|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>কয়জন ছেলের মা নামক শাশুড়ীরা ঘরে আসা নতুন বউ কি খায় বা কি খেতে পছন্দ করে বা তার বাবার বাসায় কি সিস্টেমে সে খেয়ে এসেছে কিংবা তার কোন খাওয়াটা কিছুটা নেশার ( এটা নেশা জাতীয় কিছু নয়) মত না খেলে খারাপ লাগে এই বিষয়গুলি খেয়াল রাখে...? 
>মেয়ের জামাই আসবে - জামাই কি খায় বা কি খেতে পছন্দ করে কিংবা জামাইয়ের কোন খাবারের প্রতি দুর্বলতা আছে কি না কিংবা কোন খাবার খায় না তা আগেই মেয়ের কাছ থেকে জেনে নেয় মেয়ের মা নামক শাশুড়ি আর জামাই বাসায় আসলে চলে সব আয়োজনে জামাইভোজন... অপরদিকে একটা মেয়ে (যার ৩/৪বার চা খাওয়ার অভ্যাস আছে) শ্বশুরবাড়ী গিয়ে দেখা যায় তার নিয়মিত ৩/৪ বার চা খাওয়ার অভ্যাসটাও ভুলে যায়... আবার কোন মেয়ে যে জিনিসটা খায় না সেটা নিয়েও কথা শুনতে হয় কিংবা সেই জিনিসটার বিকল্প হিসেবে সে তার বাবার বাসায় কি খেত সেটা সে শ্বশুরবাড়ী গিয়ে পায় না (বেশির ভাগ ক্ষেত্রেই) ! 
( শ্বশুরবাড়ী গিয়ে এমন দুরবস্থার মধ্যে পড়া বেশ কয়জনের কাছ থেকে শুনে লিখা- জানতে চাই অন্যদের কার  কি অবস্থা? এবং জামাইরাজাদের কথা? )  
> এবার আমার ভাবনা - যেমন- রাতে ভাত খাওয়ার পর আমার দুধ খাওয়ার অভ্যাস (যেটা একদম নেশার মত না খেলে খারাপ লাগে) , আমি কোন মাছ খাই না (ইলিশ ছাড়া) কিন্তু তার বিকল্প খাবার আমার জন্য থাকে, আমি বয়লার/ গরু খাই না তার ও বিকল্প থাকে কিন্তু আমার বাপি-মামনী সব সময় চিন্তিত থাকে আর বলতে থাকে- “শ্বশুরবাড়ী গিয়ে যে তোর কি হবে” তোর কপালে যে কি আছে? -- আমিও ভাবি হাম্বার ( আমার কল্পিত নায়ক)  মা-বাবা কি আমার জন্য বিকল্প ব্যবস্থা রাখবে কিংবা অই যে রাতে খাবারের পর দুধ খাওয়া - কি হবে? এক্ষেত্রে কিন্তু মানিয়ে নেবার ব্যাপারটা ভিন্ন কারন আমাকে যদি বলা হয় তোমাকে মাছ খেয়ে মানিয়ে নিতে হবে সেটা সম্ভব নয় কারন সেই পিচ্চিকাল থেকে আমি মাছ খাই না আর এটা জোর করে খাওয়া সম্ভব না...!     
 ২১ টি
    	২১ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া মানিয়ে নিতে হয় এবং এটা এক তরফা ভাবে মেয়েদের-ই নিতে হয়! প্রসঙ্গ মানিয়ে নেয়া না- কারন আমি কখনোই মাছ খেতে পারবো না... অসম্ভব ব্যাপার সেক্ষেত্রে আমার উপর যদি জোর করা হয় বা খোঁটা দেয়া হয়- এটাও ভয়ঙ্কর! তবে ভাবী লাকি... এবং অবশ্যই ভাবীর শাশুড়ি মানে আমার আন্টি একটা সালাম পাবেন সে জন্য ... হহাহা কল্পিত নায়ক কল্পনাতেই থাকবে আর আপনি তাকে একদম জামাই বানিয়ে দিলেন এখুনি...হাহা ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন!
২|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
মেহেরুন বলেছেন: শুধু খাবার নয় আপু, এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো নিজের বাবার বাড়িতে করেছেন কিন্ত্য শ্বশুর বাড়ি গিয়ে হয়তো করতে পারবেন না। এরকম আরও অনেক বিষয় থাকবে যেগুলো মানিয়ে নিয়েই সামনে এগুতে হবে। শুভকামনা রইলো।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি মানিয়ে নেয়াটার বিপক্ষে না আপু! শুধু এই যে কিছু জিনিস যা আমার অপছন্দের তা চাপিয়ে দেয়া হোক এটা চাই না... কারন তাদের ও বুঝতে হবে... তা না হলে তো অন্য কিছু মানিয়ে নেয়ার ব্যাপারে সমস্যা হবে... দোয়া করবেন! 
৩|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
দিশেহারা আমি বলেছেন: পারলে ঘরজামাইদের একটা জরিপ কইরেন??  
  
ওই বেচারাদের অবস্থা আরো খারাপ।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা ঘর জামাই এর সংখ্যা কম ভাই!! তবে জরিপ করে দেখা যেতে পারে!
৪|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪১
জেকলেট বলেছেন: পারলে ঘরজামাইদের একটা জরিপ কইরেন??  
 
