![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>বর্তমানের নতুন নির্মাতাদের কাছে অনেকের অনেক প্রত্যাশা! এ দেশে ভাল ছবি হয় না এই অপবাদ থেকে মুক্তির আশা করে সিনেমা প্রেমিক মানুষেরা ! কিন্তু প্রায়শই হতাশা হতে হচ্ছে আরো বেশি, নকল ছবির কারনে + গল্পে সচেতনা সৃষ্টির প্রয়াসে যে মেসেজ দিতে চাচ্ছেন নির্মাতা তা ঠিক-ঠাক মত দিতে না পেরে সেই বিষয়টাকে আরো উস্কে দিচ্ছেন ! ফারুকীর পিপড়াবিদ্যা নিয়ে এই আক্ষেপ ঝড়ছে সিনেমা প্রেমিকদের কাছ থেকে! এ যেন - যে মেসেজ এবং সচেতনতা দিতে চেয়েছেন তিনি এই গল্পের মাধ্যমে তা না দিয়ে সেই যৌন সুড়সুড়ি আর সমাজে টিজ করার আরো কিছু নতুন কৌশল ঢুকিয়ে দেয়া হয়েছে - টিজারদের জন্য এখানে !
>আবার কোন ছবির যখন রিমেক হচ্ছে তখন সেখানে সেই ছবিটার যে আলাদা একটা আকর্ষণ ছিল তা নষ্ট করে দেয়া হচ্ছে, নতুন করে তা গোজামেলভাবে বানিয়ে! যেমন- প্রয়াত চিত্র পরিচালক কাজী জহিরের 'ময়নামতী' সিনেমার গল্প অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া বানিয়েছে “অনেক সাধের ময়না'” ! ছবিটি প্রয়াত কাজী জহিরকেই উত্সর্গ করা হয়েছে ।
প্রচেস্টাটা হয়তো সুন্দর ছিলো তবে কিনা এমন রিমেক কাজী জহিরকে সম্মানিত না করে অপমানিতই করেছে বোধ করি এমনটা মন্তব্য অনেকের-ই! বিশেষ করে- “অনেক সাধের ময়না আমার” গানটি এভাবে বরবাদ না করলেও চলতো, যারা দেখেছেন ছবিটা হলে গিয়ে তাদের কারো কারো মতে!
>> আর আমরা যারা আগ্রহী ছিলাম ছবি দেখবো বলে... এইসব শুনে মন্তব্য দেখে - চিন্তায় আছি এখন দেখবো কি না এইভেবে!
১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ! আগে সিনেমা দেখতাম খুব! ক্লাস ১০ পর্যন্ত ! বছরে ২/৩টা সিনেমা দল বেঁধে কাজিনরা সবাই মিলে হলে গিয়ে দেখতাম! এই কারনে বাপি আমাকে বলতো- তোকে সিনেমা হলের ম্যানাজারের সাথে বিয়ে দেবো, এরপর তুই খালি সিনেমাই দেখিস!
২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: গল্প দরকার, ডায়লগ লিখিয়ে দরকার, অভিনেতা অভিনেত্রী দরকার আর দরকার বিনিয়োগকারী ও পোক্ত পরিচালক।
সবচে বড় হচ্ছে ইচ্ছা থাকা। না তা পাওয়া যাবেনা । আমি অনেককেই একটি দুটি ভালো সিনেমা বানিয়ে বসে গপ্প ঝাড়তে দেখেছি । কোথাও একটা বাধা আছে কিন্তু আমার জানা নেই কোথায় সে বাধা।
সব যদি আর্ট ফিল্ম চাই তবে দুর্দশা খুজতে কোথাও যেতে হবেনা। সুড়সুড়ি থাকবে এবং তা দশকদের চাহিদায় । সব ধরনের ছবিই থাকবে বাজারে । ফারুকি সাইদির মতো ওয়াজ মাহফিল শুটিং করেনি । এদেরকে উঠতে দিন , পুজি বানাতে দিন , কিছু নতুন মুখকে আনতে দিন । একজন তোঁ মদেলদের পতিতা বানিয়ে ফেলেছে। ওর কাছে মুম্বাই নায়িকাদের দেহের নিখুত মাপ জোক আছে ।
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার কাছে যেটা মনে হয় এখন অনেক তরুন গল্পকার ভাল লিখছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না এসব নিয়ে কাজ করার! আর বাকিটা তো অনেক কিছুই আপনি বলে দিলেন ভাইয়া! তবে আমরা আসলেই চাই- এদেশেও এমন সিনেমা তৈরি হোক যা দেখার পর তার ভাললাগার রেশ থাকে যাবে অনেক অনেক দিন! ধন্যবাদ !
৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন @ঈপ্সি ।
কি বলবো ! বললে অনেক কিছুই বলা যায় । মানুষ খারাপ বলে । বলে , বাংলা সিনামাকে উৎসাহ না দিয়ে শুধু সমালোচনা করি !
শুভেচ্ছা রইল ।
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক-ই বলেছেন! বলতে গেলে সবাই তাই বলবে! কিন্তু কারন খুঁজলে যেটা পাওয়া যায় তা নিয়ে তারা ভাবে না! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: বাংলা ছবি দেখার কোন দরকার নাই, ব্লগে লেখালেখি করছেন এই বেশ।
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।