নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সম সাময়িক কিছু ঘটনা ভাবাচ্ছে খুব--- B:-)

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

> একটা বাচ্চা মেয়ে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে লিখে গেছেতার মৃত্যুর জন্য দায়ী তার স্কুলের ম্যাডাম ( নাম সম্ভবত রিমি) !
কি ভয়ংকর ব্যাপার!! অভিযোগ ছিলো- সেই ম্যাডাম মেয়েটার পরীক্ষার খাতা না কি অহেতুক নিয়েছেন এবং নাম্বার কমিয়ে দিয়েছেন!
মেয়েটা বলেছিলো- ম্যাডামের মানসিক চিকিৎসা দরকার! তাকে যেন মেন্টালে পাঠানো হয়!!
অথচ সেই বাচ্চা মেয়েটা জানতো না-তারও মানসিক চিকিৎসার দরকার ছিলো ! কারন- আত্মহত্যা কোন সমস্যার সমাধান না!!
একজন শিক্ষক হিসেবে আমি নিজেও খুব ভয় পাচ্ছি কখন কোন বাচ্চার কোন অভিযোগের শিকার হই! তবে এটা নির্দ্বিধায় বলতে পারি-
স্কুলে শিক্ষকদের ( প্রাইভেট পড়া নিয়ে কিংবা ব্যক্তিগত ব্যাপারে) রেষানলে অনেক বাচ্চাই পড়ে ! খুব খুব চেষ্টা করি যেন নিজের দ্বারা এমন ঘৃণিত কাজ না হয়!
গত মঙ্গলবারে রাজধানীর শাজাহানপুরে এই ঘটনা ঘটে! ছাত্রী শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের!
এ কারনেই স্কুলগুলোতে কাউন্সিলিং করা দরকার বিভিন্ন বিষয়ে! এবং কাউন্সিলিং এর উপর একটা ক্লাস থাকা দরকার!
যেখানে এক এক সময়ে ভিন্ন ভিন্ন বিষয়ে কাউন্সিলিং করা হবে! খুব শিঘ্রই আমার স্কুলে কাউন্সিলিং ক্লাস হতে যাচ্ছে!
প্রথমেই ৩টা বিষয় থাকবে- মাদক/ প্রেম/ পিরিয়ড! এরপর - আত্মহত্যা সহ আরো নানা বিষয় আসবে!

> পায়েলের ( নর্থ সাউথের ছাত্র যে গাড়িতে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে থেতলে যায় পরে তাকে মৃত ভেবে সেই গাড়ির চালক আর হেল্পার তাকে তুলে নিয়ে পাশের এক পুকুরে ফেলে দেয় ) হত্যাকারীদের ফাঁসি হবে না জানি! কারন এদের হাত সম্ভবত সরকার কিংবা আইনের থেকেও বড়! কারন এসব গাড়ি চালক আর হেল্পাররা অহরহ রাস্তায় মানুষকে মারছে কিন্তু আজ পর্যন্ত কারো বিচার হয়নি তেমন! ও হ্যাঁ শুধু হানিফ না- নাবিল/ শ্যামলী/ এস এ পরিবহণ সহ প্রায় সব বাস এরই চালক আর হেল্পার এক একটা জানোয়ার!! দিনাজপুর/ রংপুর- ঢাকা যাতায়াত এ এদের এমন অনেক কর্মই দেখেছি এবং শুনেছি! বিশেষ করে নাইট কোচ গুলোতে যা হয় আর কি.........

> মিরপুর বেড়িবাঁধে মাদকের আড্ডা! আহা কি সুন্দর সুন্দর ঝুপড়িতে চলে এসব আড্ডা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাসোহারা নেয়ার ! আহা এদের ক্রসফায়ারে দেয়া হবে কবে?
> ভারী বর্ষণে মানুষের ঘর বাড়ি তলিয়ে গেলে কিংবা জমি তলিয়ে গেলে যে কষ্ট হয় আমার সেই কষ্ট হচ্ছে ভারি বর্ষণে তলিয়ে যাওয়া- আমার সদ্য চাষ করা পাটশাকের ক্ষেত আর শশার ক্ষেত দেখে... বুকটা ফাইটা যাইতেছে রে পাগলা!! একটু মাটি এনে যে দিবো সেই সুযোগ পাচ্ছি না......... !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

অন্ধকার দিগন্ত বলেছেন: এসব এখন বাংলাদেশে কমন ব্যাপার হয়ে গেছে। মানুষ ধরেই নিচ্ছে যে এমনই চলতে থাকবে। এটাই সমস্যা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ত কমন কিন্তু ভিন্ন ভিন্ন পন্থায় ভিন্ন ভিন্ন ভাবে ঘটনাগুলো এসে আমাদের ভাবিয়ে তুলছে! অথচ সমাধান নেই এসবের!! এবং দিন দিন ঘটনাগুলো ভয়ংকর থেকে ভয়ংকর হয়ে যাচ্ছে! স্কুলের ব্যাপারে কাউন্সিলিং খুব দরকার + স্কুলের শিক্ষকদের জবাবদিহিতার ব্যবস্থা নইলে এভাবে অনেক বাচ্চা মানসিক কষ্টে ভুগে অনেক কিছুই করে ফেলবে!

