িয়ে
চাচা দেখো রাস্তায়,
জিনিষটা কে নিয়ে গেছে
আজ তারা সস্তায়।
দেখে লোকে মা বোনে
পিছু ফিরে দেখে না,
কি জানি কি ভাবে এরা
ভদ্রতা শেখে না।
আগু পিছু ভেবে কাম
কর ভাই চাচা রে,
তোমাদের কারণেতে
খাই মোরা খোঁচা রে।
তেনারা সব বলেন নাকি
মোরা খুব অশালীন,
লোক লাজের বালাই নাই
দেখি পথে প্রতিদিন।
পথ চলা দায় হয়
আকামের কারণে,
কে শোনে কার কথা
বার বার বারণে।
বোবা নয় কালা এরা
চোখ তুলে দেখে না,
যতই দাও না গালি
গায়ে এরা মাখে না।
বলে বলে মুখ তেতো
কিছু নাহি বলি আর,
যে যেমন মানুষ ভাই
করবে সে বারবার।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম ! ধন্যবাদ !
২৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২
নোবেল হোসেন সাজিদ। বলেছেন: পোশাক বা চাল-চলনে ছেলে/মেয়ে উভয়কেই শালীনতা বজায় রেখে চলতে হবে আর বাকিটা নিজের মানসিকতা, রুচি আর ঈমানের উপর নির্ভর করে ।
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অবশ্যই !
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:২৮
চড়ুই বলেছেন: ++ দিলাম।