|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>কথা শুনতে পারছিস না আমার?
>আরে আমি  তো বাস এ! জানিস- ই তো!
>উফস্ ভুলে গেছিলাম রে...
>আয় না আমরা এক সাথে পাশাপাশি বসে এই জার্নিটা করি... বসবি আমার পাশে?
>হু...ওকে চল, আবার আমাদের কল্পনা কল্পনা খেলাটা খেলি... 
এই দেখ আমি তোর পাশে বসে আছি...তোর এলো চুলগুলি  বারবার আমার মুখে এসে পড়ছে...
বিরক্ত লাগছে কিন্তু কেন জানি আমি কিছু বলছি না...
>বলবি কি করে রে হাব্লাটা...? তুই তো পাশে বসেই ঘুমিয়ে গেছিস গরুটা!!
তাও আবার আমাকে সরিয়ে নিজে জানালার পাশে বসতে চেয়েছিলি , ছাই পাঁশ খেতে !
আর আমি খেতে দেইনি বলে ঘুমাচ্ছে! সেই কখন থেকে বলছি, ডাকছি- জানালাটা একটু চাপিয়ে দে... কুম্ভকর্ণ শোনেই না!!
>হাহহা অই কানে যে ইয়ার ফোনটা আছে দেখিস নাই?
>ওকে ওকে ঠিক আছে... এখন বন্ধ কর... আর আমার দিকে ওভাবে তাকিয়ে থাকবি না অস্বস্তি হয়...
>কেন কেন? তুই কি মনে করিস তুই রূপবতী দেইখা তাকায় আছি, পেত্নী কোথাকার!
>তবে পেত্নীর দিকে তাকিয়ে আপনি কি দেখতেছেন ভূতটা ...?
>অই অই মুখটা ওমন পেঁচার মত করে আছিস কেন? কপাল কুঁচকে কেমন করে আছে!  
না হয় একটু ঘুমিয়েছি তো কি হয়েছে শুনি? তাই বলে তুই ঝিম মেরে বসে থাকবি?
গল্প কর পেত্নী... বলেই আলতো করে গাল ছুঁতে গিয়ে চমকে ওঠে ছেলেটা... কি রে?
তোর গায়ে জ্বর কেন? আর এতক্ষন জানালা খোলা ছিল, তুই আমাকে ডাকবি না গাধি?
>কখন থেকে ডেকেছি তোকে ... তবে আস্তে আস্তে...
তুই এমন করে বাচ্চাদের মত করে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ছিলি যে--
তোর মায়াভরা মুখটা দেখে আমি তোকে জোরে ধাক্কা দিয়ে ওঠাতে পারিনি রে হাব্লু!
>>তারপর মেয়েটার আর কিছু মনে নেই...
শুধু টের পাচ্ছিল তার কপালে একটা ঠান্ডা হাত আলতো করে বুলিয়ে দিচ্ছে কেউ...অবচেতন মনে কি সব বকে চলেছে... কানে ভেসে আসছে ঘোরলাগা একটা কন্ঠ...
তোর না মাথায় বুদ্ধি-সুদ্ধি কিছু নেই! নিজের কষ্ট হচ্ছে দেখেও বলিসনি আমায়!আমি মনে মনে প্রার্থনা করছি-- জ্বরটা আরো বাড়ুক...নইলে এমন উৎকণ্ঠা দেখবো কি করে...এমন আদুরে সেবা পাবো কি করে...?
পথটা  যেন শেষ না হয়... কিন্তু পথটা এক সময় শেষ হয়েযায়...
মেয়েটার  ঘোর কেটে যায়... ঝিমুতে ঝিমুতে দেখে বাসে জানালার পাশে সে একা বসে আছে...
এলো চুলগুলি জানালা দিয়ে আসা বাতাসে উড়ছে...
খুক খুক করে কেশে ওঠে মেয়েটা...
বুঝতে পারে সত্যি সত্যি তার জ্বর এসেছে...
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
২|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:১২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন: পথটা যেন শেষ না হয়... কিন্তু পথটা এক সময় শেষ হয়েযায়... 
কল্পনার পথটা আসলে কখনোই শেষ হয় না তবে বাস্তবের পথটা ঠিক একদিন শেষ হয়ে যায়
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া কল্পনার পথটা শেষ হয় না... আর বাস্তবের পথ যে কোথায় হারায়...। 
৩|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
শায়মা বলেছেন: 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হল শায়মামনি? মন খারাপ?
৪|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কল্পনা জগতের সুবিধা এটাই।
ছুটে যাওয়া যায় যেখানে ইচ্ছে যার কাছে ইচ্ছে।
ভালোবাসা সেখানে কখনই ঝরে পরে না শিউলি ফুলের মতো।
ভালোবাসা বেঁচে থাকুক। 
ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কল্পনার জগতটা এজন্যই অনেক বেশি অদ্ভুদ সুন্দর... যেখানে রঙ দেয়া যায় ইচ্ছেমত! ভালোবাসারা এভাবেই বেঁচে থাকুক... কল্পনা / বাস্তবতায়...। ভাল থাকবেন রাজপুত্র!
৫|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৩
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৩
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৪
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইউটিউবে সমস্যা - গানটা কি এই পথ যদি না শেষ হয় এটা? তাহলে তো আমার খুব পছন্দের!
৬|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন:  
 
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু
৭|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:২৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:২৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন:  সুখ দুঃখের সংমিশ্রণ। সুন্দর   
   
   
   
 
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কষ্ট কষ্ট সুখ...
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ২:৪৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ২:৪৩
নূসরাত তানজীন লুবনা বলেছেন: বুঝতে পারে সত্যি সত্যি তার জ্বর এসেছে...
খুব ভালো লাগলো আপু