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: এরকম বহু ঘটনা আছে।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি ভাই! যা চোখে পড়ছে কিংবা জানছি তা আসলেই ভাবায় রোজ রোজ ! অথচ সমাধান নেই!!

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম ঘটনাটা খুব বেশি দুঃখজনক ছিল!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই দুঃখজনক এবং কষ্টের! কতটা মানসিক চাপ তাহলে নিচ্ছে এসব বাচ্চারা! এবং টিচাররা করছে কি!! সে কারনেই স্কুলে কাউন্সিলিং এর ব্যবস্থা থাকা দরকার! এবং টিচারদের জবাবদিহিতার ব্যবস্থা! এবং আমাদের পাড়ায়/ মহল্লায় ও কিছু বিষয় নিয়ে কাউন্সিলিং করা দরকার!

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা এখন এগুলো না হলে বলি, ব্যতিক্রম...
সন্তানরা কম নম্বর পেলে অভিভাবকদের বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে।
ড্রাইভার, মাদক বিক্রেতা যেই হোক আইন যতদিন তাদের শাস্তি দিতে না পারবে ততদিন এগুলো বন্ধ হবে না...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে স্কুলগুলোতে যা চলে তা খুব খারাপ! ২০০১ থেকে দেখে আসছি এসব! প্রতিবাদ করতে গেলেই বিপদে পড়তে হয়! আর এসব বাচ্চাদের পাঠ্য বই এর বাইরেও কিছু শিক্ষা দেয়ার জন্য স্কুল কাউন্সিলিং খুব দরকার! এবং হ্যাঁ অপরাধীর শাস্তি হয় না বলেই আমাদের দেশে অপরাধ বেড়ে চলছে!!

৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মানসিক রোগে আক্রান্ত পুরো সমাজ, তথা দেশটাই। আমাদের জন্য পজিটিভ কাউন্সেলিং খুব প্রয়োজন। কোয়ান্টাম ফাউন্ডেশন এ ব্যাপারে কিছু কাজ করছে বলে জানি।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন! বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পন্থায় বিভিন্ন জায়গায় তাই এখন কাউন্সিলিং প্রথার দরকার! পাড়াতে মহল্লাতে/ স্কুল কলেজে সব জায়গায়...

৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: মানসিক রোগটাকে আমারা বেশিরভাগ মানুষ রোগ হিসেবে ধরি না।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ কারনেই দিন দিন এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু চিকিৎসা হচ্ছে না!

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই খুব চিন্তার বিষয়, বর্তমান ছেলেমেয়েদের আত্ম হত্যার মতো নির্বুদ্ধিতা বেড়েই চলেছে। সহজে সবকিছু মেনে নেয়া যায় না মানছি, তাই বলে আত্ম হত্যা!

ঠিক পরামর্শ দিয়েছেন, প্রতিটি স্কুলে কাউন্সিলর দরকার, মাসে অন্তত বিটিং দরকার, মানসিকভাবে সাহসী করে তুলাটাও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে হয় আমার। আর, শিক্ষকদের প্রাইভেট পড়া নিয়ে রোষানল অনেকদিনের, এতে শিক্ষকদের মর্যাদানাশ হচ্ছে, শ্রদ্ধাবোধ কমে যাওয়ার প্রধান কারঁন মনে হয় আমার কাছে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এদের বোঝানোর আগেই এরা জীবন দিয়ে দিচ্ছে!! অথচ আত্মহত্যা কোন সমাধান নয়! একারনেই স্কুল কলেজ/ পাড়ায় মহল্লায় বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং এর উপর ক্লাস বা আড্ডার ছলে বিভিন্ন বিষয়ে কথা বলা দরকার! এবং সত্যি কিছু টিচার লজ্জিত করছে আমাদের! তাদের নৈতিকতা বলতে কিছুই নেই!! দেখে আসছি এসব ২০০১ থেকে! কিছু বলতে গেলেই প্রতিবাদ করলেই বিপদে পড়তে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.