ওই বেচারাদের অবস্থা আরো খারাপ। সুপার লাইক।
তবে আমার ধারনা মানিয়ে নেয়া এবং শিক্ষা-দিক্ষার ব্যাপার আছে।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু মানিয়ে নেয়ার বিপক্ষে না- আমি শুধু বলেছি যা আমি ছোটবেলা থেকে খাই না সে নিয়ে যেন কোন আলোচনা না হয় কিংবা তার বিকল্প হিসেবে খাবার দেয়ার ক্ষমতা যদি আমার শ্বশুরবাড়ির না থাকে বা ইচ্ছে না থাকে সে ক্ষেত্রে শিক্ষাটা মনে হয় তাদের দরকার---
৫|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪১
অপলক  বলেছেন: তাহলে আমি হতভাগা টাইপের জামাই। আর আমার সহধর্মীনি সৌভাগ্যবতী । খুব সংক্ষেপে কথাটা বললাম। 
ধন্যবাদ।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার সহধর্মিণীর আগে আপনার মা কে সালাম জানাই... আর আপনি হতভাগ্য - সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করছি না কষ্ট পেলাম... যদিও কারন টা ঠিক জানি না।। ভাল থাকবেন ভাইয়া!
৬|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৯
হানিফঢাকা বলেছেন: Interesting. Many girls has same allegation against husband's home mother in law, but very few for father in law. After reading this, what comes to my mind is-- the major portion of  the ongoing fight is women (the wife) vs women (mother in law). 
My only question to all women is when you are wife, you made lots of charge against your mother in law, and when the same you become mother in law, the same charges pointed finger to yourself by your son's wife. And it continues generation to generation. Why don't you change your perception towards your son's wife or mother in law? 
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু চেঞ্জ কেন হয় না আমাদের মানসিকতার সেটাই প্রশ্ন?
৭|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:২২
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেখাতো !!
জামাইরা যে কি ভাবে !! শাশুড়ীরা অস্থির থাকে জামাইদের মন রক্ষা করার জন্য ---কত বাহারী খাবার যে রান্না হয়---। আমাদের পুরুষতান্ত্রিক সমাজের চিত্র এই---
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু... চারপাশ জুড়ে এরকম জামাই আদর আমরা দেখে থাকি...। শুধু খুব খুব কম দেখি বউ আদর... ! ভাল থাকবেন!
৮|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
মিতক্ষরা বলেছেন: মেয়ের মায়েদের ত্যাগের তুলনা নাই। সেজন্যেই মেয়ে আর মায়ের সম্পর্ক এতটা মধুর হয়ে থাকে।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... ধন্যবাদ !
৯|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৬
জনতার রায় বলেছেন: সব শাশুরিকে এক পাল্লায় মাপাটা এক ধরণের মানসিক রোগ। জামাই হিসেবে শাশুরির আদর আপ্যায়ন পেতে গেলে সেরকম উপযুক্ত জামাই হতে হয় - মেয়ের জন্য পরিপূর্ণ সুখের ব্যবস্থা করতে হয়। সেরকম করতে পারলে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে শাশুড়ি এরকম যত্ন আত্তি করে থাকে।
তবে, সে রকম জামাই যদি নাও হয়, তারপরেও শাশুরির মনে এই আশঙ্কা থাকে যে, জামাইকে যথাযথ আদর আপ্যায়ন না করতে মেয়ের সংসার জীবন বিপর্যস্ত হতে পারে, তবে সেক্ষেত্রেও এক প্রকার বাধ্য হয়েই জামাই আদর করতে হয় উপায় থাকেনা বলে
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু সবাইকে এক কাতারে ফেলিনি-- আর একবার পড়ে দেখবেন প্লিয... উপযুক্ত আর অনুপযুক্ত সব জামাই এর যত্নের ব্যাপারে শাশুড়ী মা ‘রা তটস্থ থাকে ভাই! আর বাধ্য হয়ে যদি কেউ জামাইয়ের খেদমত করে তবে সেটাও কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের কারনেই সৃষ্টি ... কেন মেয়ের বাবা-মা’রা আতঙ্কে থাকবে- আহারে আমার মেয়েটার যে কি হচ্ছে শ্বশুরবাড়িতে ... ?
১০|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৪
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৪
তুষার কাব্য বলেছেন: আহারে ! কত কিছু যে দেখতে হবে,শুনতে হবে....  
 
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা আর কি কি শুনছেন বলেন তো?
১১|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৪
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৪
মিতক্ষরা বলেছেন: অপলক বলেছেন: তাহলে আমি হতভাগা টাইপের জামাই। আর আমার সহধর্মীনি সৌভাগ্যবতী । খুব সংক্ষেপে কথাটা বললাম। 
ভাই অপলক, ছেলেদের একটি গুন আমার খুব ভাল লাগে। পুরুষরা সহজে নিজেদের ভেতরের কথা বাইরে প্রকাশ করে না, বরং তা নিজের দুর্বলতা  মনে করে। আপনিও মনে হয় তেমনটিই। 
আপনার মাকে আমার সালাম জানিয়েন।  
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৪
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তব একটি বিষয়, প্রায় সর্ব ক্ষেত্রে মেয়েদেরই মানিয়ে নিতে হয়, মা নামক শাশুড়ীটাও একদিন এমনি করেই মানিয়ে নিয়েছিলেন।
আমারা মা আমার বউ এর পছন্দ অনুযায়ী নিজে বাজার করতেন বা এখনো করেন তবে শশুড়বাড়ীতে আমার শশুড় করেন।
অতি দ্রুত ঈপ্সিতা চৌধুরী হাম্বা (কল্পিত স্বামী) এর ঘাড়ে সাওয়ার হোক এ প্রত্যাশা
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী