নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> এই এক বছরে বিমান বন্দরে ৫০ মন সোনা আটক! আচ্ছা, এরপর এই সোনাগুলি কোথায় যায়? চোরাকারবারীর কথা না হয় বাদ-ই দিলাম!
>দুবাই ও থাইল্যান্ডে সোনার দাম কম! দুবাইতে ২২ ক্যারট এর দাম ৩৩/৩৪ হাজার টাকা আর বাংলাদেশে ৪৮/৫০ হাজার টাকা! যে কোন যাত্রী বিনা ট্যাক্সে দুইশত গ্রাম স্বর্ণ লংকার বহন করতে পারে, আর থাইল্যান্ড থেকে এই সোনা ঢাকায় এনে বিক্রি করলে প্রায় ১৪ হাজার টাকা লাভ হয় এতে বিমান ভাড়া ও হোটেল খরচও না কি উঠে যায়! এই সুযোগটা না কি কাজে লাগায় অনেকে! (খবর ১২ তারিখের ইত্তেফাক)
>তাই ভাবছিলাম আর কি... এই উপায়ে থাইল্যান্ড থেকে ঘুরে আসবো না কি? সোনা আইনা ঢাকায় বেচুম, বিমান ভাড়া, হোটেল ভাড়া উইঠাই তো আসবো, সাথে সাথে দেশটাও ঘুরা হইবো রে!
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আগেই ভয় দেখাচ্ছেন কেন?
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইডিয়া খারাপ না । ( হাসির ইমো হইবে )
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আমারো হাসির ইমো হবে!
৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়!! কয় কি?
স্বপ্নগুলার কি হপি তখন?
ওসব দেশেতো স্বপ্নের জায়গা নেই। মানি এন্ড হানি...
না না স্বাপ্নিক মানুষ-ওপথে যাবেন না। আপনার স্বপ্নগুলো আতুর ঘরেই মরে যাবে। ...
স্বর্ণচোরাচালানে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড!!! আওয়ামী সাফল্যও বলা যায় নাকি বলেন
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! যারা স্বপ্ন দেখে তারা যেখানেই থাকুক না কেন স্বপ্ন দেখবে... !
আর সাফল্য যে কাদের সে হিসেবে গেলে মাথা গুলিয়ে যাবে... শুধু জানতে ইচ্ছে করে- সোনাগুলি যায় কোথায়?
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: চুরাকারবারিতে শীষ্য লাগিলে আওয়াজ দিয়েন
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অক্কে সাগরেদ !
৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
দ্যা টাকলু বস বলেছেন: প্রতি ১০ গ্রামে ১০,০০০ টাকা লাভ হলে, আপনি আনতে পারবেন ২০০ গ্রাম। মানে আপনার লাভ হবে ২,০০,০০০ টাকা। ম্যালা টাকা।যা দিয়ে আপনার হোটেলে থাকা খাওয়, প্লেন ভাড়ার পরও বেশ কিছু টাকা লাভ থাকবে।
কিন্তু ঘটনা এত সোজা না। এখন ২০০ গ্রাম সোনা আনতে ৫১,০০০ টাকা ট্যাক্স দিতে হয়। যা আগে দিতে হতো মাত্র ২৬০০ টাকা। সেই সময় এয়ারপোর্টে যে পরিমান সোনা ধরা পড়ে তার প্রায় কয়েক হাজারগুন সোনা দেশে ঢোকে। আর এখন যে সোনাগুলো ধরা পড়ে তার বেশির ভাগই ট্যাক্স ফাকি দিয়ে আনার সময় ধরা পড়ে। আর একটি কথা বাংলাদেশে বৈধ ভাবে সোনা আমাদানির ব্যাবস্হা নেই। বাংলাদেশে জুয়েলারী ব্যবসা পুরোটাই অবৈধ ভাবে চলছে।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! অনেক কিছুই জানলাম ভাই! ধন্যবাদ !
৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭
তুষার কাব্য বলেছেন: আমিও থাইল্যান্ড যাব...
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অক্কে! সোনা বহন করতে আপনাকেও নিয়ে যাবো!
৭| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: সন্ত্রাসীটা ( ) শেষ পর্যন্ত চোরাকারবারী হয়ে গেল। উস, শুভ কামনা আপনার জন্য।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! চিন্তায়েন না, সোনা এনে ভাবীকে গিফট করবো!
৮| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন:
আহা কি আনন্দ লাগছে মনে...................
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা কি মজা!
৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২২
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমিও সোনা আনতে যাবো ধরা পরলে ঘুষ দেবো। ঘুষ না নিলে জেলে যাবো।২/৩ দিনের জন্য। তার পর আবার সেই কাজেই নিয়োগ নিবো। এবং সকল ভাবীদের সোনা উপহার দিবো।
কাজটি মন্দ কিসের ? আপনিই বলেন।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা কি মজা!
১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
ভিটামিন সি বলেছেন: টাকলু দ্যা বসের কথা সত্য। আগে ২৬০০ না ২৭০০ টাকা দেয়া লাগতো ট্যাক্স, আমি নিজে দিয়ে ২০০ গ্রামের বিস্কিট এনেছিলাম গত মে মাসে। এখন ৫১০০০ টাকা ট্যাক্স লাগে। তবে ১০০ গ্রাম পর্যন্ত তৈরী গয়না একজন যাত্রী বিনা ট্যাক্সে নিয়ে আসতে পারেন। বাইরে থেকে কিনে আনা গয়না বাংলাদেশে ৩৭৫০০ টাকা থেকে ৩৮০০০ টাকায় দোকানীরা কিনে থাকেন। তারপর কাষ্টমারের কাছে দেশী সোনার চেয়ে বেশি দামে বিক্রি করে থাকেন। আমার পরিচিত দুইজন আছেন যারা প্রতিমাসে অন্তত ৫/৭ বার বাংলাদেশে চালান পাঠান।
যেটা এয়ারপোর্টে ধরা খায় সেটা সরকারকে আইওয়াশ দেয়ার জন্য। সোনা ব্যবসায়ীরা কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে থাকেন। এয়ারপোর্টের কর্মকর্তারা্ও এখানে জড়িত। মাসে ৫/৬ চালানে ১৫/২০ কেজি পার করে দিয়ে ১ কেজি আটক করে থাকেন তারা।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাথা কিন্তু ঘুরে গেল এত হিসেব-নিকেশ দেখে!
১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩
sumit বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
এম ই জাভেদ বলেছেন: গুড আইডিয়া। রথ দেখা কলা বেচা দুটাই হবে।
থাইল্যান্ড গেলে ভাইরাসজনিত গুরুতর রোগটি থেকে সাবধান থাকবেন।